হ্যালো বন্ধুরা আজ আমরা যেই বিষয় টি শেয়ার করছি সেটা হল “সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ২০২১”। আমাদের বিশেষজ্ঞ দের দ্বারা বাছাই করা এই সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ২০২১ এর প্রশ্ন গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারংবার আসেছে। pdf টি নীচেই ডাউনলোড করতে ভুলবেন না।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ২০২১
০ সারা দেশে বাঘ গণনার হিসাবে বর্তমানে বাঘের সংখ্যা কত – জানানাে হল ?
উত্তর : ২,৯৬৭ ( গত ৫ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৭৪১ টি )
০ আফগানিস্তানের মুদ্রার নাম কী ?
উত্তর : আফগান আফগানি
০ কোন প্রাণীর উপস্থিতির জন্য জলদাপাড়া বিখ্যাত ?
উত্তর : একশৃঙ্গ গন্ডার
০ মাকড়শার রেচন অঙ্গের নাম কী ?
উত্তর : কক্সাল গ্রন্থি
০ সিস্টোলিথ রাসায়নিকভারে কী ?
উত্তর : ক্যালশিয়াম কার্বনেট
০ সিপাহি বিদ্রোহকে ‘ প্রথম স্বাধীনতা সংগ্রাম ’ কে বলেছিলেন ?
উত্তর : ভি ডি সাভারকার
০ কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় ?
উত্তর : লর্ড ডালহৌসি
০ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন ?
উত্তর : উধ্ম সিং
আরও পড়ুন:
GK For WBP Constable – West Bengal Police GK PDF
Math Practice Set for WBP Constable | Math Practice Set | Part-1
General Knowledge Practice Set pdf in Bengali
SSC GD Question Paper 2021 In Hindi
Railway Group D Science Question In Hindi
০ ‘ আমলকী ’ – তে কোন অ্যাসিড বর্তমান ?
উত্তর : অক্সালিক অ্যাসিড
০ ‘ ভূমধ্যসাগরের চাবি ’ কাকে বলা হয় ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী
০ বিশ্বের উষ্ণতম স্থানের নাম হল :
উত্তর : আল আজিজিয়া ।
০ ‘ পুতুল নাচের ইতিকথা ’ কার লেখা গ্রন্থ ?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ।
০ সিমলিপাল ব্যাঘ্রপ্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ওড়িশা
০ ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপের নাম কী ?
উত্তর : মাজুলি
০ বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ?
উত্তর : আর্গন ।
০ পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
উত্তর : ফার্মি ।
০ শীতকালে রঙিন পােশাক পরা উচিত কেন ?
উত্তর : রঙিন পােশাক তাপশােষক বলে ।
০ কেলভিন স্কেলে শূন্য ডিগ্রির উষ্ণতা কত ?
উত্তর : – ২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড
০ ডাটুরিন উপক্ষারের উৎস কী ?
উত্তর : ধুতুরা গাছ ।
০ কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ?
উত্তর : ফেনল
০ কোন পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় ?
উত্তর : পার্থেনােজেনেসিস
০ মেন্ডেল মটর গাছের কতগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
উত্তর : সাত জোড়া
০ আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ ?
উত্তর : কান
০ কম্পিউটারে বাইনারি সিস্টেম সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় ও সবচেয়ে ছােট রাশি দুটি কী ?
উত্তর : ১ ও ০
০ এশিয়ার প্রথম সাইক্লোট্রন যন্ত্র কে বসিয়েছিলেন ?
উত্তর : মেঘনাদ সাহা
০ বেথুয়াডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তর : নদিয়া ।
০ কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ?
উত্তর : মস্কোভা ।
০ বিশ্ব প্রাণি দিবস পালিত হয় কবে ?
উত্তর : ৪ অক্টোবর
০ বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায় ?
উত্তর : নাইট্রোজেন
০ ‘ গ্যামাক্সিন ’ কী ?
