Skip to content

General Knowledge Practice Set pdf in Bengali

general knowledge practice set for wbp constable exam

General Knowledge Practice Set pdf in Bengali

নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Constable Preliminary Practice Set In Bengali ( General Knowledge practice set ) যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি General Knowledge দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই General Knowledge Practice Set টির উত্তর পত্র নিচে দেওয়া হল। 

1. জন্মের পর শিশুরা কোন বর্ণ দুটি দেখতে পায় ?

( a ) সাদা ও কালাে

( b ) নীল ও লাল

( c ) লাল ও হলুদ

( d ) হলুদ ও সবুজ

 

2. ‘ ICDS ’ প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন :

( a ) রাজীব গান্ধী

( b ) মনমােহন সিং

( c ) ইন্দিরা গান্ধী

( d ) জওহরলাল নেহরু

 

3. বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় :

( a ) 11 অক্টোবর

( b ) 24 মার্চ

( c ) 12 সেপ্টেম্বর

( d ) 12 জুলাই

 

4. ‘ র‍্যাফাইড ’ পাওয়া যায় :

( a ) কচুতে

( b ) আমে

( c ) আপেলে

( d ) কমলালেবুতে

 

5. গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে কত প্রােটিন প্রয়ােজন হয় ?

( a ) 25 গ্রাম

( b ) 20 গ্রাম

( c ) 50 গ্রাম

( d ) 70 গ্রাম

 

6. হাসপাতালে বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য কোন রঙের প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় না ?

( a ) সবুজ

( b ) কালাে

( c ) নীল

( d ) হলুদ

 

7. ভারত সরকার কত সালে ‘ গুটি বসন্ত মুক্ত দেশ ’ ঘােষণা করেন ?

( a ) এপ্রিল 1977

( b ) মার্চ 1987

( c ) জানুয়ারি 1965

( d ) জুন 1975

 

8. ‘ এপিলেন্সি ’ রােগের উপসর্গ হল :

( a ) নাক দিয়ে রক্ত

( b ) হঠাৎ সংজ্ঞাহীন

( c ) হঠাং কাপুনি দিয়ে জ্বর

( d ) জলপিপাসা

 

9. কুষ্ঠ রােগের চিকিৎসাপদ্ধতি হল :

( a ) MDT

( b ) DOTS

( c ) TAB

( d ) OPV

 

10. HINI ভাইরাস কোন রােগের সঙ্গে সম্পর্কিত ?

( a ) বার্ড ফ্লু

( b ) সােয়াইন ফ্লু

( c ) চিকেন পক্স

( d ) এইডস

 

11. ভ্যাকসিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

( a ) এডােয়ার্ড জিনার

( b ) লুই পাস্তুর

( c ) আলেকজান্ডার ফ্লেমিং

( d ) কেউই নন

 

12. আমলকীতে কোন ভিটামিন বেশি থাকে ?

( a ) ভিটামিন – এ

( b ) ভিটামিন – ডি

( c ) ভিটামিন – সি

( d ) ভিটামিন – ই

 

13. ‘ অ্যালােপেসিয়া ’ কোন ধাতুর অভাবে হয় ?

( a ) তামা

( b ) আয়ােডিন

( c ) আয়রন

( d ) জিঙ্ক

 

14. নর্মাল স্যালাইনে সােডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের মাত্রা হল :

( a ) 0.9 %

( b ) 0.4 %

( c ) 0.5 %

( d ) 0.6 %

 

15. পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন :

( a ) অসীমা পাত্র

( b ) কাকলি ঘােষ দস্তিদার

( c ) চন্দ্রিমা ভট্টাচার্য

( d ) শশী পাঁজা

 

16. শিশুর জন্মের কতদিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েতে জন্ম নিবন্ধীকরণ করতে হয় ?

( a ) 7

( b ) 14

( c ) 42

( d ) 21

 

17. একটি 0.5 গ্রামের ক্লোরিন ট্যাবলেট কত লিটার জল জীবাণুমুক্ত করতে পারে ?

