Skip to content

পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF

পশ্চিমবঙ্গের-প্রধান-প্রধান-বিমানবন্দরের-তালিকা-list-of-Major-Airport-In-West-Bengal-in-Bengali (1)

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বিমানবন্দরের তালিকা – list of Major Airport In West Bengal in Bengali  যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন। 

বিমানবন্দরের নামঅবস্থানতথ্য
1. কোচবিহার বিমানবন্দরকোচবিহার আন্তর্জাতিক বিমানবন্দর
2. বার্নপুর বিমানবন্দরআসানসোলনিজস্ব বিমানবন্দর
3. ব্যারাকপুর বিমান বাহিনী স্টেশনব্যারাকপুরসামরিক বিমানবন্দর
4. বালুরঘাট বিমানবন্দরবালুরঘাটআন্তর্জাতিক বিমানবন্দর
 5. হাসিমারা এয়ার ফোর্স স্টেশনহাসিমারাসামরিক বিমানবন্দর
6. বেহালা বিমানবন্দরবেহালাআন্তর্জাতিক বিমানবন্দর
7. কাজী নজরুল ইসলাম বিমানবন্দরদুর্গাপুর,আসানসোলনিজস্ব বিমানবন্দর
8. কাঁচরাপাড়া এয়ারফিল্ড কাঁচরাপাড়া ——————
9. কালাইকুন্ড বিমান বাহিনী স্টেশনখড়গপুরসামরিক বিমানবন্দর
10. মালদা বিমানবন্দরমালদাআন্তর্জাতিক বিমানবন্দর
11. পানাগড় বিমানবন্দরপানাগড়সামরিক বিমানবন্দর
12. বাগডোগরা বিমানবন্দরশিলিগুড়ি——————-
 13. সালুয়া বিমানঘাঁটিসালুয়াসামরিক বিমানবন্দর
 14. পিয়ারডোবা বিমানক্ষেত্রবিষ্ণুপুরবন্ধ বিমানবন্দর
15. গড়বেতা বিমানক্ষেত্রগড়বেতাবন্ধ বিমানবন্দর
16. গুসকরা বিমানক্ষেত্রগুসকরাবন্ধ বিমানবন্দর
17. দুধকুণ্ডি বিমানক্ষেত্রঝাড়গ্রামবন্ধ বিমানবন্দর
18. পাণ্ডবেশ্বর বিমানক্ষেত্রপাণ্ডবেশ্বর বন্ধ বিমানবন্দর
 19. ছররা বিমানক্ষেত্রপুরুলিয়াবন্ধ বিমানবন্দর
20. শালবনি বিমানক্ষেত্রশালবনিবন্ধ বিমানবন্দর
 21. তারকেশ্বর বিমানবন্দরতারকেশ্বরবন্ধ বিমানবন্দর
পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা – list of Major Airport In West Bengal

আরও পড়ুন…………….
আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ 
ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
Current Affairs In Hindi ( 25 January 2022 )
Current Affairs In Hindi ( 24 January 2022 )
Current Affairs In Hindi ( 23 January 2022 )
gk today current affairs in hindi ( 22 january 2022 )

Covered Topic : পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা, list of Major Airport In West Bengal, পশ্চিমবঙ্গের মোট কটা বিমানবন্দর আছে?,পশ্চিমবঙ্গের বিমানবন্দরগুলির তালিকা, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা, ভারতের প্রধান প্রধান বিমানবন্দরের তালিকা PDF,

FILE DETAILS :
NAME : পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF
LANGUAGE : BENGALI
SIZE : 517 KB
NO OF PAGE : 01
DOWNLOAD LINK : CLICK HERE FOR DOWNLOAD

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page