Skip to content
WBP Mains GK Practice 2021

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো WBP Mains GK Practice 2021 যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই WBP Mains GK Practice 2021 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন। 

প্রশ্ন : লেখার চক কী দিয়ে তৈরি ?
উত্তর : ক্যালসিয়াম সালফেট ।

প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট কী ?
উত্তর : ৯৫.৬ % ইথাইল এলকোহল এবং ৪.৪ % পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । অথবা , ৯৫ % ইথাইল অ্যালকোহল ৫ % পানি ।

প্রশ্ন : ভিনিগার কাকে বলে ?
উত্তর : ৪-১০ % অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ।

প্রশ্ন : অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর : ৩ : ১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোেক্লরিক অ্যাসিড ।

প্রশ্ন : ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর : ০.১৫-১.৫ %

প্রশ্ন : ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয় ?
উত্তর : কার্বন ।

প্রশ্ন : ‘ উড স্পিরিট ‘ কী ?
উত্তর : মিথাইল অ্যালকোহল ।

প্রশ্ন : বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কটি ?
উত্তর : ১১৮টি, ওড়িশার কটকে অবস্থিত ।

প্রশ্ন : আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় আছে ?
উত্তর : ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় ।

প্রশ্ন : উচ্চ ফলনশীল ধান বীজের নাম কর ?
উত্তর : IR – 8, IR – 20, TN – 1, জয়া , রত্না , পঙ্কজ , বিজয়া , সোনা , গোবিন্দ ।

প্রশ্ন : ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসলের নাম কী ?
উত্তর : গম ।

প্রশ্ন : ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয় ?
উত্তর : প্রধানত শীত ঋতুতে ।

প্রশ্ন : গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
উত্তর প্রদেশ ।

প্রশ্ন : হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
উত্তর : পাঞ্জাব ।

প্রশ্ন : ভারতের গম গবেষণাগার কোথায় আছে ?
উত্তর : দিল্লীর কাছে পুসায় ।

প্রশ্ন : আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় আছে ?
উত্তর : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ।

প্রশ্ন : উচ্চ ফলনশীল গম বীজের নাম কর ?
উত্তর : সোনালিকা-308, সোনেরা-63, সোনেরা-64, সোনা-227, কল্যাণ, সোনা, লারমা, রাজো , সফেদ লারমা ।

প্রশ্ন : গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : দ্বিতীয় । ( চীনের পড়ে )

প্রশ্ন : ভারতের প্রধান পানীয় ফসল কোনটি ?
উত্তর : চা

প্রশ্ন : পৃথিবীতে কত প্রকার চা ব্যবহার হয় ?
উত্তর : চার প্রকার । সবুজ চা , ইষ্টক চা . কালোচা ও লং চা ।

প্রশ্ন : চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
উত্তর : আসাম ।

প্রশ্ন : কোথাকার উৎপাদিত চা পৃথিবী শ্ৰেষ্ঠ ?
উত্তর : দার্জিলিং ।

প্রশ্ন : ভারতের চা গবেষণাগার কোথায় আছে ?
উত্তর : আসামের জোড়হাটে ।

প্রশ্ন : কোন বন্দরের মাধ্যমে চা বিদেশে রপ্তানি করা হয় ?
উত্তর : কোলকাতা বন্দর ।

প্রশ্ন : চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : চতুর্থ

প্রশ্ন : চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : প্রথম ।

প্রশ্ন : ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি ?
উত্তর : কফি

প্রশ্ন : কফি গাছের উৎপত্তি কোথায় ?
উত্তর : ইথিওপিয়ার কাফা নামক স্থানে ।

প্রশ্ন : পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহার হয় ?
উত্তর : চার প্রকার । রোবাস্টা , আরবীয় , ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান

প্রশ্ন : কফি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
উত্তর : কর্ণাটক ।

প্রশ্ন : কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : পঞ্চম

প্রশ্ন : ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?
উত্তর : কর্ণাটকের চিকমাগালু শহরে ।

প্রশ্ন : ভারতের প্রধান তন্তু ফসলের নাম কি ?
উত্তর : কার্পাস বা তুলা ।

প্রশ্ন : কার্পাস বা তুলা চাষ কোন জলবায়ুতে ভালো হয় ?
উত্তর : ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে ।

প্রশ্ন : কার্পাস বা তুলা গাছে কি পোকা দেখা যায় ?
উত্তর : বল উইভিল । ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় আছে মহারাষ্ট্রের নাগপুরে ।

প্রশ্ন : কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ?
উত্তর : গুজরাট ।

