Skip to content

Math Practice Set for WBP Constable | Math Practice Set

Math Practice Set For WBP Constable

পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Constable Preliminary Math Practice Set In Bengali | Math Practice Set যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি Math দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

Math Practice Set for WBP Constable

০১. আমার বর্তমান বয়স আমার পুত্রের বয়সের তিনগুণ । পাঁচ বছর পর আমার বয়স হবে আমার পুত্রের বয়সের আড়াই গুণ । আমার বর্তমান বয়স কত বছর ?

( A ) 36

( B ) 39

( C ) 42

( D ) 45

০২. পরপর 20 % ও 10 % ছাড় একবারে কত শতাংশ ছাড়ের সমান ?

( A ) 28 %

( B ) 27 %

( C ) 30 %

( D ) 29 %

০৩. কোন ধণাত্মক সংখ্যার সঙ্গে 17 যােগ করলে , ফলাফল ওই সংখ্যাটির অনােন্যকের 60 গুণের সমান হয় ?

( A ) 3

( B ) 10

( C ) 15

( D ) 20

০৪. দুটি শাড়ি ও চারটি শার্টের মােট মূল্য 1,600 টাকা । ওই একই মূল্যে একটি শাড়ি ও ছয়টি শার্ট পাওয়া যায় । তাহলে 12 টি শার্টের মূল্য কত টাকা ?

( A ) 1,200

( B ) 2,400

( C ) 4,800

( D ) 5,000

০৫. কোন স্টপেজে না দাঁড়ালে একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য একটি বাসের গতিবেগ ঘণ্টায় 54 কিলােমিটার । বিভিন্ন স্টপেজে দাঁড়ালে ওই একই গন্তব্যের জন্য বাসটির গতিবেগ হয় ঘণ্টায় 45 কিলােমিটার । তাহলে প্রতি ঘণ্টায় বাসটিকত মিনিটের জন্য স্টপেজে দাঁড়ায় ?

( A ) 9

( B ) 10

( C ) 12

( D ) 20

০৬. এক ব্যক্তি যদি ঘণ্টায় 10 কিলােমিটার গতিবেগের বদলে ঘণ্টায় 14 কিলোমিটার গতিবেগে হাঁটেন , তাহলে তিনি আরও 20 কিলােমিটার বেশি হাঁটতে পারেন । তাহলে আসলে তিনি কত কিলােমিটার হেঁটেছিলেন ?

( A ) 50

( B ) 56

( C ) 70

( D ) 80

০৭. 3889 + 12.952 – ? = 3854.002

( A ) 47.095

( B ) 47.752

( C ) 47.932

( D ) 47.95

০৮. এক বিক্রেতা টাকায় ছয়টি লেবু কেনেন । টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে তার লাভের হার 20 % ?

( A ) 3

( B ) 4

( C ) 5

( D ) 6

০৯. একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী 30 % নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করল । অন্য এক পরিক্ষার্থী 32 % নম্বর পেয়ে 30 নম্বরের । জন্য ফেল করল । কত নম্বরে পরীক্ষাটি হয়েছিল ?

( A ) 4000

( B ) 1000

( C ) 500

( D ) 200

১০. 160 মিটার দীর্ঘ একটি ট্রেন একজন । দণ্ডায়মান ব্যক্তিকে 9 সেকেণ্ডে অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলােমিটার ?

( A ) 32

( B ) 64

( C ) 60

( D ) 80

১১. একটি দ্রব্য 16 % লাভে বিক্রয় করা হল । যদি দ্রব্যটি আরও 60 টাকা বেশিতে বিক্রয় করা যেত , তাহলে 20 % লাভ হত । দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ?

( A ) 1,000

( B ) 1,500

( C ) 600

( D ) 1,200

১২. বার্ষিক 25 % সরল সুদে কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছরে 5 গুণ হবে ?

( A ) 16

( B ) 20

( C ) 25

( D ) 30

১৩. দু’টি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 2 ঘণ্টা ও 3 ঘণ্টায় ভরতি করে । নল দুটি একসঙ্গে চৌবাচ্চাটিকে কত মিনিটে ভরতি করবে ?

( A ) 60

( B ) 80

( C ) 48

( D ) 72

১৪. 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেণ্ডে একটি ইলেক্ট্রিক পােস্টকে অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলােমিটার ?

( A ) 60

( B ) 50

( C ) 45

( D ) 75

১৫. এক ব্যক্তি 10,000 টাকা 2 বছরের জন্য । 20 % সরল সুদে ধার দেন । এক বছর পরে তিনি হিসাবে 6,000 টাকা ফেরত পেলেন । পরবর্তী বছরে তিনি কত টাকা পাবেন ?

( A ) 6,000

( B ) 6,800

( C ) 7,200

( D ) 7,000

১৬. একজন বিক্রেতা 6,000 টাকায় একটি টি.ভি. ক্রয় করেন ও 15 % লােকসানে সেটি বিক্রয় করেন । বিক্রয়মূল্য কত টাকা ?

