Skip to content

Practice set

WBP Mains GK Practice 2021

WBP Mains GK Practice 2021

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো WBP Mains GK Practice 2021 যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা… Read More »WBP Mains GK Practice 2021

wbp constable main exam gk question

WBP Constable main exam gk question in bengali

  • by

প্রিয় পাঠকেরা আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি wbp কনস্টেবল main exam er জন্য বাছাই করা 100 টি gk question answer নিয়ে। এই question গুলো খুবই গুরুত্বপূর্ণ। wbp Constable main exam gk question এর নিচেই সুন্দর করে তুলে ধরা হলো। wbp constable main exam এর জন্য এই কোয়েশ্চন গুলো 100% কমনযোগ্য। wbp Constable main exam gk question এই প্রশ্ন ও উত্তর এর pdf টি download করার জন্য নিচেই দেওয়া link a ক্লিক করুন।

WBP Constable main exam gk question

1) কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- বদরুদ্দিন তায়েবজ়ি।

2) করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার- মহাত্মা গান্ধি।

3) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য ছিলেন – গুরুদাস – বন্দ্যোপাধ্যায় ।

4) কাকে ভারতের বিসমার্ক বলা হয় – সর্দার বল্লভভাই প্যাটেলকে।

5) কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় – মাও সে তুং।

6) কে গান্ধি বুড়ি নামে খ্যাত কে- মাতঙ্গিনী হাজরা

7) ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত – দাদাভাই নওরোজি।

8) কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল – ভার্সাই সন্ধি।

9) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে তুলে দিয়েছিলেন রাসবিহারী বসু ।

10) বাঘকে জাতীয় প্রাণী হিসেবে গ্রহণ করা হয়েছে – ১৯৭৩ সাল থেকে।

11) আন্তর্জাতিক আলু বছর হিসাবে পালন করা হয় – ২০০৮ সালটিকে।

12) সিলিকোসিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় – ফুসফুস

13) অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয় – ১৯৬১ সালে

14) ” Fall of a Sparrow ” বইটি কে লিখেছেন – সেলিম আলী।

15) প্রথম টেস্ট টিউব বেবি Louise Joy Brown এর জন্ম হয়- ১৯৭৮ সালে।

16) কবে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় – –  ১৮৮৯ সালে।

17) কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় – ১৯৩১ সালে।

18) তোম্বা দেবী কীসের জন্য অর্জুন পুরস্কার পান – জুডো।

20) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত – কাবেরী।

21) পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় – ১৯৫৯ সালে । –

22) বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি ? –মেক্সিকো উপসাগর

23) কোন নদী অস্ট্রিয়ার সঙ্গে কৃষ্ণ সাগরের সংযোগ ঘটিয়েছে ? –দানিয়ুব

24) কোন দেশকে ম্যাপল পাতার দেশ লা হয় ? –কানাডা।

25) পারদের ল্যাটিন নাম কী ? –হাইড্রারজিরাম

26) দার্শনিকের উল কাকে হয় ? –জিঙ্ক অক্সাইডকে

26)অষ্টক সূত্রের প্রবক্তা কে ? –বিজ্ঞানী লিমান্ড

27) কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয় ? –ঔরঙ্গজেব

28) নূরজাহানের পূর্বনাম কী ছিল ? –মেহের – উন – নিসা।

29) ঔরঙ্গজেব কোন শিখগুরুকে প্রাণদন্ড দেন ? –নবম শিখগুরু তেগবাহাদুর।

30) পীতজ্বর কোন মশা দ্বারা বাহিত রোগ ? –এডিস মশা

31) দিহং ও দিবং কোন নদীর দুটি উপনদী ? –ব্রহ্মপুত্র।

32) ভারতের কোন অঞ্চলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত ? হিমালয়ের উত্তর ঢালে।

33) তিব্বতে কোন গিরিপথ দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাওয়া যায় ?- বানিহাল গিরিপথ ( জহর সুড়ঙ্গ )

