নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের সমস্ত রাজ্যের লোকনৃত্য অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states। এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।
♦ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
♦ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
♦ ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ General Science Questions In Hindi
♦ General Science Questions In Hindi
♦ Railway Group D Science Question In Hindi
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
রাজ্য | বিভিন্ন ধরনের নৃত্য |
---|---|
অন্ধ্রপ্রদেশ | বনজারা, বিধিনাটকম, বােম্মালতা, ঘন্টামারডালা, ঘন্টা মারদালা, থাপেত্তা গুল্লু, |
অরুণাচল প্রদেশ |
বুইয়া |
অসম | বিহু, খেল গােপালা, রাখাললীয়া, কানই নৃত্য, তাবাল চঙ্গলী, রাসলীলা |
বিহার | কর্মা, ছৌনাচ, কাঠপুতলি, নাটোয়া, জাদুর, ঝিঝিয়া, যাত্রা, যাতা যতীন, বাখো, নাটনা, বিদেশীয় |
ছত্তিশগড় | পান্থি, ডান্ডা, কর্মা, সারহুল, সুয়া, রাউত নাচ |
গােয়া | তারাঙ্গামেল, কুনবি, কোলি, জাগর, দেখনি, র্যানমেল |
গুজরাট | ভাবী, গর্বা, রাস ডান্ডিয়া, ত্রিপানি ( টিপ্পনি ), ঘেনাইয়া, গেরিয়া রাস, পাধার, গেরিয়া রাস |
হরিয়ানা | ধামাল, ফাগ, লুর, কোরিয়া, গুপ্পা, ঝুমর, গাগোর, গাগ্গা, ঘুমর |
হিমাচল প্রদেশ |
ভাবী, ডাঙ্গি, জাড্ডা, কিন্নর, থালি, নটি, ছাবড়া, থােডা, ডংলি, ঝোড়া, ঝালি, মাহাসু, |
ঝাড়খন্ড | ঝুমরি, কর্মা, যােগিদা, পানওয়ারিয়া |
কর্ণাটক | যক্ষগান, ধৌলুকুনিয়া, কোলা, হুট্টারী, সাজ্ঞী কুনিথা, ডোল্লু কুনিথা |
কেরালা | কলিয়াট্টম, ওট্টামথুলাল, কৃষ্ণাইম, কুডিয়াম, টাপ্পাটিক্কালি, সারি, কাইকোট্টিকালী, মোহিনীঅট্টম, কথাকলি |
মধ্যপ্রদেশ | ঘেরা, ডাগলা, কর্ম নাচ, মাঞ্চ, জাওয়ারা |
মহারাষ্ট্র | তামাশা, মৌনী, দহিকলা, কারকু, লিজ্জম, কথা কীর্তন, ডান্ডিয়া, গাফা, লেজিন, লাভানী, দশাবতার, পাভরি |
মনিপুর | পং, রাসনৃত্য, চোলম, খাম্বাথৈবি, বসন্তরস, থংতা, ঢোল, |
মেঘালয় | লাহো |
মিজোরাম | চেড়াউ, খুযাল্লাম |
নাগাল্যান্ড | বাম্বু, কাবুই, রংমা, |
ওড়িশা | ডালখাই, ঘুমার, চৈত্রঘােড়া, ছৌনাচ, যাদুর, ভারতলীলা, ঘুমারা সঞ্চার, ছাদিয়া ডান্ডানাট্য, নাসনি, গোটি পুয়া |
পাঞ্জাব | ভাঙরা ( পুরুষ ), গিদ্দা ( মহিলা ), সমি, ঝুমুর |
রাজস্থান | সুশীনি, খেয়াল, গােপীকালীলা, গাংগাের, ঝুলন টেরাহাট্টাল, চাকরি, গিনাদ, কালবেলিয়া, তেরহাতল, তেরাতলি, ঘুমর |
সিকিম | সিংহী ছাম, ছু ফাট, ইয়াক ছাম, মারুনি, ছুটকি |
তামিলনাড়ু | কারাগাম, কুম্মী, পিন্নাল, কোলাট্টাম, কাভেরিঅট্টম, ভারতনাট্যম, কাভাডি, কামান্ডি |
ত্রিপুরা | হাজোগিরি, মাসাক সুমানি, লেবাং ভুমনী, ঝুম, বিজু |
উত্তরপ্রদেশ | রাসলীলা, চাপ্পাল, থোরা, কুমায়ন, কজরি, নৌটঙ্কি, কত্থক, জইতা |
উত্তরাখন্ড | জাগড়, ঝুমাইলা, যাদে, চাউফুল্লা |
পশ্চিমবঙ্গ | বাউল নৃত্য, ছৌনৃত্য, যাত্রা, কীর্তন, কাঠিনৃত্য, বৃতা, কাঠি, লামা, আলকাপ, ঝুমর |
আরও পড়ুন……
⬔ MCQ Questions and Answers
◪ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
◪ ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF – Famous Slogans of India in Bengali PDF
◪ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
◪ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
◪ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
◪ আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
◪ General Science Questions In Hindi Set – 4
◪ General Science Questions In Hindi Set – 3
Related Questions
প্রশ্ন: কত্থক কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য।
প্রশ্ন: ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: তামিলনাড়ু রাজ্যের নৃত্য।
প্রশ্ন: কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: কেরালা রাজ্যের নৃত্য।
প্রশ্ন: কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ রাজ্যের
প্রশ্ন: গর্বা কি ?
উত্তর: গড়বা হ’ল একধরণের নৃত্য যা ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ভূত। নামটি সংস্কৃত শব্দ গর্ভ এবং গভীর থেকে উদ্ভূত হয়েছে। অনেকগুলি traditionalতিহ্যবাহী গারবা কেন্দ্রীয় প্রদীপ প্রদীপ বা দেবী শক্তির ছবি বা মূর্তির চারপাশে সঞ্চালিত হয়।
প্রশ্ন: লোক নৃত্য কি ?
উত্তর: লোকনৃত্য হচ্ছে কোন একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য।
প্রশ্ন: মোহিনীঅট্টম নৃত্য কি ?
উত্তর: দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এই রমণীয় নৃত্যকলাটি সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপনা করে থাকেন। “মোহিনীয়াট্টম” শব্দটির আক্ষরিক অর্থ “মুগ্ধকারিনীর নৃত্য”।
প্রশ্ন: ঝুমুর কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান ।
প্রশ্ন: গরবা কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: গুজরাট রাজ্যের।
প্রশ্ন: লোটা কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: মধ্যপ্রদেশ রাজ্যের ।
আশাকরি বন্ধুরা, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত পোস্ট টি আপনাদের ভাল লেগেছে । ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য pdf টি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া link এ ক্লিক করুন। আমাদের whastapp/telegram group join করতে ভুলবেন না।
File Details :
Name : ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
Language : Bengali
Size : 238 KB
No of Page : 2/2
Download Link : Click Here For Download