Skip to content

WBP GK Practice Set PDF in Bengali | Gk practice set

general knowledge practice set

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি – WBP GK Practice Set PDF in Bengali

নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Constable Preliminary GK Practice Set In Bengali যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে লক্ষ্য রেখে ৫০ টি সাধারণ জ্ঞান ( GK ) দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিগুলিকে  খুব মজবুত করে তুলবেন।

1. কোন প্রাচীনতম গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় ?

( a ) ‘ কলহনের ‘ রাজতরঙ্গিনী ’

( b ) ‘ মেগাস্থিনিসের ইন্ডিকা ’

( c ) ‘ হরিষেনের এলাহবাদ প্রশস্তি ’

( d ) আবুল ফজলের ‘ আকবরনামা ’

2. নীচের কোন প্রাণী সিলিয়ার মাধ্যমে গমন করে ?

( a ) প্যারামােসিয়াম

( b ) কেঁচো

( c ) নেরিস

( d ) কচ্ছপ

3. আর্থারাইটিস কী ?

( a ) হৃদয়ঘটিত রােগ

( b ) যকৃতের রােগ

( c ) গলার প্রদাহ

( d ) অস্থিসন্ধির প্রদাহ

4. ‘ র‍্যাডর্ক্লিফ ’ সীমারেখাটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে ?

( a ) ভারত – চিন

( b ) ভারত – ভুটান

( c ) ভারত – নেপাল

( d ) ভারত – পাক

5. নীচের কোন দেশটির মুদ্রা ‘ র‍্যান্ড ’ নামে পরিচিত ?

( a ) সৌদি আরব

( b ) জাম্বিয়া

( c ) ইথিওপিয়া

( d ) দক্ষিণ আফ্রিকা

6. ‘ জাতীয় ক্রীড়া দিবস ’ কবে পালিত হয় ?

( a ) 29 আগস্ট

( b ) 17 সেপ্টেম্বর

( c ) 10 ডিসেম্বর

( d ) 29 ডিসেম্বর

7. রাজীব গান্ধীর সমাধিক্ষেত্রটির নাম কী ?

( a ) শক্তিস্থল

( b ) বীরভূমি

( c ) চিত্রভূমি

( d ) শাম্ভিবন

৪. বিখ্যাত সাহিত্যিক ভাইকোম মুহম্মদ বশির কোন ভাষায় সাহিত্য রচনা করতেন ?

( a ) মারাঠা

( b ) উর্দু

( c ) হিন্দি

( d ) মালয়লম

9. ভুটানের প্রথম মহিলা সাহিত্যিক কুনজাং চোদেনের লেখা বই নীচের কোনটি ? 

( a ) Blink

( b ) Critical Chain

( c ) Black Mountain

( d ) The Circle of Karma

10. ভাষার ভিত্তিতে প্রথম কোন ভারতীয় রাজ্য গঠিত হয় ?

( a ) হরিয়ানা

( b ) পঞ্জাব

( c ) তামিলনাড়ু

( d ) আন্ধ্র প্রদেশ

11.  ‘ বিধবা বিবাহ আইন ’ কত সালে কার্যকরী হয় ?

( a ) 1829

( b ) 1856

( c ) 1857

( d ) 1897

12. কোন বিখ্যাত দেশনায়ক ‘ বুড়িবালামের যুদ্ধ ’এ নেতৃত্ব দেন ?

( a ) রাসবিহারীবসু

( b ) বাঘা যতীন

( c ) সূর্য সেন

( d ) নেতাজী সুভাষচন্দ্র বসু

13. গ্রীনিচের দ্রাঘিমা কত ডিগ্রি ?

( a ) O ডিগ্রী

( b ) 60 ডিগ্রী

( c ) 90 ডিগ্রী

( d ) 180 ডিগ্রী

14. হৃদপিণ্ডের আবরণকে কী বলে ?

( a ) মায়াটম

( b ) পেরিকার্ডিয়াম

( c ) রেটিকুলেটাম

( d ) পেরিটোনিয়াম

15. বাঁশ কী ধরণের উদ্ভিদ ?

