Skip to content
wbp-gk-question-answer-2021

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো wbp gk question answer 2021 যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই wbp gk question answer 2021 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন। 

প্রশ্ন : ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ?
উঃ ১৮৩২ সালে

প্রশ্নঃ ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?
উঃ ১৮৫৩ সালের ১৬ ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে ৩৪ কিমি পথ যাওয়া হয় ৪০০ জন যাত্রী নিয়ে ।

প্রশ্নঃ ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য কত ?
উঃ প্রায়য ১,১৫,০০০ কিমি

প্রশ্ন : ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ?
উঃ নিউ দিল্লি

প্রশ্ন : ভারতে মোট ক’টি রেলস্টেশন আছে ?
উঃ প্রায় ৮ooo + ৮৫০০ টি

প্রশ্ন : রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ?
উঃ ১৮৫৪ সালে মুম্বাই – থানে রুটে ধাপুরিয়া ভায়াডাক্ট ‘ ব্রীজ ।

প্রশ্ন : প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ?
উঃ মুম্বাইয়ের পার্সিক টানেল

প্রশ্ন : প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ?
উঃ ২৪শে অক্টোবর ১৯৪৮ সালে কোলকাতা মেট্রোয়

প্রশ্নঃ গ্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ?
১৯২৬ সালে নিউ দিল্লীতে

প্রশ্ন : প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ?
উঃ ১৯২৫ সালের ৩ রা ফেব্রুয়ারি । বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে পর্যন্ত

প্রশ্ন : ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি ?
উঃ গড়খপুর

প্রশ্ন : ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ?
উঃ ১৮৯১ সালে [ প্রথম শ্রেণী ] , ১৯০৭ সালে [ অন্যান্য শ্রেণী ]

প্রশ্নঃ ভারতের উচতম রেলস্টেশন কোনটি ?
উঃ পশ্চিমবঙ্গের ঘুম ষ্টেশন [ ৭৪০৭ ফুট উচ্চতায় ]

প্রশ্ন : সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ?
উঃ বিবেক এক্সপ্রেস [ ৪২৭৩ কিমি ] ডিব্ৰুগড় থেকে কন্যাকুমারী

প্রশ্নঃ সর্বনিম্ন দূৰত্ব অতিক্রম করে কোন ট্রেন ?
উঃ মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি [ ৩ কিমি ]

প্রশ্নঃ ভাতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ?
উঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর [ ১৩৬৬.৩৩ মিটার ]

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ কোনটি ?
উঃ ইন্দাপল্লি রেলওয়ে ষ্টেশন থেকে আইসিটিটি মধ্যস্তিত ব্রীজ [ 8.৬২ কিমি ]

প্রশ্নঃ রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ?
উঃ ১৯০৫ সালে

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ?
উঃ ডঃ জন মাথাই

প্রশ্নঃ পঃবঙ্গ থেকে প্রথম রেলমন্ত্রী কে হয়েছিলেন ?
উঃ আবু বরকত আলি গনিখান চৌধুরী [ ২ সেপ্টেম্বর ১৯৮২ ]

প্রশ্নঃ ভারতের প্রথম রেল কোম্পানী কোনটি ?
উঃ ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত – গেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
উঃ মমতা ব্যানার্জি [ ১৩ ই অক্টোবর ১৯৯৯ সালে ]

প্রশ্নঃ ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ?
উঃ ২০১৪ সালে ২ রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে

প্রশ্নঃ সবথেকে পুরানো রেল ইঞ্জিন কোনটি ?
উঃ ফেয়ারী কুইন [ রানী ] ১৮৫৫ সালে

প্রশ্নঃ ভারতে প্রথম মহিলা স্পেশাল ট্রেন কোথায় চালু হয় ?
উঃ পশ্চিম রেলে চার্চ গেট ও ভিরার মধ্যে । [ পৃথিবীতে সপ্তম মহিলা ট্রেন এটি ]

প্রশ্নঃ সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উত্তর : লিথিয়াম

প্রশ্ন : সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি ?
উত্তর : রেডন

প্রশ্ন : পাইরোমিটার কী ?
উত্তর : সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র

প্রশ্ন : সোনায় মরিচা ধরে না কেন ?
উত্তর : সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু

প্রশ্ন : মুক্তার ওজনের এককের নাম ?
উত্তর : গ্রেন

প্রশ্ন : কলের পানিতে সাধারণত কোন উপাদান বেশি থাকে ?
উত্তর : আয়রণ ( লৌহ )

প্রশ্ন : ডিডিটির ( DDT ) পূর্ণরূপ কি ?
উত্তর : ডাই – ক্লোরো – ডাই – ফিনাইল – ট্রাই – ক্লোরো – ইথেন

প্রশ্ন : টিএনটির ( TNT ) পূর্ণরুপ কি ?
উত্তর : টাই নাইট্রো টলুইন

প্রশ্ন : সাবানের রাসায়নিক নাম কি ?
উত্তর : সোডিয়াম স্টিয়ারেট

প্রশ্ন : টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
উত্তর : সোডিয়াম মনোগ্লুটামেট

প্রশ্ন : পেট্রোলের অপর নাম কি ?
উত্তর : গ্যাসোলিন

প্রশ্ন : বেকিং পাউডার কি ?
উত্তর : সোডিয়াম বাই কার্বনেট , এনুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।

প্রশ্ন : লাফিং গ্যাস কি ?
উত্তর : নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।

প্রশ্ন : দার্শনিকের উল কি ?
উত্তর : জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।

প্রশ্ন : সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
উত্তর : জিংক

প্রশ্ন : কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?
উত্তর : এন্টিমনি

