নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 30 টি Math দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই Math Practice Set টির উত্তর পত্রগুলি অপশন এর মধ্যে দেওয়া আছে।
WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali
১. একটি বৃত্তের ব্যাসার্ধ 10 % হ্রাস পেলে বৃত্তটির ক্ষেত্রফল কত হ্রাস পাবে ?
( a ) 10 %
( b ) 15 %
( c ) 19 %
( d ) 29 %
২. তিনটি সংখ্যার সমষ্টি 183 , প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2 : 5 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3 : 8 হলে , দ্বিতীয় সংখ্যা :
( a ) 30
( b ) 60
( c ) 75
( d ) 45
৩. 24 জন শ্রমিক 30 দিনে 600 টি জামা সেলাই করতে পারেন । 12 দিনে 210 টি জামা সেলাই করতে শ্রমিকের সংখ্যা :
( a ) 14
( b ) 21
( c ) 16
( d ) 18
৪. লবণ ও জলের দ্রবণে 12 % লবণ আছে । এরূপ ৪ লিটার দ্রবণ থেকে 2 লিটার বাষ্পীভূত হলে অবশিষ্ট দ্রবণে লবণের শতকরা হার :
( a ) 20 %
( b ) 18 %
( c ) 16 %
( d ) 14 %
৫. 30 টাকা কিলােগ্রাম দরের চালের সঙ্গে 25 টাকা কিলােগ্রাম দরের চাল কী অনুপাতে মেশালে মিশ্র চালের দাম প্রতি কিলােগ্রাম 27 টাকা হবে ?
( a ) 2:3
( b ) 3:4
( c ) 4:5
( d ) 5:6
৬. একজন ব্যাটসম্যানের প্রথম ৪ টি ইনিংসের গড 20.5, নবম ইনিংসে কত রান । করলে তার রানের গড় বেড়ে 23 হবে ?
( a ) 41
( b ) 43
( c ) 45
( d ) 47
৭. শিবানী ও শাবানা একটি যৌথ ব্যবসায় 5 : 6 অনুপাতে মূলধন বিনিয়ােগ করল । ৪ মাস পরে শিবানী ব্যবসা থেকে মূলধন তুলে নেওয়ায় তাদের লভ্যাংশের অনুপাত 5 : 9 হল । শাবানার মূলধন কত সময়ের জন্য বিনিয়ােগ হয়েছিল ?
( a ) 10 মাস
( b ) 12 মাস
( c ) 14 মাস
( d ) 16 মাস
৮. একটি বৃত্তাকার চাকার ব্যাস 7/2মিটার । 6600 মিটার যেতে চাকাটির সম্পূর্ণ আবর্তনের সংখ্যা :
( a ) 660
( b ) 630
( c ) 600
( d ) 550
৯. একটি যন্ত্রের অবচয় ঘটে প্রতি বছরের প্রারম্ভিক মূল্যের 10 % হারে । যন্ত্রটির বর্তমান মূল্য 8000 টাকা হলে 3 বছর পরে তার মূল্য :
( a ) 5852 টাকা
( b ) 5832 টাকা
( c ) 5812 টাকা
( d ) 6002 টাকা
১০. বিদ্যালয়ের নবম শ্রেণির বাৎসরিক পরীক্ষায় ইতিহাসে 24 % , ভূগােলে 43 % , এবং 13 % ছাত্রী অকৃতকার্য হয়েছে । উভয় বিষয়ে কৃতকার্য ছাত্রীর সংখ্যা 115 হলে , পরীক্ষার মােট পরীক্ষার্থীর সংখ্যা :
( a ) 150
( b ) 200
( c ) 250
( d ) 300
১১. একজন টিভি বিক্রেতা টিভির লিখিত মূল্যের ওপর 5 % ছাড় দেন । টিভির লিখিত মূল্যের ওপর শতকরা কত বেশি চিহ্নিত করলে তার 14 % লাভ হবে ?
( a ) 20 %
( b ) 17.5 %
( c ) 15 %
( d ) 12.5 %
১২. একজন ফল বিক্রেতা 100 টাকায় 5 টি করে কমলালেবু এবং অপর এক প্রকারের 100 টাকায় 4 টি করে সমসংখ্যক কমলালেবু কিনে মিশিয়ে দিলেন , পরে 200 টাকায় 9টি করে কমলালেবু বিক্রয় করায় 300 টাকা ক্ষতি হল । মােট কেনা কমলালেবুর সংখ্যা কত ?