( a ) বৃক্ষ

( b ) গুল্ম

( c ) বীরুৎ

( d ) পরজীবি

16. ভারতের সংবিধানের অতন্দ্র প্রহরী কে ?

( a ) লােকসভা

( b ) রাজ্যসভা

( c ) রাষ্ট্রপতি

( d ) সুপ্রিম কোর্ট

17. কোন দেশের আদি অধিবাসীদের নাম ‘ ম্যাগইয়ারস ’ ?

( a ) ডেনমার্ক

( b ) নিউজিল্যান্ড

( c ) হাঙ্গেরি

( d ) বেলজিয়াম

18. 1 ডিগ্রি অন্তরে সময়ের পার্থক্য কত মিনিট ?

( a ) 4

( b ) 5

( c ) 6

( d ) 7

19. সেতার বাদ্যযন্ত্রেকটি তার থাকে ?

( a ) 7

( b ) 10

( c ) 12

( d ) 22

20. ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কে সর্বপ্রথম হেলমেট ব্যবহার করেন ?

( a ) পঙ্কজ রায়

( b ) মহিন্দর অমরনাথ

( c ) সি.কে.নাইডু

( d ) গুন্ডাপ্পা বিশ্বনাথ

21. অ্যালকোহলের হিমাঙ্ক কত ?

( a ) -130 ° C

( b ) 100 ° C

( c ) -60 ° C

( d ) -50 ° C

22.নীচের কোনটি পরজীবির মাধ্যমে সংঘটিত রােগ ?

( a ) এইডস

( b ) ম্যালেরিয়া

( c ) পীতজ্বর

( d ) রেবিস

23. নীচের কোনটি নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ নয় ?

( a ) ইউরিয়া

( b ) অ্যামােনিয়া

( c ) রজন

( d ) উপক্ষার

24. নীচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয় ?

( a ) লালা গ্রন্থি

( b ) থাইরয়েড গ্রন্থি

( c ) পিটুইটারি গ্রন্থি

( d ) অ্যাড্রিনাল গ্রন্থি

25. আর্যরা কোন দেবতার পুজো করত ?

( a ) পশুপতি

( b ) প্রাকৃতিক শক্তি

( c ) মাতৃ মূর্তি

( d ) কোনােটিই নয়

26. ‘ পার্জনা ’ বৈদিকযুগের কোন দেবতা ?

( a ) সমুদ্র

( b ) বৃষ্টি

( c ) বায়ু

( d ) আলাে

27.‘ হর্ষঙ্ক ’ বংশের শেষ রাজা কে ছিলেন ?

( a ) কুমারিল ভট্ট

( b ) বৃহদ্রথ

( c ) নাগদশক

( d ) অজাতশত্রু

28. ‘ সর্বক্ষত্রিয়ান্তক ’ , ‘ উগ্রসেন ’ ও ‘ একরাট ’ – এইসব উপাধি কার ?

( a ) শিলাগ

( b ) ধননন্দ

( c ) মহাপদ্মনন্দ

( d ) সমুদ্রগুপ্ত

29. ভারতের কোন শহরকে ‘ মূলধনের রাজধানী ’ বলে ?

( a ) কলকাতা

( b ) দিল্লি

( c ) বেঙ্গালউরু

( d ) মুম্বই

30. ‘ বরােদা ’ শহরের নতুন নাম ?

( a ) কোচি

( b ) ইন্দোর

( c ) ভাদোদরা

( d ) ভােপাল

31. ভারতের কোন শহরকে ‘ দাক্ষিণাত্যের কাশী ’ বলে ?

( a ) মাদুরাই

( b ) পটনা

( c ) লখনৌ

( d ) ইন্দোর

32 কাশী বিশ্বনাথ মন্দির ভারতের কোন শহরে আছে ?

( a ) এলাহবাদ

( b ) লখনৌ

( c ) বারাণসী

( d ) কোচিন

33. সবথেকে বেশি উত্তপ্ত গ্রহ কোনটি ?

