Skip to content

WBP Math Practice Set 2021, Math Practice Set For WBP Part-2

WBP Math Practice Set 2021

পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Math Practice Set 2021 – Math Practice Set For WBP যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 30টি Mathদেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

WBP Math Practice Set 2021 – Math Practice Set For WBP 

১. একটি শ্রেণির 39 জন ছাত্রীর গড় বয়স 15 বছর । শিক্ষিকার বয়স অন্তর্ভুক্ত করলে গড় বয়স 3 মাস বৃদ্ধি পায় । শিক্ষিকার বয়স ( বছরে ) কত হবে ?
( a ) 24
( b ) 25
( c ) 26
( d ) 27

২. একজন ছাত্রীর চারটি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 75 । যদি সে পঞ্চম বিষয়ে 80 নম্বর পায় তবে পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত হবে ?
( a ) 74
( b ) 75
( c ) 76
( d ) 76.5

৩. A ও B- র বয়সের গড় 6 : 5 এবং তাদের বয়সের সমষ্টি 44 বছর । ৪ বছর পরে তাদের বয়সের গড় হবে :
( a ) 7 : 6
( b ) 8 : 7
( c ) 9 : 8
( d ) 3 : 4

৪. পৃথিবীর 2250 ভাগের 5 ভাগ গন্ধক হলে পৃথিবীতে গন্ধকের শতকরা মাত্রা কত হবে ?
( a ) 11/50
( b ) 2/9
( c ) 1/45
( d ) 2/45

৫. দুধ ও জলের মিশ্রণে জলের ওজনের অনুপাত 75 % যদি ওই মিশ্রণের 60 গ্রামের সঙ্গে 15 গ্রাম জল মেশানাে হয় তবে নূতন মিশ্রণে জলের ওজনের শতকরা হার কত হবে ?
( a ) 86 %
( b ) 84 %
( c ) 82 %
( d ) 80 %

৬. বিশুদ্ধ দুধের একটি পাত্র থেকে 20 % সরিয়ে সম পরিমাণ জল মেশানাে হল । এই প্রক্রিয়া পরপর তিনবার করার পর পাত্রের জলীয় মিশ্রণে বিশুদ্ধ দুধের শতকরা মাত্রা হবে :
( a ) 40 %
( b ) 50 %
( c ) 51.2 %
( c ) 58.8 %

৭. একটি সাইকেলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 হলে লাভের শতকরা মাত্রা কত হবে ?
( a ) 8
( b ) 10
( c ) 11
( d ) 15

৮. একজন ফল ব্যবসায়ী ডজন – প্রতি 16 টাকা দরে 2 ডজন কলা কিনে প্রতি ডজন 12 টাকা  দরে 18 টি কলা বিক্রি করে বাকি কলাগুলিকে ডজন – প্রতি 4 টাকা দরে বিক্রয় করলেন । এই ক্রয় বিক্রয়ে তার ক্ষতির শতকরা হার কী হবে ?
( a ) 25.2 %
( b ) 32.4 %
( c ) 36.5 %
( d ) 37.5 %

৯. একজন দোকানদার 12 পূর্ণ 1 /2  % ক্ষতিতে আলু বিক্রয় করতে বাধ্য হলেন । যদি তিনি  92.50 টাকা অধিক দামে বিক্রয় করতেন তবে 6 % লাভ হত । আলুর ক্রয়মূল্য কত ?
( a ) 500 টাকা 
( b ) 510 টাকা
( c ) 575 টাকা
( d ) 600 টাকা

১০. যদি A- এর 30 % = B- এর 0.25 = C- এর 1/5 হয় তবে A : B : C- এর মান কত হবে ?
( a ) 12 : 10 : 15
( b ) 15 : 12 : 10
( c ) 10 : 12 : 15
( d ) 15 : 10 : 12

১১. একজন বিক্রেতা দু’রকম চা প্রতি কিলােগ্রাম ₹ 75 ও ₹ 50 দরে কিনে 3 : 2 অনুপাতে মিশিয়ে প্রতি কিলােগ্রাম ₹ 62.40 দরে বিক্রয় করলেন । এই ক্রয় বিক্রয়ে তার লাভ / ক্ষতির শতকরা হার :
( a ) লাভ 4 %
( b ) ক্ষতি 4 %
( c ) লাভ 5 %
( d ) ক্ষতি 5 %

১২. দু’টি পাত্র A ও B- তে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4 : 5 এবং 5 : 1 ; দুটি পাত্রের মিশ্রণকে কী অনুপাতে মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5 : 4 হবে ?
( a ) 5 : 4
( b ) 5 : 3
( c ) 5 : 2
( d ) 4 : 3

১৩. যদি a : b = 7 : 9 এবং b : c = 5 : 4 হয় তবে a : b : c = ?
( a ) 7 : 45 : 36
( b ) 28 : 36 : 35
( c ) 35 : 45 : 36
( d ) এদের কোনওটিই নয়

১৪. একটি বাক্সে 10 টাকা , 5 টাকা এবং 2 টাকা মুদ্রার সংখ্যার অনুপাত 5 : 8 : 3 ; যার মােট মূল্য ₹ 2830 ; বাক্সে ₹ 5 মুদ্রার সংখ্যা :
( a ) 163
( b ) 175
( c ) 200
( d ) 240

১৫. একটি যৌথ ব্যবসায় A , B এবং C প্রত্যেকে ₹ 2০০০০ বিনিয়ােগ করে ব্যবসা আরম্ভ করল । 5 মাস পরে A ₹ 5000 ও B ₹ 4000 তুলে নিল এবং C আরও ₹ 6000 বিনিয়ােগ করল । বছরান্তে মােট লাভ ₹ 69900 হলে A- র লভাংশ কত হবে ?
( a ) ₹20500
( b ) ₹21200
( c ) ₹28200
( d ) ₹26500

