Skip to content

General Knowledge Practice Set pdf in Bengali

general knowledge practice set

General Knowledge Practice Set pdf in Bengali

নমস্কার বন্ধুরা ,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Constable Preliminary Practice Set In Bengali, যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি General Knowledge দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

১. ‘ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস ’ কবে পালিত হয়

( a ) 11 অক্টোবর

( b ) 12 অক্টোবর

( c ) 13 অক্টোবর

( d ) 14 অক্টোবর

২. ‘ আন্তর্জাতিক প্রিমিয়র টেনিস লিগ ’ কে প্রতিষ্ঠা করেন ?

( a ) লিয়েন্ডার পেজ

( b ) মহেশ ভূপতি

( c ) রাফায়েল নাদাল

( d ) রজার ফেডেরার

৩. ‘ প্রেইরী ’ কী ?

( a ) দক্ষিণ আমেরিকার নাতিশীতােষ্ণ তৃণভূমি

( b ) উত্তর আমেরিকার নাতিশীতােষ্ণতৃণভূমি

( c ) উত্তর আফ্রিকার নাতিশীতােষও তৃণভূমি

( d ) মধ্য ইউরােপের নাতিশীতােষ্ণ তৃণভূমি

৪. পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন ?

( a ) পারস্য

( b ) ফ্রান্স

( c ) পর্তুগাল

( d ) মরক্কো

৫. জীবক চিন্তামনি কোন ধর্মীয় গ্রন্থ ?

( a ) বৌদ্ধ

( b ) ইসলাম

( c ) জৈন

( d ) শিখ

৬. ‘ নরনারায়ণ সেতু ’ কোন নদীর ওপর আছে ?

( a ) কৃষ্ণা

( b ) কাবেরী

( c ) নর্মদা

( d ) ব্ৰহ্মপুত্র

৭. মানবদেহে কোন মৌলের উপস্থিতি সবথেকে বেশি ?

( a ) কার্বন

( b ) সােডিয়াম

( c ) অক্সিজেন

( d ) ওজোন

৮. ভারতে ‘ শিশু দিবস ’ কবে পালিত হয় ?

( a ) 14 নভেম্বর

( b ) 15 নভেম্বর

( c ) 16 নভেম্বর

( d ) 17 নভেম্বর

৯. ভারতের প্রথম পাতালরেল কোন শহরে চালু হয় ?

( a ) কলকাতা

( b ) দিল্লি

( c ) চেন্নাই

( d ) মুম্বই

১০. ‘ মিনাক্ষীমন্দির ’ ভারতের কোন রাজ্যে আছে ?

( a ) কর্ণাটক

( b ) আন্ধ্রা প্রদেশ

( c ) কেরালা

( d ) তামিলনাড়ু

১১. গুরু গােপীনাথ কোন নাচের সঙ্গে যুক্ত ?

( a ) ভরতনাট্যম

( b ) কথাকলি

( C ) মনিপুরী

( d ) কথক

১২. ‘ ন্যাশনাল সায়েন্স সেন্টার ’ ভারতের কোন শহরে আছে ?

( a ) দিল্লি

( b ) আগ্রা

( c ) কলকাতা

( d ) বেঙ্গালউরু

১৩. ভারতের বৃহত্তম ও প্রাচীনতম মিউজিয়াম কোন শহরে আছে ?

( a ) সিমলা

( b ) দিল্লি

( c ) কলকাতা

( d ) গুয়াহাটি

১৪. ভারতের বৃহত্তম শুষ্ক সমুদ্র বন্দর কোনটি ?

( a ) হলদিয়া

( b ) মার্মাগাও

( c ) এন্নোর

( d ) কোচি

১৫. কোন গ্রহকে ‘ ইভনিং স্টার ’ বলে ?

( a ) মঙ্গল

( b ) বুধ

( c ) বৃহস্পতি

( d ) শুক্র 

১৬. পৃথিবীর কত শতাংশ জলভাগ ?