34) কী থেকে স্যাকারিন প্রস্তুত করা হয় ? –টলুইন

35) কুরিয়ামের উপর নিউট্রনের আঘাতে কোন মৌল প্রস্তুত করা হয় ? –বার্কেলিয়াম।

36) খিলজী বিপ্লবের নায়ক কে ? –জালালউদ্দিন

37) মারাঠা প্রধানমন্ত্রীকে কী বলা হত ? পেশবা

38)বাংলার আকবর কাকে বলা হয় ? –আলাউদ্দিন হুসেন শাহ

40) কোন উদ্ভিদ সালোকসংশ্লেষে অক্ষম ? –স্বর্ণলতা

41) উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা বড়ো দিন কবে ? –২১ শে জুন

42) ভূপৃষ্ঠে কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ? –নিরক্ষীয় অঞ্চলে

43) মহাবিশ্বে দুরত্ব পরিমাপক এককটির নাম কী ? –আলোকবর্ষ

44) মারকিউরাস নাইট্রাইট যৌগের আবিষ্কর্তা প্রফুল্লচন্দ্র রায়

45) গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? –ম্যানোমিটার

46) কোন মৌল হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে ? –প্ল্যাটিনাম

47) ‘ গো – ব্রাহ্মণ – প্রজা লক ‘ উপাধী কে গ্রহণ করেন ? –শিবাজী

48) ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে স্থাপিত হয় ? –১৬০০ সাল

49) খালসা শব্দের অর্থ কী ? –পবিত্র

50) প্রোটিনের অভাবে আফ্রিকাতে যে ক্ষয়রোগ হয় তার নাম কী ? –কোয়াশিওকর

 

51) রেনেসাঁস শব্দটির অর্থ কী ? –নবজাগরণ।

52) পুরুষ মৌমাছিদের কী বলা হয় ? –ড্রোন

53) ভারতে বায়োগ্যাস উৎপাদনের জন্য কী ব্যবহৃত হয় ?- গবাদি পশুর মল।

54) গুজরাটের গির অরণ্য কোন প্রাণীর প্রধান আবাসস্থল ? –সিংহ

55) কোন ভারতীয় ক্রিকেটার প্রথম টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেছেন ? –সুনীল গাভাস্কার

56) কোন গাছের কাঠ দিয়ে ক্রিকেট ব্যাট তৈরী হয় ? –উইলো গাছ

57) কোন খনিজের অপর নাম ‘ ফুলস গোল্ড ‘ ( Fool’s Gold ) ?- পাইরাইট

58) বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি ? –সুমেরীয় সভ্যতা

59) পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন ? –উপবৃত্তাকার

60) মহাশুন্যে আকাশের রং কী ? –কালো

61) কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় ? –আটলান্টিক মহাসাগরে।

62) পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমির নাম কী ? –গঙ্গা ব্রহ্মপুত্রের ব – দ্বীপ।

63) সমভূমি পাত সংস্থান মতবাদের প্রবক্তা কে ? – লফ্রেড ওয়েগনার।

64) মার্স গ্যাসের অপর নাম কী ? – মিথেন।

65) সোনার গহনা তৈরীর সময় কোন ধাতু মেশানো হয় ? তামা।

66) মহাবীরের ধর্মগুরু কে ছিলেন ? গোসাল

67) আলেকজান্ডারের পিতার নাম কী ? –ফিলিপ।

68) আলোক দীপ্তির একক কী ? –ক্যান্ডেলা।

69) প্রটিনের পচন ঘটায় কোন উৎসেচক ? –পেপসিন

70) কোন নদীকে ‘ ভারতের নীলনদ ‘ বলা হয় ? –সিন্ধু

71) রাসায়নিক আবহবিকারে প্রধান প্রাকৃতিক শক্তি কোনটি ?-জল

72) যান্ত্রিক আবহবিকারে প্রধান প্রাকৃতিক শক্তি কোনটি ? –সূর্যের তাপ।

73) কোন নদীকে ‘ দক্ষিন ভারতের গঙ্গা ‘ বলা –গোদাবরী।

74) উৎসেচক কী দিয়ে তৈরী ? –অ্যামিনো অ্যাসিড।

75) প্রাকৃতিক রবার কোন যৌগের একটি পলিমার ? –আইসোপ্রিন।

76) ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ? –সালফিউরিক অ্যাসিড ।

77) কুষাণরা কোন জাতিভুক্ত ছিল ? –ইউ – চি

78) বজ্রসূচী গ্রন্থের রচয়িতা কে ? –অশ্বঘোষ।

79) রক্তের কোন কনিকা ব্যাকটেরিয়া ধ্বংস করে ? –শ্বেত রক্তকনিকা

80) কোন প্রাণীর দেহে ভেনাস হৃদপিন্ড দেখা যায় ? –মাছ

81) ভারতের যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ? জওহরলাল নেহেরু।

