Skip to content

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal
নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে শেয়ার করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যসারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
স্থাপত্যের নাম সময়কাল অবস্থান প্রতিষ্ঠাতা
আদিনা মসজিদ ১৩৭৩ খ্রি:  মালদহ জেলার পাণ্ডুয়া  ইলিয়াস শাহি সাম্রাজ্যের সুলতান সিকান্দর শাহ
বড়সোনা মসজিদ ১৫২৬ খ্রি:  মালদহ জেলার গৌড়  হোসেন শাহি সাম্রাজ্যের সুলতান নুসরত শাহ
শান্তিনিকেতন ১৯২১ খ্রি:  বীরভূম জেলার বোলপুর শহর  রবীন্দ্রনাথ ঠাকুর
বেলুড় মঠ ১৮৯৭ খ্রি:  হাওড়া জেলার বেলুড় শহর  স্বামী বিবেকানন্দ
ভিক্টোরিয়া মেমোরিয়াল ১৯০৬-১৯২১ খ্রি:  কলকাতা  উইলিয়াম এমারসন
হাওড়া ব্রিজ ১৯৪২ খ্রি:  হাওড়া কলকাতা  ব্রিটিশ সরকার
হাজারদুয়ারি ১৮২৯-১৮৩৭ খ্রি:  মুর্শিদাবাদ  ডানকান ম্যাকলিয়ড
কোচবিহার রাজবাড়ি ১৮৮৭ খ্রি:  কোচবিহার  মহারাজা নৃপেন্দ্র নারায়ণ
দক্ষিণেশ্বর মন্দির ১৮৫৫ খ্রি:  দক্ষিণেশ্বর  রানি রাসমণি
বিড়লা প্ল্যানেটরিয়াম ১৯৬৩ খ্রি:  কলকাতা  ডালমিয়া কোম্পানি
 ভারতীয় জাদুঘর ১৮১৪ খ্রি:  কলকাতা  ন্যাথানেই ওয়ালিচ
  মহাকরণ ( রাইটার্স বিল্ডিং ) ১৭৭৭ খ্রি:  কলকাতা  টমাস লিয়

Related Question :-
প্রশ্ন: আদিনা মসজিদ তৈরি করেছিলেন কে ?
উত্তর: আদিনা মসজিদ সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়।

প্রশ্ন: পান্ডুয়া কিসের রাজধানী ছিল ?
উত্তর: পাণ্ডুয়া বাংলার প্রাচীন রাজধানী। সুলতান সামসুদ্দিন ইলিয়াশ শাহ্ এর আমলে (১৩৪২-১৩৫৮) পাণ্ডুয়া বাংলার রাজধানী ছিল

প্রশ্ন: গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মান করেন ?
উত্তর: মসজিদটি নির্মাণ করেছিলেন সুলতান হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দিন নুসরত শাহ।

প্রশ্ন: শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র। ১৮৬৩ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বরচিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তর-পশ্চিমাংশে এই আশ্রম প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন: হাওড়া ব্রিজ কে তৈরি করেছে ?
উত্তর: প্রখ্যাত ব্রিটিশ প্রকৌশলী স্যার ব্র্যাডফোর্ড লেসলের সাথে এই ব্রিজের পরিকল্পনা, নক্সা ও বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদন করা হয়। কারিগরি কারণে ব্রিজের কিছু অংশ ইংল্যান্ডে তৈরি হয় এবং জাহাজে করে কলকাতা নিয়ে এসে তা প্রকল্প স্থানে জুড়ে দেওয়া হয়।

প্রশ্ন: রবীন্দ্র সেতু কোন দুটি জেলার মধ্যে যোগাযোগ করে দিয়েছে ?
উত্তর: রবীন্দ্র সেতু (পূর্বনাম হাওড়া ব্রিজ) হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম।

File Details :
Name :  পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal
Language : Bengali
Size : 634 KB
No of Page : 01
Download : Click Here For Download

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page