পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি GK for WBP | WBP Constable GK pdf Download যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি GK দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
GK For WBP Constable | WBP Constable GK pdf Download
1. বেলজিয়ামের অধিবাসীদের কী বলা হয় ?
( a ) ফ্লেমিং
( b ) ফ্লিক
( c ) জনবুল
( d ) পুলু
2. ইয়েলাে বুক কোন দেশের অফিশিয়াল বই ?
( a ) চিন
( b ) জাপান
( c ) ফ্রান্স
( d ) জার্মানি
3. জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত ?
( a ) 21
( b ) 22
( c ) 19
( d ) 24
4. কারা ফুট ও মাউথ রােগে আক্রান্ত হয় ?
( a ) শিশুরা
( b ) মহিলা ও পুরুষ
( c ) গরু
( d ) ভেড়া , গরু ও শূকর
5. মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে রিট জারি করতে পারে কে ?
( a ) সুপ্রিম কোর্ট
( b ) হাই কোর্ট
( c ) হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট
( d ) জেলা আদালত
6. Thoughts on Pakistan বইটির লেখক কে ?
( a ) এম আলি জিন্না
( b ) জে এল নেহরু
( c ) বি আর আম্বেদকর
( d ) কেউই নন
7. কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুকদের করবিহীন গ্রাম সম্প্রদানের প্রথা চালু করেন ?
( a ) গুপ্ত
( b ) মৌর্য
( c ) সাতবাহন
( d ) কুষাণ
৪. রাজ্যপালের বেতন কোন তহবিল থেকে ব্যয়িত হয় ?
( a ) কেন্দ্রের পুঞ্জিত তহবিল
( b ) রাজ্যের পুঞ্জিত তহবিল
( c ) রাজ্য ও কেন্দ্রের পুঞ্জিত তহবিল থেকে সমহার বন্টনের মাধ্যমে
( d ) কোনটিই নয়
9. মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রিত হয় কীসের সাহায্যে ?
( a ) অ্যাড্রিনালিন ও নন – অ্যাড্রিনালিন
( b ) থাইরক্সিন
( c ) অক্সিটোসিন
( d ) a , b উভয়ই
10. Destination to Death চিত্রকলাটি কার সৃষ্টি ?
( a ) লিওনার্দো দ্য ভিঞ্চি
( b ) ভ্যানগখ
( c ) পল গর্গা
( d ) পাবলাে পিকাসাে
11. রামপ্রসাদ বিসমিল কোন মামলার সঙ্গে যুক্ত ?
( a ) আলিপুর বােমা মামলা
( b ) কাকোরি বােমা মামলা
( c ) মিরাট ষড়যন্ত্র
( d ) কোনওটিই নয়
12. মেকিয়াভেলির প্রিন্স – এর সঙ্গে নীচের কোনটির সাদৃশ্য রয়েছে ?
( a ) কালিদাসের মেঘদূত
( b ) কলহন – এর রাজতরঙ্গিণী
( c ) কৌটিল্যের অর্থশাস্ত্র
( d ) এদের কোনওটিই নয়
13. রক্ত জমাট বেঁধে যাওয়াকে বৈজ্ঞানিক পরিভাষায় কী বলে ? *
( a ) থ্রম্বােসাইট
( b ) থ্রম্বােসিস
( c ) পলিথ্রম্বাস
( d ) প্রােথম্বিন
14. নীচের কোনটি ক্যানসার রােগের মূল কারণ ?
( a ) জীবাণুঘটিত সংক্রমণ
( b ) অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
( c ) অপুষ্টি
( d ) টিউমার
15. উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির কে ধ্বংস করেন ?
( a ) মামুদ
( b ) ইলতুৎমিস
( c ) কুতুবুদ্দিন আইবক
( d ) মহম্মদ ঘােরি
16. আজ অবধি সংসদের উভয় সভার যৌথ অধিবেশন কতবার বসেছে ?
( a ) 3 বার
( b ) 2 বার
( c ) 4 বার
( d ) 1 বার
17. ভারতে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরা সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন ?
( a ) লােকসভা
( b ) রাজ্যসভা
( c ) প্রধানমন্ত্রী
( d ) রাষ্ট্রপতি
18. ইনসেলবার্জ কোথায় দেখা যায় ?
( a ) মরুভূমি অঞ্চলে
( b ) মালভূমি অঞ্চলে
( c ) বদ্বীপ অঞ্চলে
( d ) পার্বত্য অঞ্চলে
19. দলত্যাগ বিরােধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত ?
( a ) সপ্তম
( b ) অষ্টম
( c ) নবম
( d ) দশম
20. তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল ?
( a ) 1565 সালে
( b ) 1192 সালে
( c ) 1191 সালে
( d ) 1526 সালে
21. 2018 সালে দশম ‘ ব্রিকস সম্মেলন ’ কোথায় অনুষ্ঠিত হয় ?
( a ) ভারত
( b ) চিন
( c ) ব্রাজিল
( d ) দক্ষিণ আফ্রিকা
22. 2018 সালের তৃতীয় ‘ ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল ’ – এ সেরা চলচ্চিত্র নির্বাচিত হল ভারতীয় কোন সিনেমা ?