উত্তর : কীটনাশক
০ ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর : অ্যামােনিয়া
০ কম্পিউটার , মােবাইল বস্তুজাত বর্জ্যকে কী বলা হয় ?
উত্তর : ই – ওয়েস্টেজ
০ ‘ জিপসাম ’ – এর রাসায়নিক নাম কী ?
উত্তর : ক্যালশিয়াম সালফেটু
০ মার্ষের হাড় কোন কোন উপাদান দিয়ে তৈরি ?
উত্তর : ক্যালশিয়াম ও ফসফরাস
০ বিমানের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর : ট্যাকোমিটার
০ কাঁচা ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাস ?
উত্তর : ইথিলিন
০ ভিটামিন বি – ১২ – এ কোন ধাতু বর্তমান ?
উত্তর : কোবাল্ট
০ লুজুং কোন রাজ্যের উৎসব ?
উত্তর : অরুণাচল প্রদেশ
০ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কী ? *
উত্তর : লিভার ।
০ ফিনল্যান্ড – এর রাজধানীর নাম কী ?
উত্তর : হেলসিঙ্কি ( NOKIA )
০ মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হন কারা ?
উত্তর : ঋণগ্রহীতা
০ বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উত্তর : ২ ফেব্রুয়ারি
০ কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না ?
উত্তর : এবি
০ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্রেমিং কোন দেশের নাগরিক ছিলেন ?
উত্তর : স্কটল্যান্ড ।
০ পাখির মাধ্যমে ফুলে পরাগযােগ ঘটলে তাকে কী বলে ?
উত্তর : অরনিথােফিলি
০ উইলিয়াম কেরি কে ছিলেন ?
উত্তর : মিশনারি
০ ডিসকভারি অব ইন্ডিয়া ’ বইটি কার লেখা ?
উত্তর : জওহরলাল নেহরু
০ পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে ?
উত্তর : উপরাষ্ট্রপতি
০ হাতের লেখা বিশ্লেষণ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় ?
উত্তরঃ প্রাফোলজি
০ বিজয় হাজারে ট্রফি ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট ।
০ সারা ভারত কিষাণসভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : স্বামী সহজানন্দ সরস্বতী
০ তাসখন্দ কোন দেশের রাজধানী ?
উত্তর : উজবেকিস্তান
০ বাবরকে ভারতে কে আক্রমণ করেছিলেন ?
উত্তর : দৌলত খাঁ লােদি
০ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে হয়েছিলেন ?
উত্তর : সতীশচন্দ্র সামন্ত
০ শিবাজি উৎসবের সূচনা কে করেন ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক
০ পন্ডিচেরি – তে কাদের উপনিবেশ ছিল ?
উত্তর : ফরাসি
০ কী কারণে জাতীয় কংগ্রেসে চরমপন্থী দলের আত্মপ্রকাশ ঘটে ?
উত্তর : বঙ্গভঙ্গ
০ ১৮৮৪ থেকে ১৮৯৪ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড ল্যান্সডাউন
০ কোন বনাঞ্চল ভারতের বনভূমির সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে ?
উত্তর : ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী ।
০ বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তর : গিয়াসুদ্দিন মামুদ শাহ
০ হলওয়েল বর্ণিত ব্ল্যাক হােল ট্রাজেডি কার নামের সঙ্গে জড়িত ?
উত্তর : সিরাজদৌল্লা
০ ভিনেশ ফোগত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : কুস্তি
Language : Bengali
Size : 140.5 KB
No of Page : 8/8
Download Link : Click Here For Download
very very good content sir,
ধন্যবাদ
you are always ready to help to.
Nice
খুবই ভালো প্রশ্ন ধন্যবাদ
ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনার কাছ থেকে feedback পেয়ে খুব খুশি হলাম
২।জাতীয় প্রতীক ব্যবহারীর অধিকারি কে কে?
Pingback: WBP Constable main exam gk question in bengali – Studious
Good Explains
Thank You
Interesting blog post.
Thanks Vai. Onek Helpful Question.