82) ফুটবল ম্যাচে একটি দল সর্বাধিক কতজন খেলোয়াড়কে বদলাতে পারে ? –৩ জন

83) দাবা খেলায় প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার আনন্দ –বিশ্বনাথন।

84) কোন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ? –গণদেবতা

85) ‘ The Fall of a Sparrow ‘ গ্রন্থটির রচয়িতা কে ? –সালিম আলী।

86) বাবর – এর পুরো নাম কী ? –জহিরউদ্দিন মহাম্মদ বাবর

87) তানসেনের সঙ্গীত গুরু কে ছিলেন ? –স্বামী হরিদাস ‘

88) সঙ্গীত রত্নাকর ‘ গ্রন্থের রচয়িতা কে ? –শারঙ্গদেব

89) পৃথিবীতে প্রাচীনতম বিজ্ঞান কোনটি ?-জ্যোতির্বিজ্ঞান

90) ভারতের দক্ষিনতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ? নিকোবর দ্বীপপুঞ্জে।

91) ফৌজি কার সভাকবি ছিলেন ? –আকবর

92) ‘ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ‘ বইটির লেখক কে ? –মহাত্মা গান্ধী ।

93) কম্পিউটারের IC চিপ তৈরীর প্রধান উপাদান কী ? –সিলিকন

94) সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি ? –শুক্র।

95) বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত ? –উত্তর আটলান্টিক মহাসাগরে।

96) সংস্কৃত ভাষার প্রাচীনতম অভিধান কোনটি ? –অমরকোষ।

97) প্রথম কোন মহিলার ছবি ভারতীয় ডাকটিকিটে ছাপা হয় ?-মীরাবাঈ।

98) হাইড্রোজেন বোমার আবিষ্কর্তা কে ? –এডওয়ার্ড টেলার।

99) ইন্দিরা গান্ধী কত সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ? –১৯৬৬ সালে।

100) ক্রিকেট বলের পরিধি কত ? –সর্বাধিক ২২.৯ সেমি .

101) দেবদাস উপন্যাসের রচয়িতা কে ? –শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

102) রামন ম্যাগসেসে পুরস্কার কোন দেশের রাষ্ট্র নামাঙ্কিত ? –ফিলিপাইনস।

103) প্রথম ভারতরত্ন সম্মান জয়ী কে ?-রাজা গোপালাচারী।

104) সাধারণ খাদ্য লবনের রাসায়নিক নাম কী ? –সোডিয়াম ক্লোরাইড।

105) তেহরী বাঁধ কোন নদীতে অবস্থিত ? –ভাগীরথী।

106) পাট রপ্তানীতে কোন দেশ প্রথমস্থান অধিকার করেছে ?-বাংলাদেশ।

Read More »WBP Constable main exam gk question in bengali

গুরুত্বপূর্ণ দিবস সমূহের তালিকা pdf

গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা | Imporatant days and dates – Practice Set

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা pdf যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus… Read More »গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা | Imporatant days and dates – Practice Set

General knowledge practice set for west bengal police

General Knowledge For West Bengal Police

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি General Knowledge For West Bengal Police যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের… Read More »General Knowledge For West Bengal Police

ভারতের বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম

বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF

বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF  নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বাংলা সাহিত্যের সাহিত্যিক… Read More »বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF

ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা

ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা  তালিকা পিডিএফ যেটির মধ্যে… Read More »ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ

most important 100 gk in bengali

Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি Most 100 Important GK যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে… Read More »Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali

WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021

WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP GK Bengali PDF 2021– WBP GK PDF 2021 ( General Knowledge practice set ) যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি General Knowledge দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই General Knowledge Practice Set টির উত্তর রয়েছে Option গুলির মধ্যে ।

WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021

1. ‘ ট্রিপল অ্যান্টিজেন ’ কী ?
( a ) ডিপথেরিয়া , টিবি ও হুপিং কাশির জন্য
( b ) ডিপথেরিয়া , লেপ্রসি ও হামের জন্য
( c ) ডিপথেরিয়া , টিটেনাস ও স্মল পক্সের জন্য
( d ) ডিপথেরিয়া , টিটেনাস ও হুপিং কাশির জন্য

2. ‘ DOTS ’ চিকিৎসা কোন রােগের সঙ্গে যুক্ত ?
( a ) লেপ্রসি
( b ) ম্যালেরিয়া
( c ) টিউবারকিউলােসিস
( d ) ডিপথেরিয়া

3. ভিটামিনের আকৃতিসম্পন্ন কিন্তু গুণসম্পন্ন নয় , তাদের কি বলা হয় ?
( a ) প্রাে ভিটামিন
( b ) অ্যান্টি ভিটামিন
( c ) সিউডাে ভিটামিন
( d ) অ্যাভিটোমিন

4. সবচেয়ে বেশি ভিটামিন – ‘ এ ’ পাওয়া যায় :
( a ) গাজরে
( b ) কুমড়ােয়
( c ) বাঁধাকপিতে
( d ) কাঁচা লঙ্কায়

5. ‘ আয়ােডিন ’ কে আবিষ্কার করেন ?
( a ) বার্নার্ড করটয়স
( b ) হেনিং ব্র্যান্ড
( c ) স্যার হামফ্রি ডেভি
( d ) জর্জ ব্র্যান্ড

6. দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কী বলা হয় ?
( a ) গ্লুকোজ
( b ) ফুকটোজ
( c ) সুক্রোজ
( d ) ল্যাকটোজ

7. কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম হল –
( a ) ফিকাস বেঙ্গালেনসিস
( b ) অ্যান্ড্রেগ্রাফিস প্যানিকুলাটা
( c ) ওসিমাম স্যাঙ্কটাম
( d ) ভিটিস ভিনিফেরা

8. কেন্দ্রীয় সরকারের ‘ লক্ষ্য স্কিম ’ – এর উদ্দেশ্য হল –
( a ) কৃষিজ পণ্যের উন্নতি
( b ) শিশুশিক্ষার উন্নতি
( c ) মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি
( d ) দরিদ্রদের স্বাস্থ্যের উন্নতি

9. ডিসপােজাল হাইপােডারমিক সিরিঞ্জ আবিষ্কারক কলিন আলবার্ট মার্ডক কোন দেশের নাগরিক ছিলেন ?
( a ) নিউজিল্যান্ড
( b ) রাশিয়া
( c ) স্কটল্যান্ড
( d ) আমেরিকা

10. পােকামাকড় দেখে ভয় পাওয়াকে কী বলা হয় ?
( a ) গ্রাফোফোবিয়া
( b ) এন্টোমােফোবিয়া
( c ) হাইড্রোফোবিয়া
( d ) পাইরােফোবিয়া

11. ‘ অটোস্কোপ ’ যন্ত্রটি কোথায় ব্যবহার করা হয় ?
( a ) দাঁতের পরীক্ষায়
( b ) নাকের পরীক্ষায়
( c ) কানের পর্দার পরীক্ষায়
( d ) চোখের পরীক্ষায়

12. পাকা ফলে প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ?
( a ) কোলেস্টেরল
( b ) ল্যাকটোজ
( c ) কার্বোহাইড্রেড
( d ) ফুকটোজ

13. চোখের রড কোষ গঠনে কোন ভিটামিনের প্রয়ােজন হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – ডি
( C ) ভিটামিন – সি
( d ) ভিটামিন – ই

14. ‘ উইডাল টেস্ট ’ কোন রােগ নির্ণয় করার জন্য করা হয় ?
( a ) চিকেন পক্স
( b ) পােলিও
( c ) টাইফয়েড
( d ) ম্যালেরিয়া

15. যে সব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় , তাদের কী বলে ?
( a ) অ্যাভিটোমিন
( b ) প্রােটিন
( c ) অ্যান্টিভিটামিন
( d ) প্রােভিটামিন

16. ফলিক অ্যাসিডের প্রধান উৎস কী ?
( a ) পালং শাক
( b ) গাজর
( c ) পেঁপে
( d ) কলা