( a ) 5,100

( B ) 5,600

( C ) 5,900

( D ) 5,910

১৭. 15 টাকা কিলােগ্রাম ও 20 টাকা কিলােগ্রাম । দরের দুই রকম চাকী অনুপাতে মেশালে মিশ্র চায়ের মূল্য হবে 16.50 টাকা কিলােগ্রাম ?

( A ) 3 : 7

( B ) 7 : 3

( C ) 5 : 7

( D ) 7 : 5

১৮. চারটি গােরু 2 দিনে 18 বস্তা ঘাস খায় । তাহলে 18 টি গােরু 2 দিনেকত বস্তা ঘাস খাবে ?

( A ) 81

( B ) 90

( C ) 72

( D ) 75

১৯. পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 12768 । সংখ্যা দুটির বড়টি কত ?

( A ) 110

( B ) 108

( C ) 114

( D ) 112

২০. স্থির জলে একটি নৌকা ঘণ্টায় 20 কিলােমিটার বেগে চলতে পারে । কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে । স্রোতের অনুকূলে 21 কিলােমিটার যেতে নৌকাটির কত মিনিট সময় লাগবে ?

( A ) 30

( B ) 32

( C ) 34

( D ) 36

২১. 10222 ÷ 10220= ?

( A ) 10

( B ) 100

( C ) 1000

( D ) 10000

২২. একটি আয়তঘনকের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতার অনুপাত 4 : 3 : 2 ও সমগ্রতলের ক্ষেত্রফল 878৪ বর্গ সেন্টিমিটার হলে , দৈর্ঘ্য কত সেন্টিমিটার ?

( A ) 52

( B ) 26

( C ) 78

( D ) 39

২৩. যদি m ও n  দু’টি পূর্ণ সংখ্যা হয় ও mn = 196 হয় , তাহলে ( m – 3 ) ( n+1 ) – এর মান কত ?

( A ) 121

( B ) 1331

( C ) 14641

( D ) 1339

২৪. 5².25 x 120.25 x 600.75 = ?

( A ) 100

( B ) 200

( C ) 300

( D ) 400

২৫. আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপরদিকের বাহু 10 % বৃদ্ধি পেলে , ক্ষেত্রফলের পরিবর্তন হয়—

( a ) 1 % বৃদ্ধি

( b ) 0.1 % হ্রাস

( c ) 10 % হ্রাস

( d ) 10 % বৃদ্ধি

 

২৬. 2 মিটার কাপড়ের দাম ৪০ টাকা হলে, 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা ?

( a ) 120 টাকা

( b ) 140 টাকা

( c ) 130 টাকা

( d ) 110 টাকা

২৭. 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন , 40 সেকেন্ডে 250 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করল । ট্রেনটির গতিবেগ কত ?

( a ) 30 কিমি / ঘণ্টা

( b ) 32 কিমি / ঘণ্টা

( c ) 36 কিমি / ঘণ্টা

( d ) 40 কিমি / ঘণ্টা

২৮. 12 % বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 36। প্রকৃত সংখ্যাটি কত ?

( a ) 50

( b ) 100

( c ) 200

( d ) 300

২৯. দু’টি সংখ্যার গ.সা.গু. হল 12 এবং তাদের ল.সা.গু. হল 1760। যদি একটি সংখ্যা 160 হয় , অন্য সংখ্যাটি কত ?

( a ) 122

( b ) 132

( c ) 140

( d ) 144

৩০. 1 থেকে 400 পর্যন্ত জোড়সংখ্যাগুলির যােগফল কত ?

( a ) 160000

( b ) 80200

( c ) 40200

( d ) 54000

৩১. একটি চাকা 1000 বার ঘুরলে ৪৪ কিলােমিটার দূরত্ব অতিক্রম করে । চাকাটির ব্যাস কত ?

( a ) 14 মিটার

( b ) 21 মিটার

( c ) 22 মিটার

( d ) 28 মিটার

৩২. দু’টি ধনাত্মক সংখ্যার অনুপাত 3 : 5 হলে , তাদের গুণফল 60 হলে , বৃহত্তর সংখ্যাটি হবে :

( a ) 60

( b ) 72

( c ) 75

( d ) 90

৩৩. দুটি সংখ্যার অনুপাত 9 : 7 এবং ল.সা.গু. 19 হলে ছােট সংখ্যাটি কত ?

( a ) 147

( b ) 171

( c ) 181

( d ) 133

৩৪. দুটি সংখ্যার যােগফল 21 ও বিয়ােগফল 13 হলে , সংখ্যাদু’টির বর্গের পার্থক্য কত ?

( a ) 273

( b ) 212

( c ) 272

( d ) 1156

৩৫. সাহির একটি জিনিস কিনে 4550 টাকায় বিক্রি করে , যা ক্রয়মূল্যের তুলনায় 30 % বেশি । জিনিসটির ক্রয়মূল্য হল :

( a ) 3500 টাকা

( b ) 3800 টাকা

( c ) 4000 টাকা

( d ) 4200 টাকা

আরও পড়ুন… GENERAL KNOWLEDGE PRACTICE SET FOR WBP CONSTABLE

৩৬. এক ব্যক্তি 423 টাকায় একটি স্টোভ বিক্রয় করায় তার 6 % ক্ষতি হয় । কত স্টোভটি বিক্রয় করলে তার ৪ % লাভ হত ?