( a ) বুধ

( b ) শুক্র

( c ) মঙ্গল

( d ) পৃথিবী

34. ইউরােপা উপগ্রহ কোন গ্রহের ?

( a ) মঙ্গল

( b ) বৃহস্পতি

( c ) প্লটো

( d ) শনি

35. ভারতের বনাঞ্চল কত শতাংশ ?

( a ) 30 %

( b ) 15 %

( c ) 26 %

( d ) 22 %

36.কত সালেনাগরিকত্ব আইনের সংশােধন হয় ?

( a ) 1970

( b ) 1980

( c ) 1986

( d ) 1978

37. বিশ্বের সবথেকে বেশি প্রচলিত গান কোনটি ?

( a ) Happy Birthday to You

( b ) Twinkle Twinkle Little Star

( c ) Mary had a Little Lamb

( d ) বন্দে মাতরম

38. ভারতের নাগরিকত্বের লাভের উপায় ক’টি ?

( a ) 3

( b ) 4

( c ) 5

( d ) 2

39. আমির খসরু কোন বাদ্যযন্ত্রের জনক ছিলেন ?

( a ) সরােদ

( b ) সেতার

( c ) সম্ভর

( d ) বেহালা

40. কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘ স্ট্যাচু অফ লিবার্টি ’ মূর্তিটি উপহার দিয়েছে ?

( a ) ইংল্যান্ড

( b ) জাপান

( c ) ফ্রান্স

( d ) কানাডা

41. মশার মােট কটি দাঁত আছে ?

( a ) 50

( b ) 47

( c ) 6

( d ) একটিও না 

42. ভারতের ঘূর্ণমান পরিকল্পনার সূচনা করেন কে ?

( a ) ইন্দিরা গান্ধী

( b ) ন্যাশনাল ফ্রন্ট সরকার

( c ) জনতা সরকার

( d ) রাজীব গান্ধী

43. শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে হয় অসীম ’ —কথাটি কে বলেছিলেন ?

( a ) ভাস্কর

( b ) লীলাবতী

( c ) আর্যভট্ট

( d ) রামানুজম

44. তড়িচ্চুম্বক কে আবিষ্কার করেন ?

( a ) জিনবগ্রাম

( b ) নিকালাে টেসলা

( c ) উইলিয়াম স্টারজিয়ন

( d ) এলমার এম্পেরি

45. কোন গ্রিক শহরে বিখ্যাত পার্থেনন মন্দিরটি আছে ?

( a ) ডেল

( b ) ভেলােস

( c ) সালােলানিকা

( d ) এথেন্স

46. হিমালয়ের কোন শৃঙ্গটি আসামে আছে ?

( a ) নামচা বাওয়া

( b ) এভারেস্ট

( c ) অন্নপূর্ণা

( d ) নন্দাদেবী

47. ‘ নােটঙ্কি ’ নামক লােকনৃত্যে কোন বাদ্যযন্ত্র বাজানাে হয় ?

( a ) নাগারা

( b ) ঢােল

( c ) সারেঙ্গি

( d ) একতারা

48. যেখানে লন টেনিস খেলা হয় , তাকে কী বলে ?

( a ) কোর্ট

( b ) রিং

( c ) পিচ

( d ) ডাইমন্ড

49. লােহিত কণিকার ‘ Red Blood . Corpuscles ‘ এর আয়ু কতদিনের ?

( a ) 95

( b ) 105

( c ) 120

( d ) 130

50.নীচের কোন খাবারে ভিটামিন ‘ এ ’ সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ?

( a ) গাজর

( b ) আলু

( c ) পাতিলেবু

( d ) টমেটো

 

WBP GK practice set

Share this

Related Posts

Comment us

2 thoughts on “WBP GK Practice Set PDF in Bengali | Gk practice set”

  1. Pingback: GK For WBP Constable - West Bengal Police GK PDF – Studious

  2. Pingback: WBP Math Practice Set 2021, Math Practice Set For WBP Part-2 – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page