হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের কাছে হাজির হলাম আরও একটি pdf তালিকা নিয়ে। আজকের আমাদের pdf তালিকা টি বানানো হয়েছে আরও নতুন গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ” ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি”। “ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি | ভারতের উপজাতি তালিকা pdf” বিষয় টি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন লক্ষ্য করা যায় বিভিন্ন প্রতিযোগিতা মূলক চাকরির পরীক্ষাতে। তাই চাকরির যেকোনো পরীক্ষার্থীর জন্য ” ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি” এই পিডিএফ টি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং জেনে নেওয়া যাক সকল তথ্য। pdf টি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম pdf পেতে আমাদের whatsapp/telegram channel এ যুক্ত হন।
ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতির তালিকা | State-wise list of Tribes in India
নম্বর | উপজাতির নাম | বসবাসের অঞ্চল |
---|---|---|
০১. | আভাের | আসাম , অরুণাচল প্রদেশ , মিজোরাম ইত্যাদি। |
০২. | আদিবাসী | ছত্তিশগড় |
০৩. | ভিল | মধ্যপ্রদেশ , রাজস্থান |
০৪. | ভােটিয়া | উত্তরাখণ্ড , সিকিম , পশ্চিমবঙ্গ |
০৫. | বীরহাের | মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড , ওড়িশা |
০৬. | গারাে, খাসি, জয়ন্তিয়া | মেঘালয় , আসাম , ত্রিপুরা |
০৭. | গােণ্ড | মধ্যপ্রদেশ , ঝাড়খণ্ড , অন্ধ্রপ্রদেশ , ওড়িশা |
০৮. | গুজ্জর | জম্মু ও কাশ্মীর , হিমাচল প্রদেশ |
০৯. | ইরুলা | তামিলনাড়ু |
১০. | জারােয়া, ডঙ্গি, শোম্পেন, সেন্টিনিলিস | আন্দামান ও নিকোবরদ্বীপ |
১১. | খােন্ত | ওড়িশা |
১২. | কোল | মধ্যপ্রদেশ , মহারাষ্ট্র |
১৩. | কোলাম | অন্ধ্রপ্রদেশ |
১৪. | কোটাস, টোডাস | নীলগিরি ( তামিলনাড়ু ) |
১৫. | কুকি | মণিপুর , আসাম , নাগাল্যান্ড , ত্রিপুরা |
১৬. | লেপচা | সিকিম |
১৭. | লুসাই | মিজোরাম , ত্রিপুরা |
১৮. | মুরিয়া | ছত্তিশগড় |
১৯. | মিকির, রাভি | আসাম |
২০. | মুণ্ডা | ঝাড়খণ্ড , পশ্চিমবঙ্গ , ওড়িশা , ত্রিপুরা , ছত্তিশগড় |
২১. | নাগা | নাগাল্যান্ড |
২২. | ওঁরাও | ঝাড়খণ্ড , ছত্তিশগড় , ওড়িশা , পশ্চিমবঙ্গ |
২৩. | সাঁওতাল | পশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড , ওড়িশা |
২৪. | বাদাগাস | নীলগিরি |
২৫. |
বৈগ |
মধ্যপ্রদেশ |
২৬. | চাকমা | ত্রিপুরা |
২৭. | চেলু | অন্ধ্রপ্রদেশ , ওড়িশা |
২৮. | গাছি | হিমাচল প্রদেশ |
২৯. | টোটো | পশ্চিমবঙ্গ |
৩০. | উরালিস | কেরালা |
▶ গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা PDF | Imporatant days and dates
▶ বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF
▶ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
▶ ভারতের উল্লেখযোগ্য গিরিপথের তালিকা Pdf
▶ ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রের নাম ও তাদের অবস্থান
▶ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা pdf
আশা করি বন্ধুরা post টি থেকে উপকৃত হলেন, পোস্ট টি আপনাদের ভাল লেগেছে। এই পোস্ট টি অবশ্যই Download করে নিন নিচের দেওয়া link টি থেকে। “ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি সম্পর্কিত এই পোস্ট টি ভাল লাগলে অবসশই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমাদের ফেসবুক, whatsapp, telegram channel এ join হতে ভুলবেন না। ধন্যবাদ
File Details:
Name: ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি | ভারতের উপজাতির তালিকা pdf
Size: 160 kb
Language: Bengali
Download: Click here to Download.
Pingback: ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf | List of Hydro Power Plants in India – Studious
Pingback: কে কোন খেলার সাথে যুক্ত - List of Famous Sport Personalities – Studious
Pingback: ভারতের হাইকোর্টের তালিকা PDF - List of High Courts of India – Studious