নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে share করবো সুন্দর একটি তালিকা।বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা- List of Mountain Peaks in Different Countries।
বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা
পর্বতশৃঙ্গের নাম | উচ্চতা | অবস্থান |
---|---|---|
মাউন্ট এভারেস্ট | ৮৮৪৮ মিটার | নেপাল – তিব্বত |
গডউইন অস্টিন | ৮৬১১ মিটার | ভারত |
কাঞ্চনজঙ্ঘা | ৮৫৯৭ মিটার | ভারত – নেপাল |
মাকালু | ৮৪৮১ মিটার | তিব্বত – নেপাল |
ধবলগিরি | ৮১৭২ মিটার | নেপাল |
নাঙ্গা পর্বত | ৮১২৬ মিটার | ভারত |
অন্নপূর্ণা | ৮০৭৮ মিটার | নেপাল |
নন্দা দেবী | ৭৮১৭ মিটার | ভারত |
মাউন্ট কামেট | ৭৭৫৬ মিটার | ভারত |
গুরলা মান্ধতা | ৭৭২৮ মিটার | তিব্বত |
তিরচমির | ৭৭০৮ মিটার | পাকিস্তান |
মিনিয়াকঙ্কা | ৭৬৯০ মিটার | চীন |
মাউন্ট কমিউনিজম | ৭৪৯৫ মিটার | তাজিকিস্তান |
মুজ ট্যাগ অ্যাটা | ৭৪৩৪ মিটার | চীন |
অ্যাকন কাগুয়া | ৬৯৬০ মিটার | আর্জেন্টিনা |
হুরাস কারাণ | ৬৭৬৮ মিটার | পেরু |
মাজামা ভলক্যানো | ৬৫২০ মিটার | বলিভিয়া |
চিম্বা রাজো | ৬২৬৭ মিটার | ইকুয়েটর |
মাউন্ট ম্যাককিনলে | ৬১৯৪ মিটার | আলাস্কা |
মাউন্ট কিলিমাঞ্জারো | ৫৮৯৫ মিটার | তাঞ্জানিয়া |
মাউন্ট এলব্রাস | ৫৬৪২ মিটার | জর্জিয়া |
ভিনসেন্ট ম্যাসিফ | ৫১৪৯ মিটার | অ্যান্টার্কটিকা |
মাউন্ট ব্লা | ৪৮৬০ মিটার | ফ্রান্স – ইতালি |
ম্যাটান হর্ন | ৪৪৭৮ মিটার | সুইজারল্যান্ড |
মাউন্ট কুক | ৩৭৬৪ মিটার | নিউজিল্যান্ড |
মাউন্ট কোজিয়াস্কো | ২২৩০ মিটার | অস্ট্রেলিয়া |
RELATED QUESTION :
প্রশ্ন : হিমালয় পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর : এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে।
প্রশ্ন : মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত ?
উত্তর : এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (ইংরেজি: Mount Everest), যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত।
প্রশ্ন : মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত ?
উত্তর : 22.8 cm পারদ চাপ ।
প্রশ্ন : বিশ্বের প্রথম এভারেস্ট বিজয়ী নারী কে ?
উত্তর : ১৯৭৫ সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর : মাউন্ট এভারেস্ট সবচেয়ে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম পর্বতমালা যার উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) ।
প্রশ্ন : পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর : কাঞ্চনজঙ্ঘা (ইংরেজি: K2) মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮১১ মিটার (২৮,৯০৭ ফুট)।
প্রশ্ন : ধবলগিরি পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর : ধবলগিরি নেপাল-এ অবস্থিত ।
প্রশ্ন : ভারতে অবস্থিত হিমালয়ের সবোর্চ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি ?
উত্তরঃ কলসুবাই (১৬৪৬ মিটার)।
প্রশ্ন : পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ।
উত্তরঃ থলঘাট ও ভোরঘাট।
File Details
NAME : বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ তালিকা
LANGUAGE : BENGALI
SIZE : 597
NO OF PAGE : 02
DOWNLOAD LINK : Click Here For Download
Pingback: ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর pdf - Important Information of Indian Geography – Studious