Skip to content

বার্লোচক্রের কার্যনীতি ব্যাখ্যা কর | বার্লোচক্র কি?

বার্লোচক্রের কার্যনীতি

তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়ার একটি উদাহরণ হল  বার্লোচক্র র ঘূর্ণন, মোটরের কার্যনীতি। একটি তড়িদ্দ্বাহী পরিবাহী চুম্বকের উপর বল প্রয়োগ করে তাকে বিক্ষিপ্ত করে। সেই রকম একটি চুম্বকও তড়িদ্দ্বাহী পরিবাহীর উপর বল প্রয়োগ করে। এখন পরিবাহীটি মুক্তভাবে গতিশীল হতে পারলে এই বল পরিবাহীটিকে বিক্ষিপ্ত করে। সুতরাং একটি তড়িদ্বাহী পরিবাহীকে একটি চৌম্বক ক্ষেত্রে রাখলে পরিবাহীটির ওপর বল প্রযুক্ত হয় এবং পরিবাহীটি বিক্ষিপ্ত হয় এবং বিক্ষেপের অভিমুখ ফ্লেমিং – এর বামহস্ত নিয়ম থেকে জানা যায়।

ফ্লেমিং – এর বামহস্ত নিয়ম : বামহস্তের বৃদ্ধাঙ্গুলি , মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক্ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক্ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। একে মোটরের নিয়মও বলে।

বার্লোচক্র কি? (What is Barlow’s wheel)

বার্লোচক্র : তড়িদ্বাহী পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া বার্লোর চক্রের সাহায্যে দেখানো যায়।

বর্ণনা : অনেকগুলি দাঁতবিশিষ্ট একটি তামার পাতের চক্রকে একটি দণ্ডের দ্বারা এমনভাবে আটকানো আছে যে চক্রটি অনুভূমিক অক্ষের চারপাশে ঘুরতে পারে এবং চক্রের একটি দাঁত, পাটাতনের ওপরে রাখা পাত্রের পারদকে স্পর্শ করে থাকে। চক্রের যে দাঁতটি পারদকে স্পর্শ করে থাকে সেটি একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বকের NS মেরুর মাঝে থাকে। ধাতব দণ্ড এবং পারদকে দুটি স্ক্রু S1 এবং S2- এর মাধ্যমে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা থাকে।

বার্লোচক্রের কার্যনীতি (Working principle of Barlow’s wheel)

কার্যপদ্ধতি : বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টি করলে , তড়িৎপ্রবাহ ধাতব দণ্ড, ধাতব চক্রের মধ্যে দিয়ে পারদে যায়। তড়িদ্দ্বাহী চক্রের দাঁতটি চুম্বকের NS মেরুর মধ্যে থাকায় তার ওপর ফ্লেমিং – এর বামহস্ত নিয়ম অনুসারে চক্রের দাঁতটি চিত্রে বল প্রযুক্ত হয়। ফ্লেমিং দেখানো অভিমুখে ঘুরবে , ফলে পারদ থেকে উঠে আসবে। তখন গতিজাড্যের ফলে পরের দাঁতটি এসে পারদকে স্পর্শ করবে এবং তড়িৎপ্রবাহ চলবে। এই দাঁতটির ওপরেও বল ক্রিয়া করায় এটিও ঘুরে উঠে আসবে । এইভাবে চক্রটি ঘুরতে থাকবে।

 

আরও পড়ুন:- 

 

বার্লো চক্রের ঘূর্ণন নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে

i) তড়িৎপ্রবাহমাত্রা বাড়িয়ে দিলে বার্লোচক্রের আবর্তন জোরে হবে।

ii) চুম্বকের শক্তি বাড়িয়ে দিলে বার্লোচক্রের আবর্তন জোরে হবে।

(iii) তড়িৎপ্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে যে – কোনো একটি উলটে দিলে চক্রটি পূর্বের বিপরীত দিকে ঘুরবে। উভয়কে উলটে দিলে চক্রটি একই দিকে ঘুরবে।

(iv) চক্রের মধ্য দিয়ে পরিবর্তী প্রবাহ ( AC ) হলে সেটি ঘুরবে না।

Covered Topics:- বার্লোচক্র কি, বার্লোচক্রের কার্যনীতি ব্যাখ্যা কর, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, মোটর নিয়ম কাকে বলে, বার্লো চাকা কিভাবে কাজ করে, Working principle of Barlow‘s wheel, বার্লো চক্রের ঘূর্ণন নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভর করে।

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page