প্রশ্ন : বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
উত্তর : কার্বন

প্রশ্ন : নির্বোধের সোনা কি ?
উত্তর : আয়রণ ডি সালফাইড

প্রশ্ন : সবচেয়ে সক্রিয় ধাতু কি ?
উত্তর : পটাসিয়াম

প্রশ্ন : স্বাদে মিস্টি অথচ ও কার্বোহাইড্রেট নয় কোনটি ?
উত্তর : গ্লিসারিন

প্রশ্ন : কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ?
উত্তর : জার্মান বিজ্ঞানী উহলার

প্রশ্ন : বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি ?
উত্তর : সালফার

প্রশ্ন : প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ?
উত্তর : এমোনিয়ার

প্রশ্ন : দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কী করা উচিত ?
উত্তর : নিয়মিত ভিটামিনযুক্ত খাবার খাওয়া

প্রশ্ন : কোন ধরনের বস্ত্র পানিতে সিদ্ধ করলে ক্ষতি হয় না ?
উত্তর : সুতি বস্ত্র

প্রশ্ন : বিশেষ করে কোন কোন কাপড়ে মাড় দিতে হয় ?
উত্তর : সুতি ও লিলেন কাপড়ে

প্রশ্ন : কৃত্রিমউপায়ে বৃষ্টিপাত ঘটানোর জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তর : সিলভার আয়োডাইট ও লবণের কণা

প্রশ্ন : আলো যে সাতটি বর্ণের সমষ্টি এটি কে প্রমাণ করেন ?
উত্তর : বিজ্ঞানী আইজাক নিউটন

প্রশ্ন : চুনের পানি ঘোলা হয় কিসের কারণে ?
উত্তর : কার্বন ডাই – অক্সাইডের কারণে

প্রশ্ন : রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে ?
উত্তর : গলগণ্ড রোগ নির্ণয়ে

প্রশ্ন : দিয়াশলাই শিল্পে যে মৌলটি ব্যবহৃত হয় তার নাম কী ?
উত্তর : ফসফরাস

প্রশ্ন : মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে কোনটি ?
উত্তর : হরমোন

প্রশ্ন : পানির ঘনত্ব কোন তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে ?
উত্তর : ৪ ডিগ্রি সেন্টিগ্রেড

প্রশ্ন : কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রচলন করেন ?
উত্তর : ক্যারোলাস লিনিয়াস

প্রশ্ন : পূর্ণাঙ্গ রেশম মথকে কী বলে ?
উত্তর : ইমাগো

প্রশ্ন : মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী ?
উত্তর : শ্বসন

প্রশ্ন : দুধের শ্বেতসার বা শর্করাকে কী বলা হয় ?
উত্তর : ল্যাকটোজ

প্রশ্ন : ভিনিগার প্রস্তুতিতে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর : মাইকোডার্মা অ্যাসেটি

প্রশ্ন : তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
উত্তর : অ্যামপ্লিফায়ার

প্রশ্ন : পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির কত শতাংশ ?
উত্তর : ২৫ শতাংশ

প্রশ্ন : বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে ?
উত্তর : পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

প্রশ্ন : কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : ব্রোমিন

প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় ?
উত্তর : অবতল

প্রশ্ন : যে সর্বোচ্চ শ্রুতিসীমার ওপর মানুষ বধির হতে পারে তা হচ্ছে ?
উত্তর : ১০৫ ডেসিবল

প্রশ্ন : হীরা আধারে চকচক করে কেন ?
উত্তর : হীরা সংকট কোন বেশি বলে / প্রতিসরণের জন্য

প্রশ্ন : গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী ?
উত্তর : ম্যানোমিটার

প্রশ্ন : টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
উত্তর : মাইক্রোওয়েব

প্রশ্ন : আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে ?
উত্তর : ম্যাক্স প্লাঙ্ক

প্রশ্ন : উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র ?
উত্তর : ওডোমিটার

প্রশ্ন : কোনটি হতে মার্বেল হয় ?
উত্তর : চুনাপাথর

প্রশ্ন : স্যাকারিন প্রস্তুত হয় কি হতে ?
উত্তর : টলুইন

প্রশ্ন : জলজ শামুক , ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত ?
উত্তর : কার্বনেট

প্রশ্ন : কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয় ?
উত্তর : কার্বন – ডাই – অক্সাইড

প্রশ্ন : পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে ?
উত্তর : নিকোলাস অটো

প্রশ্ন : ৬৭ – পি কী ?
উত্তর : ধূমকেতু

প্রশ্ন : আলো সাতটি বর্ণের সমষ্টি – এটি প্রমাণ করেন কে ?
উত্তর : আইজ্যাক নিউটন

প্রশ্ন : তড়িত প্রবাহরে এককের নাম কি ?
উত্তর : এ্যাগ্মিয়ার

প্রশ্ন : উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
উত্তর : ফ্যাট এসিড ও গ্লিসারল

COVERED TOPIC : wbp gk question answer 2021,Mock Test for wbp Constable,West Bengal Police Constable Mock Test in Bengali,West Bengal Police Constable Mock Test 2021,WBP Mock Test in Bengali,West Bengal Police Constable Mock Test,পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf,পুলিশের পরীক্ষার প্রশ্ন 2021,পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন উত্তর 2021, wbp gk

FILE DETAILS
NAME : wbp gk question answer 2021
NO OF PAGE : 06
FILE FORMAT :
PDF
LOCATION : Drive
DOWNLOAD : CLICK HERE FOR DOWNLOAD

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page