( a ) 5 লিটার

( b ) 10 লিটার

( c ) 12 লিটার

( d ) 20 লিটার

 

18. মানুষের চুল কোন প্রােটিন দ্বারা গঠিত ?

( a ) টিউবুলিন

( b ) কেরাটিন

( c ) মায়ােসিন

( d ) কোরােনিন

 

19. ‘ স্বচ্ছ ভারত সেস ’ কত সালে চালু হয় ?

( a ) 2017

( b ) 2016

( c ) 2014

( d ) 2015

 

20. ‘ বােস অ্যান্ড আইনস্টাইন থিওরি ’– এখানে বােস হলেন :

( a ) অজয় কুমার বসু

( b ) সত্যেন্দ্রনাথ বসু

( c ) সুভাষচন্দ্র বসু

( d ) জগদীশচন্দ্র বসু

 

21. 1919 সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিনটি ছিল :

( a ) 11 জানুয়ারি

( b ) 24 মে

( c ) 12 মার্চ

( d ) 9 এপ্রিল

 

22. ‘ ভারতের হাউস অব পিপল ’ কে ভেঙে দিতে পারেন ?

( a ) সুপ্রিম কোর্ট

( b ) রাষ্ট্রপতি

( c ) নির্বাচন কমিশন

( d ) প্রধানমুন্ত্রী

 

23. এইডস বিষয় নিয়ে উপন্যাস ‘ বিয়ন্ড লাভ ’ কার লেখা ?

( a ) জেমস জয়েন

( b ) ডামিনিক লাপিয়ের

( c ) ম্যাকিয়াভ্যালি

( d ) লুই ওয়ালেস

 

24. ‘ ইউরিয়া স্টিমাইন ’ কোন রােগের ওষুধের নাম ?

( a ) কালাজ্বর

( b ) ম্যালেরিয়া

( c ) যক্ষ্মা

( d ) স্মল পক্স

 

25. ‘ ভ্রান্তিবিলাস ‘ কে রচনা করেন ?

( a ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

( b ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

( c ) রবীন্দ্রনাথ ঠাকুর

( d ) মাইকেল মধুসূদন দত্ত

 

26. কমিউনিটি ডেভলপমেন্ট প্রােগ্রাম কত সালে চালু হয় ?

( a ) 1983

( b ) 1952

( c ) 1970

( d ) 1958

 

27. ‘ অপারেশন বর্গা ’ কোন রাজ্যে হয়েছিল ?

( a ) কেরল

( b ) পশ্চিমবঙ্গ

( c ) অসম

( d ) ওড়িশা

 

28. Food Corporation of India কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

( a ) 1980

( b ) 1965

( C ) 1959

( d ) 1970

 

29. অশ্বিনী পােন্নাপ্পা কোন খেলার সঙ্গে যুক্ত ?

( a ) বাস্কেটবল

( b ) স্কোয়াশ

( c ) কুস্তি

( d ) ব্যাডমিন্টন

 

30. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে ?

( a ) 21 বছর

( b ) 35 বছর

( c ) 25 বছর

( d ) 30 বছর

 

31. গঙ্গা নদীর প্রধান শাখানদী হল :

( a ) হুগলি

( b ) ব্রহ্মপুত্র

( c ) পদ্মা

( d ) যমুনা

 

32. ‘ YONO ’ ( You Only Need One ) এই ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা কোন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ?

( a ) এলাহাবাদ ব্যাঙ্ক

( b ) ইয়েস ব্যাঙ্ক

( c ) ব্যাঙ্ক অব ইন্ডিয়া

( d ) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

 

33. ‘ চিন মিউজিক ’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত :

( a ) টেবিল টেনিস

( b ) ক্রিকেট

( c ) হকি

( d ) বেসবল

 

34. ফুরাইডজনিত দূষণের কারণে সৃষ্ট রােগের নাম :

( a ) আর্সেনিকোসিস

( b ) হেপাটাইটিস

( C ) ফ্লুরােসিস

( d ) ব্ল্যাকফুট ডিজিজ

 

35. NICU- এর পুরাে কথা হল :

( a ) Newborn Intensive Care Unit

( b ) Neonatal Intensive Care Unit

( c ) Neonatal Intensive Child Unit

( d ) Newborn Immunization Care Unit

 

36. ‘ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যােজনা ’ কত সালে চালু হয় ?

