নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের ভূগোল সম্পর্কে কিছু তথ্য অর্থাৎ ( ভারতের অবস্থান বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল ) এই বিষয় থেকেও সরকারী চাকরির পরীক্ষায় সাধারনত প্রশ্ন এসে থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে নোটসটি ( ভারতের অবস্থান বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল ) বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
♦ ভারতের অবস্থান : ভারতবর্ষ সম্পূর্ণভাবে উত্তর গােলার্ধের ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত । ভারতীয় উপমহাদেশ পূর্ব এবং পশ্চিম এশিয়ার ঠিক মধ্যভাগে অবস্থিত । ভারতবর্ষ দক্ষিণে ৪° 4′ উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37°6′ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পশ্চিমে 68°7′ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 °25′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত । ভারতবর্ষের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা ( 23° 30’ উত্তর ) বিস্তৃত হয়েছে । রাজ্যগুলি হল- মিজোরাম , ত্রিপুরা , পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড , ছত্তিশগড় , মধ্যপ্রদেশ , রাজস্থান এবং গুজরাট ।
♦ ভারতের বিস্তার : ভারতবর্ষের মােট ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিমি। এটি উত্তর-দক্ষিণে 3214 কিমি এবং পূর্ব-পশ্চিমে 2933 কিমি বিস্তৃত। 15,200 কিমি জুড়ে ভারতবর্ষের স্থল সীমানা বিস্তৃত এবং মােট উপকূল রেখার দৈর্ঘ্য হল 7516.6 কিমি (আন্দামান ও নিকোবর নিয়ে) এবং মূল ভূখণ্ডের মােট উপকূল রেখার দৈর্ঘ্য হল 6100 কিমি (আন্দামান ও নিকোবর বাদ দিয়ে)।
♦উপকূলরেখা যুক্তরাজ্যের সংখ্যা – 9 টি
♦ ভারতের সবথেকে বড় জেলা – কচ্ছ ( গুজরাট )।
♦ভারতের সবথেকে ছােট জেলা মুম্বাই সিটি ( মহারাষ্ট্র )।
♦সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশ ( আটটি রাজ্য উত্তরাখণ্ড , হিমাচল প্রদেশ , হরিয়ানা , রাজস্থান , মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড , বিহার )।
দ্বিতীয় হল অসম ( সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ , মেঘালয় , ত্রিপুরা , মিজোরাম , মণিপুর , নাগাল্যান্ড , অরুণাচল প্রদেশ )।
♦সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র স্পর্শ করেছে যে রাজ্য – সিকিম , পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশ। রাজ্যগুলি প্রতিটি তিনটি করে প্রতিবেশী দেশ দ্বারা বেষ্টিত।
♦উত্তরপ্রদেশে সর্বাধিক জেলা রয়েছে (75 টি)।
♦গােয়ায় সবথেকে কম জেলা রয়েছে ( 2 টি ) ।
আরও পড়ুন…………….
■ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
■ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
■ ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
■ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
■ ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
■ ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India
■ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
■ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিচয়
নম্বর | অঞ্চলগুলির পরিচয় | রাজ্য |
---|---|---|
১. | আয়তনে সবথেকে বড় রাজ্য | রাজস্থান |
২. | আয়তনে সবথেকে ছােট রাজ্য | গােয়া |
৩. | সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য | উত্তরপ্রদেশ |
৪. | সবথেকে কম জনসংখ্যাযুক্তরাজ্য | সিকিম |
৫. | সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল | দিল্লী |
৬. | সবথেকে কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল | লাক্ষাদ্বীপ |
৭. | সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য | বিহার |
৮. | সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য | অরুণাচল প্রদেশ |
৯. | সর্বাধিক শিক্ষার হারযুক্ত রাজ্য | কেরালা |
১০. | সর্বনিম্ন শিক্ষার হারযুক্তরাজ্য | বিহার |
১১. | সর্বাধিক উপকূলরেখা যুক্তরাজ্য | গুজরাট |
১২. | সাতটি রাজ্য এবং দুটি দেশের সীমানা স্পর্শ করছে | আসাম |
১৩. | রাজ্যটির তিনটি দিক বাংলাদেশ দ্বারা আবৃত | ত্রিপুরা |
১৪. | তিনটি দেশ এবং রাজ্য দ্বারা আবৃত | সিকিম |
১৫. | যে যে রাজ্যগুলির সাথে উপকূল-রেখা এবং আন্তর্জাতিক সীমারেখা কোনােটিই যুক্ত নেই |
মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা |
Pingback: ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর pdf - Important Information of Indian Geography – Studious