17. আলফা কেরটিন প্রােটিনের উপস্থিতি কোথায় দেখা যায় ?
( a ) দুধে
( b ) রক্তে
( c ) ত্বকে
( d ) ডিমে

18. জন্মের পর শিশুর ওরাল পােলিও ভ্যাকসিনের ডােজকে কী বলা হয় ?
( a ) ফাস্ট ডােজ
( b ) জিরাে ডােজ
( c ) সিঙ্গল ডােজ
( d ) সেকেন্ড ভােজ

19. নীচের কোনটি একটি ভাইরাল অসুখ ?
( a ) রুবেলা
( b ) ডিপথেরিয়া
( c ) নিউমােনিয়া
( d ) মেনিনজিটাইটিস

20. কোন ভিটামিনকে আলফা টোকোফেরল বলা হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – বি
( c ) ভিটামিন – ই
( d ) ভিটামিন – কে

21. পশ্চিমবঙ্গের দরিদ্র মেয়েদের বিবাহের জন্য আর্থিক সাহায্যদানের প্রকল্পটির নাম হল কী ?
( a ) রূপশ্রী
( b ) সৌরশ্রী
( c ) রাজশ্রী
( d ) কন্যাশ্রী

22. পােলিও ভ্যাকসিন ভাওয়ালের মাঝে বর্গক্ষেত্রে কোন রংটি ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষিত কিনা বুঝতে সাহায্য করে ?
( a ) সবুজ
( b ) গােলাপি
( c ) নীল
( d ) সাদা

23. ‘ বাটারফ্লাই ’ কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
( a ) কুস্তি
( b ) ফুটবল
( c ) ভলিবল
( d ) সাঁতার

24. ‘ সতীশ ’ ও ‘ সাবিত্রী ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ?
( a ) নিষ্কৃতি
( b ) চরিত্রহীন
( c ) দেনাপাওনা
( d ) বড়দিদি

25. ‘ অ্যান্টিভেনিন ’ ওষুধটি ব্যবহৃত হয় –
( a ) ইঁদুর কামড়ালে
( b ) বিড়াল কামড়ালে
( c ) কুকুর কামড়ালে
( d ) সাপ কামড়ালে

আরও পড়ুন ………………
দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf

26. নীচের কোনটি একটি ব্যাক্টেরিয়ার নাম ?
( a ) স্ট্রেপটোকোক্কাস
( b ) র্যাবিস
( c ) ম্যাক্সো
( d ) প্লাজমােডিয়াম ভাইভক্স

27. গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয় ?
( a ) মার্চ
( b ) জানুয়ারি
( c ) ফেব্রুয়ারি
( d ) ডিসেম্বর

28. ‘ স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে ’ এই বিখ্যাত পঙক্তিটি কার ?
( a ) কামিনী রায়
( b ) নেতাজি সুভাষচন্দ্র বােস
( c ) কাজী নজরুল ইসলাম
( d ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

29. নীচের কোন ভিটামিনটি চর্বি জাতীয় পদার্থে দ্রবণীয় ?
( a ) ভিটামিন- K
( b ) ভিটামিন- C
( c ) ভিটামিন- B1
( d ) ভিটামিন- B2

30. পুনম যাদব কোন খেলার সঙ্গে যুক্ত ?
( a ) বাস্কেটবল
( b ) স্কোয়াশ
(c  ) কুস্তি
( d ) ভারােত্তোলন

31. প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হল
( a ) নমনীয়
( b ) অনমনীয়
( c ) দুষ্পরিবর্তনীয়
( d ) অংশত নমনীয় , অংশত অনমনীয়

32. ‘ Government of the people , by the people , for the people ’ বিখ্যাত উক্তিটি কার ?
( a ) নেলসন মেন্ডেলা
( b ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
( c ) মহাত্মা গান্ধী
( d ) আব্রাহাম লিঙ্কন

33. UNESCO – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
( a ) বার্ন
( b ) প্যারিস
( c ) জেনেভা
( d ) রােম

34. ‘ দিয়ারা ’ অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় ?
( a ) মর্শিদাবাদ
( b ) জলপাইগুড়ি
( c ) বীরভূম
( d ) মালদা