আরও পড়ুন ………………
দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf

১৬. প্রতেক ৪ ঘণ্টা কাজ করে 12 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করে । প্রতেক 4 ঘণ্টা কাজ করে 18 জন শ্রমিকের কাজটি শেষ করতে প্রয়ােজনীয় দিনের সংখ্যা  কত হবে ?
( a ) 30
( b ) 40
( c ) 45
( d ) 50

১৭.একটি চৌবাচ্চা দুটি নলদ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে জলপূর্ণ হয় । দু’টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার জলপূর্ণ হওয়ার জন্য প্রয়ােজনীয় মিনিটের সংখ্যা :
( a ) 12
( b ) 15
( c ) 18
( d ) 20

১৮. বাসের গড় বেগ ট্রেনের গড় বেগের এক – তৃতীয়াংশ । ট্রেন 1125 কিমি রাস্তা 15 ঘণ্টায় অতিক্রম করলে, 36 মিনিটে বাসের অতিক্রান্ত দূরত্ব কত হবে ?( কিমি এককে ) 
( a ) 12
( b ) 18
( c ) 21
( d ) 15

১৯. এক ব্যক্তি তার মােট অতিক্রান্ত দূরত্বের 3 /5 অংশ ট্রেনে, 7 /20 অংশ বাসে এবং বাকি 6.5 কিমি দূরত্ব রিকশায় গেলেন । তার মােট অতিক্রান্ত দূরত্ব কত ? ( কিমি এককে ) 
( a ) 65
( b ) 100
( C ) 120
( d ) 130

২০. একজন নাবিক স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি এবং স্রোতের প্রতিকূলে 1 ঘণ্টায় 6 কিমি যেতে পারেন । স্রোতের গতিবেগ ( কিমি / ঘণ্টা এককে ) :
( a ) 3
( b ) 4
( c ) 5
( d ) 6

২১. একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মােট 52 টি মুদ্রা আছে । তাদের মূল্যের অনুপাত 3 : 5 হলে , কোনপ্রকার মুদ্রা ক’টি আছে ?
( a ) 12 , 40
( b ) 11 , 41
( c ) 13 , 39
( d ) 9 , 43

২২. কিছু টাকা A , B , C- এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A , B- এর দ্বিগুণ টাকা এবং B , C- এর 4 গুণ টাকা পায় । তাদের অংশের অনুপাত কত ?
( a ) 1 : 2 : 4
( b ) 1 : 4 : 1
( c ) 8 : 4 : 1
( d ) 2 : 4 : 1

২৩. অমর 45000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন । 6 মাস পর প্রকাশ 30000 টাকা নিয়ে ব্যবসাতে যােগ দেন । বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে ?
( a ) 3 : 1
( b ) 3 : 4
( c ) 3 : 2
( d ) তথ্য অপর্যাপ্ত

২৪. 1.7 , 0.51 এবং 0.153 সংখ্যাগুলির গ.সা.গু. কত ?
( a ) 0.017
( b ) 0.17
( c ) 1.7
( d ) 0.0017

২৫. A, B ও C পাইপ তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে । A এবং B পৃথকভাবে যথাক্রমে 10 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে । C পাইপটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে ?
( a ) 10 মিনিটে
( b ) 12 মিনিটে
( c ) 19 মিনিটে
( d ) 15 মিনিটে

২৬. একটি ট্রেন 1 পূর্ণ 1/2  ঘণ্টায় 66 কিমি পথ অতিক্রম করে । ট্রেনটির মিনিটে গতিবেগ কত ?
( a ) 733 পূর্ণ 1/3  মিটার
( b ) 703 পূর্ণ 1/3  মিটার
( c ) 710 পূর্ণ 1/3  মিটার
( d ) 337 পূর্ণ 1/3  মিটার

২৭. বন্যায় অবরুদ্ধ একটি গ্রামের লােকসংখ্যার 68 % স্ত্রীলােক ও শিশু । প্রথমদিন রাত্রে তাদের 80 % কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া গেল । পরদিন সকালে দেখা গেল আরও 85 জনকে সরিয়ে নিলেই সমস্ত শিশু ও স্ত্রীলােককে সরিয়ে নেওয়া হবে । ওই গ্রামের জনসংখ্যা কত ছিল ?
( a ) 560
( b ) 596
( c ) 625
( d ) 656

২৮. যদি A : B = 3 : 4 এবং B : C = 6 : 5 হয়, তাহলে A : B : C -র মান কত হবে ?
( a ) 3 : 4 : 10
( b ) 9 : 12 : 10
( c ) 3 : 6 : 8
( d ) 9 : 12 : 8

২৯. 250 টি আম 55 জন বালক বালিকার মধ্যে ভাগ করা হয় । যদি প্রত্যেক বালক 4 টি আম ও প্রত্যেক বালিকা 5 টি আম ভাগে পায় তাহলে বালকের সংখ্যা কত ?
( a ) 20
( b ) 22
( c ) 25
( d ) 30

৩০. 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1 : 5 , ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1 : ৪ হবে ?
( a ) 5 লিটার
( b ) 4 লিটার
( c ) 6 লিটার
( d ) 3 লিটার


আশা করি এই ( WBP Math Practice Set 2021 – Math Practice Set For WBP  ) প্র্যাক্টিস সেট টি থেকে আপনারা  খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্র্যাক্টিস সেট টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।

File Details :
Name : WBP Math Practice Set 2021 – Math Practice Set For WBP 
Language : Bengali
Size : 228.3 KB
No of Page : 6/6
Download Link : Click Here For Download

 

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page