Skip to content

রূপান্তরিত শিলা (Metamorphic Rocks) কাকে বলে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য

রূপান্তরিত শিলা (Metamorphic Rocks) কাকে বলে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য

নমস্কার প্রিয় পাঠকেরা, আমাদের আগের পোস্ট দুটিতে আমরা জেনেছি পাললিক শিলা কি? এবং আগ্নেয় শিলা কি? আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি রূপান্তরিত শিলা (Metamorphic Rock) সম্পর্কে সম্পূর্ণ তথ্য অর্থাৎ ( রূপান্তরিত শিলা কাকে বলে ? রূপান্তরিত শিলার উদাহরণ দাও ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য ) এই বিষয় থেকেও সরকারী চাকরির পরীক্ষায় সাধারনত প্রশ্ন এসে থাকে। সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে নোটসটি বানানো হয়েছে।

রূপান্তরিত শিলা কাকে বলে / রূপান্তরিত শিলা কী ?

সংজ্ঞা : অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলা ভূ – গর্ভের অত্যধিক চাপ ও প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ায় আগেকার চেয়ে আরও কঠিন ও কেলাসিত হয়ে নতুন আর এক ধরনের শিলায় রূপান্তরিত হয় । পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা ( Metamorphic Rock ) বলে

গ্রীক ভাষায় ‘ Meta Morphic ‘ কথাটির অর্থ হল ‘ রূপান্তরিত ’ । শুধু মাত্র আগ্নেয় বা পাললিক শিলাই নয় , অনেক রূপান্তরিত শিলাও পরবর্তী কালে আবার রূপান্তরিত হতে পারে ।

◆ উদাহরণ : ( ১ ) আগ্নেয় শিলা গ্রানাইট পাথর রূপান্তরিত হয়ে নাইস ( Gneiss ) পাথরে পরিণত হয় ; ( ২ ) পাললিক শিলা চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল বা শ্বেতপাথর সৃষ্টি করে

শিলা রূপান্তরিত হওয়ার কারণ :

  • অত্যধিক চাপের ফলে : ভূ – পৃষ্ঠের ওপরের শিলাস্তর নিচের শিলাস্তরের ওপর প্রচণ্ড চাপ দেয় । এছাড়া ভূ – আলোড়নের ফলে সংঘটিত প্রবল চাপের ফলে আগ্নেয় বা পাললিক শিলাসমূহ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় । পৃথিবীর আদিযুগের অধিকাংশ আগ্নেয়শিলা এই প্রক্রিয়ায় রূপান্তরিত হয়েছিল।
  • অত্যধিক তাপের ফলে : ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের ওপরের শিলাস্তর ভূগর্ভে চাপা পড়ে গেলে ভূগর্ভের অত্যধিক তাপের প্রভাবে শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে শিলা রূপান্তরিত হয়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূ-গর্ভ থেকে নির্গত প্রচণ্ড উত্তপ্ত গলিত পদার্থের লাভা বা উদ্‌বেধী আগ্নেয় শিলার সংস্পর্শে এলে অনেক সময় শিলার রূপান্তর ঘটে। তবে শিলার এই রূপান্তর খুব অল্প স্থান জুড়ে সংঘটিত হয়, এইজন্য এই রূপান্তরকে স্থানীয় রূপান্তর – ও বলে। তাপের ফলে এই রূপান্তর হয় বলে একে তাপ বা স্পর্শ রূপান্তর – ও বলা হয়। চুনাপাথর এইভাবে মার্বেলে রূপান্তরিত হয়।
  • রাসায়নিক প্রক্রিয়ার ফলে : অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার মধ্যবর্তী খনিজ পদার্থগুলো রাসায়নিক ভাবে পরিবর্তিত হয় । এই রাসায়নিক পরিবর্তনের ফলেও আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়।
  • চাপজনিত চলনের ফলে : প্রবল চাপের ফলে ভূ – অভ্যন্তরের শিলা সমূহ নমনীয় হয় এবং গতিশীল হয়ে পড়ে । এই গতিশীল নমনীয় শিলাস্তরের মধ্যবর্তী বিভিন্ন খনিজ পদার্থ আলাদা ভাবে পরিবর্তিত হয় এবং শিলার রূপান্তর ঘটায়।
  • পরিবর্তিত শিলা দৃঢ় – সংবদ্ধভাবে গঠিত হওয়ায় খুব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় । পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় স্লেট , কোয়ার্টজাইট , নাইস এবং পুরুলিয়া জেলায় শ্বেতপাথর পাওয়া যায় ।

***স্পর্শ – সংযোগ রূপান্তর কাকে বলে ? ( What is contact metamorphism 

গ্রীক ভাষায় ‘ Meta Morphic ’ কথাটির অর্থ হল ‘ রূপান্তরিত ’ । আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভূগর্ভ থেকে নির্গত প্রচণ্ড উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে অথবা অনেক সময় আশপাশের শিলাসমূহ ভূগর্ভের মধ্যেই অত্যধিক তাপের রূপান্তরিত হয় । সংস্পর্শ ( Contact এই ধরনের রূপান্তর প্রক্রিয়ার অন্যতম প্রধান কারণ হওয়ায় অনেক সময় জাতীয় পরিবর্তনকে স্পর্শ সংযোগ রূপান্তর নামে অভিহিত করা হয় । তবে শিলার এই রূপান্তর খুব অল্প স্থান জুড়েই সংঘটিত হয় , সেইজন্য এই রূপান্তরকে স্থানীয় রূপান্তর ও বলে । স্পর্শ – সংযোগ রূপান্তর প্রক্রিয়ায় বেলেপাথর কোয়ার্টজাইটে এবং চুনাপাথর মার্বেল – এ রূপান্তরিত হয়

***আগ্নেয় ও পাললিক শিলা কালক্রমে কি ধরনের রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয় তা নীচে আলোচনা করা হল :
(ক) আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা
(১) গ্র্যানিট ▸ নাইস ( Gneiss )
(২) ব্যাসল্ট ▸ অ্যাম্ফিবোলাইট
(৩) অগাইট ▸ হর্ণব্লেড

(খ) পাললিক শিলা রূপান্তরিত শিলা
(১) বেলেপাথর ▸ কোয়ার্টজাইট ( Quartzite )
(২) চুনাপাথর ▸ শ্বেতপাথর বা মার্বেল ( Marble )
(৩) কাদাপাথর ▸ স্লেট ( Slate ) ও শিস্ট ( Schist )

রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য :

১) আগ্নেয় শিলা রূপান্তরিত হলে শিলার মধ্যে অবস্থিত খনিজগুলো একদিকে চলে আসে এবং আগ্নেয় শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলা খুব ভালো স্ফটিকযুক্ত হয় ;
২) পাললিক শিলা রূপান্তরিত হলে তা আগের থেকেও কঠিন হয়।
৩) প্রচণ্ড তাপ ও চাপে নষ্ট হয়ে যাবার ফলে পাললিক শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না।) রূপান্তরিত শিলা কঠিন ও ভারী

 

Covered Topic : রূপান্তরিত শিলা (Metamorphic Rock) সম্পর্কে সম্পূর্ণ তথ্য, রূপান্তরিত শিলা কাকে বলে, রূপান্তরিত শিলার উদাহরণ দাও, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলা কিভাবে সৃষ্টি হয়, রূপান্তরিত শিলা কিভাবে গঠিত হয়

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page