( a ) 360
( b ) 1080
( c ) 480
( d ) 540
১৩. এক ব্যক্তি প্রতি লিটার 250 টাকা দরে কোনও রাসায়নিক কিনে জল মিশ্রিত করে প্রতি লিটার 200 টাকা দরে বিক্রয় করলেন । এতে তার লাভের শতকরা হার 25 % হলে , ভেজাল দ্রবণে রাসায়নিক জলের অনুপাত :
( a ) 16 : 9
( b ) 8 : 3
( c ) 7 : 2
( d ) 4 : 1
১৪. একটি দলে ৪ জন সদস্য আছেন । দল থেকে 56 kg ওজনের একজন সদস্যের পরিবর্তে অপর একজন সদস্য যােগ দেওয়ায় সদস্যদের গড় ওজন 1.5 kg বৃদ্ধি পেল । নতুন সদস্যের ওজন :
( a ) 62 kg
( b ) 64 kg
( c ) 66 kg
( d ) 68 kg
১৫. 2 বছর পূর্বে A ও B -এর বয়সের অনুপাত 3 : 2 ছিল । 2 বছর পরে তাদের বয়সের অনুপাত 4 : 3 হবে । তাদের বর্তমান বয়সের সমষ্টি :
( a ) 20 বছর
( b ) 22 বছর
( c ) 24 বছর
( d ) 26 বছর
আরও পড়ুন ………
১৬. বার্ষিক 5 % হারে কত বছরে কোনও টাকার সুদ আসলের 3/5 অংশ হবে ?
( a ) ৪ বছর
( b ) 10 বছর
( c ) 12 বছর
( d ) 15 বছর
১৭. আলুর দাম 25 % বৃদ্ধি পেয়েছে । কোনও পরিবারে , আলুর জন্য খরচ অপরিবর্তিত রাখতে হলে আলুর খরচ শতকরা কত কমাতে হবে ?
( a ) 22.5 %
( b ) 20 %
( c ) 17.5 %
( d ) 15 %
১৮. 500 অপেক্ষা ছােট কোন সংখ্যা 6 , 16 , 20 দ্বারা বিভাজ্য হবে ?
( a ) 480
( b ) 460
( c ) 440
( d ) 420
১৯. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 82 , 104 , 148 – কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে ?
( a ) 33
( b ) 44
( c ) 32
( d ) 22
২০. বাসের ভাড়া 25 % বৃদ্ধি পাওয়ায় যাত্রীসংখ্যা 25 % কমে গেল । বাসের আয়ের শতকরা হ্রাসবৃদ্ধি :
( a ) 6 পূর্ণ 1/4% বৃদ্ধি
( b ) 6পূর্ণ 1/4% হ্রাস
( c ) 4 % বৃদ্ধি
( d ) 4 % হ্রাস
২১. বিক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে ক্রয়মূল্যের ওপর শতকরা লাভ হবে :
( a ) 22 পূর্ণ 1/2 %
( b ) 27 পূর্ণ 1/2 %
( C ) 25 %
( d ) 30 %
২২. ধার্যমূল্যের ওপর 25 % কমিশন দিয়ে একজন বিক্রেতা 20 % লাভ করেন । একটি সামগ্রী বিক্রয় করে 9 টাকা লাভ হলে , সামগ্রীর ধার্যমূল্য :
( a ) 84 টাকা
( b ) 72 টাকা
( c ) 80 টাকা
( d ) 92 টাকা
২৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর । 16 বছর পরে পিতার বয়স , পুত্রের বয়সের দ্বিগুণ হবে । পিতার বর্তমান বয়স :
( a ) 42
( b ) 36
( c ) 44
( d ) 48
২৪. কিছু পরিমাণ টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়ােগ করা হল । 2 % অধিক হারে বিনিয়ােগ করলে 600 টাকা অধিক সুদ পাওয়া যেত । মােট বিনিয়ােগের পরিমাণ :
( a ) 8000 টাকা
( b ) 9000 টাকা
( c ) 10000 টাকা
( d ) 12000 টাকা
২৫. একটি নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় 12 কিলােমিটার গিয়ে ফিরে আসতে তিনগুণ সময় নিল । ( স্রোতের বেগ – কিমি / ঘণ্টা এককে ) :
( a ) 0.5 কিমি / ঘণ্টা
( b ) 3.5 কিমি / ঘণ্টা
( c ) 2 কিমি / ঘণ্টা
( d ) 1.5 কিমি / ঘণ্টা
২৬. তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 5 এবং তাদের ল.সা.গু. 2400 হলে তাদের গ.সা.গু. হবে :
( a ) 40
( b ) 80
( c ) 20
( d ) 60
২৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 43 , 91 এবং 183 – কে ভাগ করলে প্রতিক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে ?
( a ) 4
( 6 ) 7
( c ) 9
( d ) 13
২৮. 12 , 15 এবং 18 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে :
( a ) 10010
( b ) 10015
( c ) 10020
( d ) 10080
২৯. 0.2 x 0.2 + 0.2 x 0.02 / 0.044 -এর সরলতম মান কী হবে ?
( a ) 0.004
( 6 ) 0.4
( c ) 1
( d ) 2
৩০. a = 38 , b = 34 , c = 28 হলে a³ + cb³ + c³-3abc / a² + b² + c² -ab – bc – ca -এর মান কত হবে ?
( a ) 90
( b ) 100
( c ) 110
( d ) 120
আশা করি এই (WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali) প্র্যাক্টিস সেট টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবে। যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্র্যাক্টিস সেট টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
Very nice practise set
Happy to hear from you. Thank you. Stay with us