( a ) 486 টাকা

( b ) 490 টাকা

( c ) 485 টাকা

( d ) 500 টাকা

৩৭. কোনও বিশেষ প্রকার ধাতু – সংকরে পিতল ওতামার অনুপাত 2 : 3 এরকম 25 কিলােগ্রাম ধাতু – সংকরে 5 কিলােগ্রাম পিতল মেশালে নতুন ধাতু – সংকরে পিতল ও তামার অনুপাত কী হবে ?

( a ) 1 : 3

( b ) 1 : 1

( c ) 2 : 3

( d ) 1 : 5

৩৮. এক ব্যক্তি 20 % ক্ষতিতে একটি বাড়ি বিক্রয় করল । বাড়িটির প্রকৃতমূল্য 300000 টাকা হলে , এর বিক্রয়মূল্য কত ?

( a ) 280000

( b ) 275000

( c ) 240000

( d ) 295000

৩৯. বার্ষিক 10 % হারে কত বছরে কোনও সুদ – আসলের অংশ হবে ?

( a ) 3 বছর

( b ) 4 বছর

( c ) 5 বছর

( d ) 6 বছর

৪০. 3 : 2, 3 : 5 এবং 7 : 8 – এর মিশ্র অনুপাত নির্ণয় করুন :

( a ) 63 : 72

( b ) 80 : 63

( c ) 63 : 80

( d ) 63 : 75

৪১. 12 জন বালকের মােট বয়স 90 বছর । 6 মাস পরে তাদের গড় বয়স কত হবে ?

( a ) 5 ধছর

( b ) 8 বছর

( c ) 10 বছর

( d ) 12 বছর

৪২. কোনও সংখ্যার 15 % -এর মান 12 হলে , সংখ্যাটি কত ?

( a ) 70

( b ) 80

( c ) 75

( d ) 82

৪৩. যদি কোনও ব্যক্তির বেতন 50 % হ্রাস পায় এবং তারপর 50 % বৃদ্ধি পায় , তবে শতকরা ক্ষতি হয় :

( a ) 0 %

( b ) 50 %

( c ) 25 %

( d ) 45 %

৪৪. 35 টাকাকে 75 টাকার শতকরা হারে প্রকাশ করলে হয় :

( a ) 46 2/3 %

( b ) 33 1/3 %

9 c )42 2/7 %

( d ) 44 5/7 %

৪৫ . আমিনুর একটি কাজ 10 দিনে এবং ফয়েজ একটি কাজ 15 দিনে করতে পারে । আমিনুর ও ফয়েজ একত্রে কাজটি কতদিনে করতে পারবে ?

( a ) 3 দিনে

( b ) 4 দিনে

( c ) 5 দিনে

( d ) 6 দিনে 

৪৬. এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 73 কিমি / ঘ . এবং 47 কিমি / ঘ . বেগে যাত্রা শুরু করে । যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 13 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে । তবে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব কত ?

( a ) 70 কিমি

( b ) 60 কিমি

( c ) 75 কিলােমিটার

( d ) 65 কিলােমিটার

৪৭. চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি পুরােপুরি খালি হয় 10 ঘণ্টায় । একটি নল দ্বারা প্রতি ঘণ্টায় 2 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি পুরােপুরি খালি হতে 15 ঘণ্টা সময় লাগে । তবে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে ?

( A ) 50 লিটার

( B ) 45 লিটার

( C ) 60 লিটার

( D ) 360 লিটার

৪৮. A একটি কাজ 23 দিনে করতে পারে । 11 দিন কাজ করার পর A চলে যায় । বাকি কাজ B 9 দিনে শেষ করে । তবে B একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?

( a ) 17 দিন

( b ) 18 দিন

( c ) 173 দিন

( d ) 17 দিন

৪৯. B একটি কাজ 22 দিনে করতে পারে । 12 দিন কাজ করার পর B চলে যায় । বাকি কাজ A 5 দিনে শেষ করে । তবে A একা ওই কাজটি কতদিনে শেষ করবে ?

( a ) 11 দিন

( b ) 10 দিন

( c ) 12 দিন

( d ) 14 দিন

৫০. এক ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলােগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয়মূল্যের ওপর 25 % লাভে দ্রব্যটি বিক্রয় করে । তখন প্রকৃত লাভ বা ক্ষতির হার কত ?

( a ) 10 % ক্ষতি

( b ) 15 % লাভ

( c ) কোনাে লাভ বা ক্ষতি হয়নি ।

( d ) বলা সম্ভব নয় ।

Math Practice Set এর এই Post টি ভালো লাগলে বন্ধুদের মাঝে Share করতে যেন ভুলবেন না।

File Details :

Share this

Related Posts

Comment us

1 thought on “Math Practice Set for WBP Constable | Math Practice Set”

  1. Pingback: GK For WBP Constable - West Bengal Police GK PDF – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page