( a ) 2016

( 6 ) 2017

( c ) 2015

( d ) 2014

 

37. ‘ ইউরেকা ইউরেকা ’- বিখ্যাত উক্তিটি কে করেন ?

( a ) আর্কিমিডিস

( b ) গ্যালিলিও

( c ) আইনস্টাইন

( d ) অ্যারিস্টটল

 

38. ‘ সুবর্ণলতা ’ বইটি কার লেখা ?

( a ) আশাপূর্ণা দেবী

( b ) মহাশ্বেতা দেবী

( c ) লীলা মজুমদার

( d ) বাণী বসু

 

39. জলদাপাড়া অভয়ারণ্য প্শ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

( a ) মাদ

( b ) আলিপুরদুয়ার

( c ) কোচবিহার

( d ) জলপাইগুড়ি

 

40. ‘ আন্তর্জাতিক অহিংসা দিবস ’ পালন করা হয় :

( a ) 2 অক্টোবর

( b ) 29 নভেম্বর

( c ) 26 ডিসেম্বর

( d ) 31 জানুয়ারি

 

4l. ভারতের জাতীয় পতাকার চাকায় কতগুলি কে থাকে ?

( a ) 24

( b ) 26

( c ) 28

( d ) 30

 

42. RCH – এর পুরো কথা কি ?

( a ) Reproductive and Child Health

( b ) Rural Child Health

( c ) Regional Committee for Health

( d ) Revised Center for Health

 

43. বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হলেন :

( a ) পূর্ণিমা আডবানি

( b ) মমতা শর্মা

( c ) গিরিজা ব্যাস

( d ) রেখা শর্মা

 

44. ‘ বাংলা মাতৃ প্রকল্প ’ – য় গর্ভবতী মায়েরা তিন কিস্তিতে মােট কত টাকা পান ?

( a ) 6000 টাকা

( b ) 3000 টাকা

( c ) 1000 টাকা

( d ) 5000 টাকা

 

45. ‘ মিডনাইটস চিলড্রেনস ’ বইটি কার লেখা ?

( a ) খুসবন্ত সিং

( b ) টমাস মাের

( c ) চেতন ভগত

( d ) সলমন রুশদি

 

46. ORS- এর পুরাে কথাটি হল :

( a ) Oral Relaxing Solution

( b ) Oral Re – hydration Solution

( c ) Oral Recovery Solution

( d ) Oral Reduction Solution

 

47. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার ’ লিপিবদ্ধ আছে ?

( a ) 14-18 নম্বর

( b ) 19-24 নম্বর

( c ) 25-28 নম্বর

( d ) 29-34 নম্বর

 

48. নীচের কোন বইটি স্বামী বিবেকানন্দের লেখা নয় ?

( a ) রাজযােগ

( b ) ভারত পথিক

( c ) পরিব্রাজক

( d ) জ্ঞানযােগ

 

49. রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে ?

( a ) মুখ্যমন্ত্রী

( b ) রাজ্যপাল

( c ) হাইকোর্টের প্রধান বিচারপতি

( d ) বিধানসভার অধ্যক্ষ

 

50. মার্ক জুকেরবার্গ কীসের প্রতিষ্ঠাতা ?

( a ) হােয়াটসঅ্যাপ

( b ) টুইটার

( c ) ফেসবুক

( d ) ইস্টাগ্রাম

 

 

File Details :
 
Name : General Knowledge Practice Set pdf in Bengali
Language : Bengali
Size : 211.9 KB
No of Page : 13/13
Download Link : Click here to download

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page