Skip to content

বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা- List of Mountain Peaks in Different Countries

বিভিন্ন দেশের পর্বত শৃঙ্গের তালিকা

নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে share করবো সুন্দর একটি তালিকা।বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা- List of Mountain Peaks in Different Countries।

বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা

পর্বতশৃঙ্গের নাম উচ্চতা অবস্থান
মাউন্ট এভারেস্ট ৮৮৪৮ মিটার নেপাল – তিব্বত
গডউইন অস্টিন ৮৬১১ মিটার ভারত
কাঞ্চনজঙ্ঘা ৮৫৯৭ মিটার ভারত – নেপাল
মাকালু ৮৪৮১ মিটার তিব্বত – নেপাল
ধবলগিরি ৮১৭২ মিটার নেপাল
নাঙ্গা পর্বত ৮১২৬ মিটার ভারত
অন্নপূর্ণা ৮০৭৮ মিটার নেপাল
নন্দা দেবী ৭৮১৭ মিটার ভারত
মাউন্ট কামেট ৭৭৫৬ মিটার ভারত
গুরলা মান্ধতা ৭৭২৮ মিটার তিব্বত
তিরচমির ৭৭০৮ মিটার পাকিস্তান
মিনিয়াকঙ্কা ৭৬৯০ মিটার চীন
মাউন্ট কমিউনিজম ৭৪৯৫ মিটার তাজিকিস্তান
মুজ ট্যাগ অ্যাটা ৭৪৩৪ মিটার চীন
অ্যাকন কাগুয়া ৬৯৬০ মিটার আর্জেন্টিনা
হুরাস কারাণ ৬৭৬৮ মিটার পেরু
মাজামা ভলক্যানো ৬৫২০ মিটার বলিভিয়া
চিম্বা রাজো ৬২৬৭ মিটার ইকুয়েটর
মাউন্ট ম্যাককিনলে ৬১৯৪ মিটার আলাস্কা
মাউন্ট কিলিমাঞ্জারো ৫৮৯৫ মিটার তাঞ্জানিয়া
মাউন্ট এলব্রাস ৫৬৪২ মিটার জর্জিয়া
ভিনসেন্ট ম্যাসিফ ৫১৪৯ মিটার অ্যান্টার্কটিকা
মাউন্ট ব্লা ৪৮৬০ মিটার ফ্রান্স – ইতালি
ম্যাটান হর্ন ৪৪৭৮ মিটার সুইজারল্যান্ড
মাউন্ট কুক ৩৭৬৪ মিটার নিউজিল্যান্ড
মাউন্ট কোজিয়াস্কো ২২৩০ মিটার অস্ট্রেলিয়া
বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা

RELATED QUESTION :

প্রশ্ন : হিমালয় পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর : এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে।

প্রশ্ন : মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ?
উত্তর : এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (ইংরেজি: Mount Everest), যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।

প্রশ্ন : মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত ?
উত্তর : 22.8 cm পারদ চাপ । 

প্রশ্ন : বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী নারী কে ?
উত্তর : ১৯৭৫ সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর : মাউন্ট এভারেস্ট সবচেয়ে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বতমালা যার উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) । 

প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর : কাঞ্চনজঙ্ঘা (ইংরেজি: K2) মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮১১ মিটার (২৮,৯০৭ ফুট)। 

প্রশ্ন : ধবলগিরি পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর : ধবলগিরি নেপাল-এ অবস্থিত । 

প্রশ্ন : ভারতে অবস্থিত হিমালয়ের সবোর্চ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।

প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি ?
উত্তরঃ কলসুবাই (১৬৪৬ মিটার)।

প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ।
উত্তরঃ থলঘাট ও ভোরঘাট।

File Details
NAME : বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা
LANGUAGE : BENGALI
SIZE : 597
NO OF PAGE : 02
DOWNLOAD LINK : Click Here For Download

Share this

Related Posts

Comment us

1 thought on “বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা- List of Mountain Peaks in Different Countries”

  1. Pingback: ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর pdf - Important Information of Indian Geography – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page