( a ) 65.22 %

( b ) 71.43 %

( C ) 75.58 %

( d ) 78.89 %

১৭.পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলােমিটার ?

( a ) 12549

( b ) 12645

( c ) 12756

( d ) 12857

১৮. ‘ ইলেক্ট্রনিক্সের জনক ’ কাকে বলে ?

( a ) মাইকেল ফ্যারাডে

( b ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

( c ) আর্নেস্টরাদারফোর্ড

( d ) ইউক্লিড

১৯. ‘ কলম্বাে কাপ ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?

( a ) গলফ

( b ) ব্যাডমিন্টন

( c ) ক্রিকেট

( d ) ফুটবল

২০. কুরী কিসের একক ?

( a ) শক্তি

( b ) তেজস্ক্রিয়তা

( c ) প্রবাহমাত্রা

( d ) শব্দের কম্পাঙ্ক

২১. কোন উৎসেচক গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিণত করে ?

( a ) লাইপেজ

( b ) মলটেজ

( c ) পেপসিন

( d ) অ্যামাইলেজ

২২. মানচিত্রে সম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় , তাকে কী বলে ?

( a ) আইসােহ্যালাইন

( b ) আইসােটোপ

( c ) আইসােবার

( d ) আইসোহাইট

২৩. ‘ ভেন্ড ’ কী ?

( a ) উত্তর আমেরিকার নাতিশীতােষ্ণ তৃণভূমি

( b ) দক্ষিণ আমেরিকার নাতিশীতােষ্ণ তৃণভূমি

( c ) উত্তর আফ্রিকার নাতিশীতােষ্ণ তৃণভূমি

( d ) দক্ষিণ আফ্রিকার নাতিশীতােষ্ণ তৃণভূমি

২৪. ‘ বিশ্ব নিউমােনিয়া দিবস ’ কবে পালিত হয় ?

( a ) 10 নভেম্বর

( b ) 11 নভেম্বর

( c ) 12 নভেম্বর

( d ) 13 নভেম্বর

২৫. ‘ দেওধর ট্রফি ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?

( a ) লন টেনিস

( b ) ক্রিকেট

( c ) ভারােত্তোলন

( d ) টেবল টেনিস

২৬. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ?

( a ) নিষ্ক ’ ও মনা ’

( b ) বৃহ ’ ও ‘ কাব্য ’

( c ) ঋক ’ ও ‘ তা ’

( d ) দাম ’ ও ‘ কল্প ’

২৭. কাউন্সিল অব বারভাইস কে সংগঠিত করেন ?

( a ) নানা ফড়নবিশ

( b ) মাধবরাও নারায়ণ

( c ) দ্বিতীয় বাজিরাও

( d ) মহাদজি সিন্ধিয়া

২৮. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?

( a ) মেদিনীপুর

( b ) মুর্শিদাবাদ

( c ) পুরুলিয়া

( d ) বর্ধমান

২৯. কোন রাজশক্তি নৌবলে শ্রেষ্ঠ ছিল ?

( a ) চোল

( b ) পল্লব

( c ) পুষ্যভূতি

( d ) রাষ্ট্রকুট

৩০. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?

( a ) মূল থেকে

( b ) কাণ্ড থেকে

( c ) পাতা থেকে

( d ) ফুলের মুকুল থেকে

৩১. বরফের গলনের লীনতাপ কত ক্যালােরি ?

( a ) 80

( b ) 537

( c ) 366

( d ) 2260

৩২. এইচ আই ভি এডস – এর কারণ :

( a ) ভাইরাস

( b ) ব্যাক্টেরিয়া

( C ) প্রােটোজোয়া

( d ) হেলমিন্থ

৩৩. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14 টি বেসরকারি ব্যাঙ্ক জাতীয়করণ করা হয় ?

( a ) প্রথম

( b ) দ্বিতীয়

( c ) তৃতীয়

( d ) চতুর্থ

৩৪. আলিপুর বােমা মামলায় রাজসাক্ষী হয়েছিলেন :

( a ) কানাইলাল দত্ত

( b ) সত্যেন বসু

( c ) সতীশচন্দ্র বসু

( d ) নরেন গোঁসাই

৩৫. গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন ?