( a ) নিউটন
( b ) হিন্দি মিডিয়াম
( c ) প্যাডম্যান
( d ) কোনটিই নয়
23. 2018 সালের ‘ রাজীব গান্ধী সম্ভাবনা ’ পুরস্কার পেলেন :
( a ) সুমিত্রা মহাজন
( b ) গােপালকৃষ্ণ গান্ধী
( c ) মিরাকুমার
( d ) প্রণব মুখার্জি
24. প্রয়াত সােমনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন :
( a ) রাজনীতিবিদ
( b ) ঐতিহাসিক
( c ) সাংবাদিক
( d ) সংগীতশিল্পী
25. 2018 সালে ‘ হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি ’ – তে চ্যাম্পিয়ন হয়েছেন :
( a ) লুইস হ্যামিলটন
( b ) মাইকেল শুমাখার
( c ) জর্জ ফার্নান্ডেজ
( d ) মিক শুমাখার
আরও পড়ুন ..
26. 2018 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
( a ) মায়ানমার
( b ) চিন
( c ) ইন্দোনেশিয়া
( d ) রাশিয়া
27. 2018 সালের এশিয়ান গেমসে ভারতের কতজন প্রতিযােগী অংশগ্রহণ করেছিলেন ?
( a ) 500 জন
( b ) 505 জন
( c ) 550 জন
( d ) 572 জন
28. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরস্কার 2017 – তে ‘ প্লেয়ার অফ দ্য ইয়ার ’ পুরস্কারে কে সম্মানিত হলেন ?
( a ) সুনীল লাম্বা
( b ) সুব্রত পাল
( c ) সুনীল ছেত্রী
( d ) কেউই নন
29. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরস্কার 2017 – তে ‘ ওমেন প্লেয়ার অফ দ্য ইয়ার ’ কে হলেন ?
( a ) কমলা দেবী
( b ) সাবেত্রী দেবী
( c ) সুপর্ণা রাই
( d ) সুজাতা অধিকারী
30. সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের এরােপ্লেন ওড়ানাের অনুমতি দিল ?
( a ) কাতার
( b ) উত্তর কোরিয়া
( c ) সৌদি আরব
( d ) ইন্দোনেশিয়া
31. কোন ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎপ্রবাহ বলে ?
( a ) ইলেকট্রন
( b ) পজিট্রন
( c ) নিউট্রন
( d ) ফোটন
32. ত্রিপুরার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী কে ?
( a ) বিপ্লব দেব
( b ) মানিক সরকার
( c ) প্রেমাখান্ডু
( d ) এদের কেউই নন
33. ভারতের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল :
( a ) মহারাষ্ট্র
( b ) পাঞ্জাব
( c ) গুজরাট
( d ) তামিলনাড়ু
34. ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
( a ) জোড়হাট
( b ) বেঙ্গালুরু
( c ) দেরাদুন
( d ) এলাহাবাদ
35. পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন ?
( a ) বাঁকুড়া
( b ) উত্তর দিনাজপুর
( c ) পুরুলিয়া
( d ) মালদা
36. ব্লকস্তরের পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানটিকে বলা হয় :
( a ) গ্রাম পঞ্চায়েত
( b ) পঞ্চায়েত সমিতি
( c ) জেলা পরিষদ
( d ) কোনটিই নয়
37. মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন ‘ জিন্দাপির ’ ?
( a ) ঔরঙ্গজেব
( b ) আকবর
( c ) বাবর
( d ) হুমায়ুন
38. ‘ ভারতে চা ’ – উৎপাদনে প্রথম রাজ্য :
( a ) পশ্চিমবঙ্গ
( b ) অসম
( c ) কর্নাটক
( d ) কেরালা
39. ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী ?
( a ) অমিত শাহ
( b ) সুষমা স্বরাজ
( c ) পীযূষ গােয়েল
( d ) নরেন্দ্র মােদী
40. সবজির রােগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস :
( a ) টোবাকো মােজাইক ভাইরাস
( b ) কলিফ্লাওয়ার মােজাইক ভাইরাস
( c ) অ্যাডেনােভাইরাস
( d ) উপরের কোনওটিই নয়
41. প্রাচীন যুগের বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
( a ) লােথাল
( b ) হরপ্পা
( c ) মহেঞ্জোদাড়াে
( d ) কালিবঙ্গান
42. সুভাষ বােসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না :
( a ) পে কে সাহগল
( b ) শাহনওয়াজ খান
( c ) ক্যাপ্টেন মােহন সিং
( d ) জি এস ধিলন
43. কবে ‘ সবর্ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস ’ গঠিত হয় ?
( a ) 1918
( b ) 1920
( c ) 1921
( d ) 1924
44. 1940 – এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
( a ) করাচি
( b ) সিন্ধু
( c ) লাহাের
( d ) পাটনা
45. 1942 – এ কোথায় স্বরাজ্য পঞ্চায়েত তৈরি হয় ?
( a ) তমলুক
( b ) কাথি
( c ) কটক
( d ) পুরী
46. ভারতে কোথায় আর্যরা প্রথম স্থায়ী বসতি স্থাপন করে ?
( a ) পাঞ্জাব
( b ) রাজস্থান
( c ) সিন্ধু
( d ) গুজরাট
47. ‘ স্বত্ববিলােপ নীতি ’ প্রবর্তন করেছিলেন :
( a ) লর্ড ওয়েলেসলি
( b ) লর্ড ডালহৌসি
( c ) লর্ড ক্যানিং
( d ) লর্ড লিনলিথগাে
4৪. সিরাজদ্দৌলা কবে সিংহাসনে বসেন ?
( a ) 1707
( b ) 1739
( c ) 1756
( d ) 1757
49. কোন বছর ‘ হিন্দু কলেজ ’ প্রতিষ্ঠিত হয় ?
( a ) 1817
( b ) 1820
( c ) 1832
( d ) 1857
50. ‘ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ’ কোথায় হয় ?
( a ) কলকাতা
( b ) বােম্বে
( c ) মাদ্রাজ
( d ) পুনে
Pingback: GK For WBP Constable - West Bengal Police GK PDF – Studious
Pingback: WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021 – Studious