প্রশ্ন : কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : তৃতীয় ।

প্রশ্ন : উচ্চ ফলনশীল কার্পাস বা তুলা বীজের নাম কর ?
উত্তর : সুজাতা, MCU-4, MCU-5 প্রভৃতি ।

প্রশ্ন : সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : গুজরাট ।

প্রশ্ন : নল সরোবর কীসের অভয়ারণ্য ?
উত্তর : পক্ষী অভয়ারণ্য ।

প্রশ্ন : ভারতের বৃহত্তম পেট্রোলিয়ায় কমপ্লেক্সটি কোথায় অবস্থিত ?
উত্তর : বরোদা

প্রশ্ন : ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা ( আমূল ) গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত ?
উত্তর : আনন্দ ও হিম্মত নগর

প্রশ্ন : অলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর : পেট্রোকেমিক্যালশিল্প

প্রশ্ন : দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী ?
উত্তর : সহ্যাদ্রি ।

প্রশ্ন : ভীমা , কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী ?
উত্তর : কৃষ্ণা ।

প্রশ্ন : প্রবর , মিধকণা ও পূর্ণা কোন নদীর উপনদী ?
উত্তর : গোদাবরী

প্রশ্ন : ঔষধ শিল্পে ভারতে প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে ?
উত্তর : কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ।

প্রশ্ন : ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় কত কিমি ?
উত্তর : 7500 কিমি

প্রশ্ন : জব্বলপুরের কাছে ভোরাঘাট জলপ্রপাতটি কোন নদীর উপর ?
উত্তর : নর্মদা ।

প্রশ্ন : প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী বর্তমানে কি পর্বত ?
উত্তর : ক্ষয়জাত পর্বত ।

প্রশ্ন : লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উত্তর : কাভারাতি

প্রশ্ন : আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : স্যাডল পিক ( 750 মিটার ) ।

প্রশ্ন : ইয়ার লুং হাং বো নদী ভারতে কি নামে পরিচিত ?
উত্তর : বারাণসী ।

প্রশ্ন : ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি ?
উত্তর : ম্যাকমোহন লাইন।

প্রশ্ন : ভারতের Rail Factory কোথায় অবস্থিত ?
উত্তর : ব্যাঙ্গালোর ।

প্রশ্ন : নাকো হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর : হিমাচল প্রদেশে ।

প্রশ্ন : দুটি ভূমি এলাকার মধ্যে সরু জল প্রণালীকে কি বলা হয় ?
উত্তর : স্ট্রেইস ।

প্রশ্ন : ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি ?
উত্তর : হিন্দুস্থান শিপইয়ার্ড ।

প্রশ্ন : বর্তমানে মথুরা কি নামে পরিচিত ?
উত্তর : ইসলামাবাদ ।

প্রশ্ন : ভারতে বিজ্ঞানসম্মত ভাবে জনগণনা কবে করা হয় ?
উত্তর : 1872 সালে ।

প্রশ্ন : 2011 সালের ভারতের জনগণনার শ্লোগান কী ছিল ?
উত্তর : Our Census Our Future ( আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ ) ।

প্রশ্ন : কোন দেশকে ‘ Land of Cakes ‘ বলা হয় ?
উত্তর : স্কটল্যান্ড ।

প্রশ্ন : বিশ্বে চিনির ভান্ডার বলে পরিচিত কোন দেশ ?
উত্তর : কিউবা

প্রশ্ন : পুছমপাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : গোদাবরী

প্রশ্ন : মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তয়ে রয়েছে ?
উত্তর : কেরালা ।

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি ?
উত্তর : মধ্যপ্রদেশ ।

প্রশ্ন : সূর্যের শক্তির উৎস কি ?
উত্তর : নিউক্লিয়ার ফিউশন ।

প্রশ্ন : আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় ?
উত্তর : 17 ই সেপ্টেম্বর ।

প্রশ্ন : স্টিফেন হকিংয়ের উপর তৈরি বায়োপিক কি ?
উত্তর : দ্য থিয়োরি অফ এভরিথিং ( The Theory of Everything ) ।

প্রশ্ন : ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে ?
উত্তর : কলকাতা ।

প্রশ্ন : কোন জেলা ভারতের গ্লাসসো নামে পরিচিত ?
উত্তর : হাওড়া জেলা

প্রশ্ন : আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
উত্তর : মালদহ

প্রশ্ন : পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কি ?
উত্তর : ছৌ নৃত্য

FILE DETAILS :
NAME : WBP Mains GK Practice 2021
LANGUAGE : BENGALI
SIZE : 621 KB
NO OF PAGE : 04
DOWNLOAD LINK : Click Here For Download

Share this

Related Posts

Comment us

1 thought on “WBP Mains GK Practice 2021”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page