( a ) লীলা হংসরাজ

( b ) স্বামী দয়ানন্দ

( c ) স্বামী শ্ৰদ্ধানন্দ

( d ) স্বামী বিবেকানন্দ

৩৬. সবচেয়ে নমনীয় ধাতু হল :

( a ) প্ল্যাটিনাম

( b ) রুপাে

( c ) লােহা

( d ) সােনা

৩৭. কত সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে ?

( a ) 1905 সাল

( b ) 1911 সাল

( c ) 1906 সাল

( d ) 1912 সাল

৩৮. কোন রাজ্যের মালভূমি অঞ্চলকে ‘ মালনাদ ’ বলে ?

( a ) মহারাষ্ট্র

( b ) অন্ধ্রপ্রদেশ

( c ) তামিলনাড়ু

( d ) কর্নাটক 

৩৯.গান্ধী – আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?

( a ) 1931 সালে

( b ) 1925 সালে

( c ) 1916 সালে

( d ) 1932 সালে

৪০. ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হল :

( a ) H2 SO4

( b ) H2SO7

( c ) H2S2O8

( d ) H2S2O7

৪১. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

( a ) দমন

( b ) দিউ

( c ) দিল্লি

( d ) আন্দামান ও নিকোবর

৪২. কলকাতার পুলিশ সুপারিনটেনডেন্টের পদ কে প্রবর্তন করেন ?

( a ) লর্ড ওয়ারেন হেস্টিংস

( b ) লর্ড কর্নওয়ালিশ

( C ) লর্ড ওয়েলেসলি

( d ) লর্ড বেন্টিঙ্ক

৪৩. কয়লার অসম্পূর্ণ দহনে কী সৃষ্টি হয় ?

( a ) কার্বন ডাই – অক্সাইড

( b ) কোক

( c ) কার্বন মনােক্সাইড

( d ) সবকটি

৪৪. ‘ নিষ্ক্রিয় প্রতিরােধ ’ তত্ত্বের প্রবক্তা কে ?

( a ) তিলক

( b ) অরবিন্দ ঘােষ

( c ) গােখলে

( d ) এম কে গান্ধী

৪৫. বংশগতির জনক কে ?

( a ) ডারউইন

( b ) মেন্ডেল

( c ) ল্যামার্ক

( d ) কেউই নন ।

৪৬. আজাদ হিন্দ সরকারের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেয় কোন দেশ ?

( a ) শ্রীলঙ্কা

( b ) জাপান

( c ) ইংল্যান্ড

( d ) জার্মানি

৪৭. কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?

( a ) বিম্বিসার

( b ) চন্দ্রগুপ্ত

( c ) অজাত শত্রু

( d ) সমুদ্রগুপ্ত

৪৮. খাদ্যে প্রােটিনের অভাবে কোন রােগ সৃষ্টি হয় ?

( a ) অ্যামিবায়ােসিস

( b ) কোয়াশিওরকর

( c ) ডায়াবেটিস

( d ) ক্যান্সার

৪৯. ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা হল :

( a ) সালেম

( b ) বােকারাে

( C ) রৌরকেল্লা

( d ) ভিলাই

৫০. কত সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ?

( a ) 1855 সালে

( b ) 1859 সালে

( c ) 1864 সালে

( d ) 1857 সালে

হ্যালো বন্ধুরা general knowledge practice set এর এই প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের ভাল লাগলে পোস্ট টি বন্ধুদের সাথে share করতে ভুলবেন না।

File Details:

File Name- General knowledge practice set .pdf
File Size- 133kb
Download link- click here to download

 

Share this

Related Posts

Comment us

1 thought on “General Knowledge Practice Set pdf in Bengali”

  1. Pingback: General Knowledge Practice Set pdf in Bengali – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page