Skip to content

ভারতের অবস্থান,বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির পরিচয়

ভারতের অবস্থান, বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয়

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের ভূগোল সম্পর্কে কিছু তথ্য অর্থাৎ ( ভারতের অবস্থান বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল ) এই বিষয় থেকেও সরকারী চাকরির পরীক্ষায় সাধারনত প্রশ্ন এসে থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে নোটসটি ( ভারতের অবস্থান বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল ) বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

ভারতের অবস্থান : ভারতবর্ষ সম্পূর্ণভাবে উত্তর গােলার্ধের ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত । ভারতীয় উপমহাদেশ পূর্ব এবং পশ্চিম এশিয়ার ঠিক মধ্যভাগে অবস্থিত । ভারতবর্ষ দক্ষিণে ৪° 4′ উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37°6′ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে 68°7′ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 °25′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত । ভারতবর্ষের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা ( 23° 30’ উত্তর ) বিস্তৃত হয়েছে । রাজ্যগুলি হল- মিজোরাম , ত্রিপুরা , পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড , ছত্তিশগড় , মধ্যপ্রদেশ , রাজস্থান এবং গুজরাট ।

♦ ভারতের বিস্তার : ভারতবর্ষের মােট ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিমি। এটি উত্তর-দক্ষিণে 3214 কিমি এবং পূর্ব-পশ্চিমে 2933 কিমি বিস্তৃত। 15,200 কিমি জুড়ে ভারতবর্ষের স্থল সীমানা বিস্তৃত এবং মােট উপকূল রেখার দৈর্ঘ্য হল 7516.6 কিমি (আন্দামান ও নিকোবর নিয়ে) এবং মূল ভূখণ্ডের মােট উপকূল রেখার দৈর্ঘ্য হল 6100 কিমি (আন্দামান ও নিকোবর বাদ দিয়ে)।

♦উপকূলরেখা যুক্তরাজ্যের সংখ্যা – 9 টি

♦ ভারতের সবথেকে বড় জেলা – কচ্ছ ( গুজরাট )।

♦ভারতের সবথেকে ছােট জেলা মুম্বাই সিটি ( মহারাষ্ট্র )।

♦সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ ( আটটি রাজ্য উত্তরাখণ্ড , হিমাচল প্রদেশ , হরিয়ানা , রাজস্থান , মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড , বিহার )।
দ্বিতীয় হল অসম ( সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ , মেঘালয় , ত্রিপুরা , মিজোরাম , মণিপুর , নাগাল্যান্ড , অরুণাচল প্রদেশ )।

♦সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র স্পর্শ করেছে যে রাজ্য – সিকিম , পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশ। রাজ্যগুলি প্রতিটি তিনটি করে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত।
♦উত্তরপ্রদেশে সর্বাধিক জেলা রয়েছে (75 টি)।
♦গােয়ায় সবথেকে কম জেলা রয়েছে ( 2 টি ) ।

আরও পড়ুন…………….
আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ 
ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয়

নম্বর অঞ্চলগুলির পরিচয় রাজ্য
১. আয়তনে সবথেকে বড় রাজ্য  রাজস্থান
  ২. আয়তনে সবথেকে ছােট রাজ্য গােয়া
  ৩. সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ
  ৪. সবথেকে কম জনসংখ্যাযুক্তরাজ্য সিকিম
  ৫. সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লী
  ৬. সবথেকে কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ
  ৭. সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার
  ৮. সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ
  ৯. সর্বাধিক শিক্ষার হারযুক্ত রাজ্য কেরালা
 ১০. সর্বনিম্ন শিক্ষার হারযুক্তরাজ্য বিহার
 ১১. সর্বাধিক উপকূলরেখা যুক্তরাজ্য গুজরাট
 ১২. সাতটি রাজ্য এবং দুটি দেশের সীমানা স্পর্শ করছে আসাম
 ১৩. রাজ্যটির তিনটি দিক বাংলাদেশ দ্বারা আবৃত ত্রিপুরা
 ১৪. তিনটি দেশ এবং রাজ্য দ্বারা আবৃত সিকিম
 ১৫. যে যে রাজ্যগুলির সাথে উপকূল-রেখা এবং
  আন্তর্জাতিক সীমারেখা কোনােটিই যুক্ত নেই
মধ্যপ্রদেশ,
 হরিয়ানা,
 ছত্তিশগড়,
 ঝাড়খণ্ড,
 তেলেঙ্গানা
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয়

Share this

Related Posts

Comment us

1 thought on “ভারতের অবস্থান,বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির পরিচয়”

  1. Pingback: ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর pdf - Important Information of Indian Geography – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page