35. SNCU- এর পুরাে কথা হল :
( a ) Sick Newborn Care Unit
( b ) Sick Neonatal Care Unit
( c ) Special Newborn care Unit
( d ) None of these

36. নীচের কোন কমিটি স্বাস্থ্য সমীক্ষা ও উন্নয়ন কমিটি নামে খ্যাত ?
( a ) মুখার্জি কমিটি
( b ) মুদিলিয়ার কমিটি
( c ) বাজাজ কমিটি
( d ) ভােড় কমিটি

37. প্রােটিনের মূল গঠনগত একক হল :
( a ) ফরমিক অ্যাসিড
( b ) অ্যামাইনাে অ্যাসিড
( c ) ইউরিক অ্যাসিড
( d ) অ্যাসেটিক অ্যাসিড

38. কোন ভিটামিন মূত্রের সঙ্গে নির্গত হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – সি
( c ) ভিটামিন – ই
( d ) ভিটামিন – ডি

39. ভারত সরকারের First Law Officer ‘ কাকে বলা হয় ?
(a ) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
( b ) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
( c ) অ্যাটর্নি জেনারেল
( d ) সলিসিটর জেনারেল

40. তথ্য জানার অধিকার ( Right to Information ) হল :
( a ) ব্যক্তিগত অধিকার
( b ) মৌলিক কর্তব্য
( c ) আইনত অধিকার
( d ) মৌলিক অধিকার

41. নীচের কোন যন্ত্রের সঙ্গে গ্যালিলিও – র নাম যুক্ত আছে ?
( a ) অ্যাভাপােমিটার
( b ) থার্মোমিটার
( c ) ব্যারােমিটার
( d ) ল্যাক্টোমিটার

42. IEDC- এর পুরাে কথা হল :
( a ) Integrated Education for Disabled Children
( b ) International Education for Disabled Children
( c ) Immunization Education Development of Children
( d ) Internal Emergency for Diseased Children

43. কোন নির্বাচনে মােট আসনের এক – তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত ?
( a ) লােকসভা
( b ) বিধানসভা
( c ) রাজ্যসভা
( d ) পঞ্চায়েত

44. ‘ ফেরারি কুইন ’ নামটি কীসের সঙ্গে যুক্ত ?
( a ) প্রতিরক্ষা
( b ) স্বাস্থ্য
( c ) রেল
( d ) খেলা

45. মিনারেল ওয়াটার ও বেবি ফুডে ভারতীয় মানক সংস্থার কোন ছাপটি থাকে ?
( a ) এফ এ ও
( b ) আই এস আই
( c ) আগমার্ক
( d ) হলমার্ক

46. CARA- এর পুরাে কথাটি কী ?
( a ) Central Adoption Resource Authority
( b ) Child Adoption Resource Authority
( c ) Child Adoption Recovery Authority
( d ) Central Adoption Resource Affairs

47. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার ’ লিপিবদ্ধ :
( a ) 25-28 নম্বর
( b ) 19-24 নম্বর
( c ) 14-18 নম্বর
( d ) 29-34 নম্বর

48. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পান :
( a ) 13 নভেম্বর 1913
( b ) 23 নভেম্বর 1913
( c ) 3 নভেম্বর 1913
( d ) 31 নভেম্বর 1913

49. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন :
( a ) ঈশ্বরদাস জালান
( b ) সুরেশচন্দ্র ব্যানার্জি
( c ) চক্রবর্তী রাজাগােপালাচারী
( d ) মােহিনী মােহন বর্মণ

File Details :
Name : WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021 
Language : Bengali
Size : 252.1KB
No of Page : 10/10
Download Link : Click Here For DownloadRead More »WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021

50. ‘ সেই সময় ’ বইটির লেখক হলেন –
( a ) সুনীল গঙ্গোপাধ্যায়
( b ) সমরেশ বসু
( c ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
( d ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নয় ?


আশা করি এই ( WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021  ) প্র্যাক্টিস সেট টি থেকে আপনারা  খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্র্যাক্টিস সেট টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।

File Details :
Name : WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021 
Language : Bengali
Size : 252.1KB
No of Page : 10/10
Download Link : Click Here For DownloadRead More »WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021