Skip to content

কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sport Personalities

কে কোন খেলার সাথে যুক্ত pdf

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ক্রিয়া ক্ষেত্রে ভারতের কিছু উল্লেখযোগ্য ব্যাক্তিগণের তালিকা অর্থাৎ কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sport Personalities in India । এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন ।

কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sport Personalities in India

খেলা সম্পর্কিত ব্যাক্তি
ফুটবল সুনীল ছেত্রি , প্রদীপ কুমার ব্যানার্জি , সুব্রত পাল , বাল্বান্ত সিং , গৌরামাঙ্গি সিং , মােহম্মদ সেলিম , ধানপাল
গনেশ , বাইচুন ভুটিয়া , সৈলেন মান্না , চুনি গােস্বামী , আনােয়ার আলি , রবিন সিং , শুভাশিষ রয় চৌধুরী ,
দেবজিত মজুমদার , গুরপিত সিং সান্ধু , নারায়ণ দাস , কৃষাণু দে , মহেশ গাওলি
ক্রিকেট শচীন তেন্ডুলকর , অনিল কুম্বলে , মহেন্দ্র সিং ধােনী , সুনীল গাভাস্কার , কাপিল দেব , নাভজোত সিং সিন্ধু ,
রাহুল দ্রাবিড় , হারবাজান সিং , বিরাট কোহলি , সৌরভ গাঙ্গুলি , রােহিত শর্মা , অজয় জাদেজা , বীরেন্দ্র
সেহবাগ , মহম্মদ আজাহারুদ্দিন , যুবরাজ , ভাংকাটেশ প্রসাদ , গৌতম গম্ভির , জাহির খান , আশ্বিন ,
শিখর ধাওয়ান , মনােজ প্রভাকর ।
হকি ধ্যান চাঁদ , ধানরাজ পিল্লায় , রাজপাল সিং , সারদারা সিং , অজিত পাল সিং , গুরবাজ সিং , মােহম্মদ সিং ,
গগন পাল সিং , শঙ্কর লক্ষন , সন্দিপ সিং , রঘুনাথ , ঋতু রানী , দিলিপ তিরকি , জাফার ইকবাল , এস কে
উথাপ্পা , বিরেন্দ্র লাকরা , অর্জুন হালাপ্পা , মান্দিপ সিং , দানিশ মুজতাবা , রানী রামপাল , দীপক ঠাকুর ,
ধারাম্বির সিং , ভরত ছেত্রি , পারগাত সিং ।
ব্যাডমিন্টন দীপঙ্কর ভট্টাচার্য্য , প্রকাশ পাডুকন , সমীর বর্ষা , চেতন আনন্দ , পুল্লেলা গােপিচাঁদ , অরুণ বিষ্ণু , জ্বালা
গুপ্ত , সাইনা নেহ্বাল , অজয় জয়রাম , অনুপস্রিধার , অপর্ণা পােপট , পারুপল্লি কাশ্যপ , পি . ভি . সিন্ধু ,
অশ্বিনী পন্নাপ্পা , লক্ষ্য সেন ।
কুস্তি সুশীল কুমার , সাক্ষী মালিক , ভিনেশ ফোগাত , ববিতা কুমার , অলকা তমার , দীপক পুনিয়া , সন্দিপ তমার ,
সম্বির কাদিয়ান , অমিত কুমার , সুভাষ বর্মা , লিলা রাম , গীতা ফোগাত ।
বক্সিং বিজেন্দ্র সিং , মেরি কম , বিকাশ কৃষাণ যাদব , অখিল কুমার , জিতেন্দর কুমার , সতিশ কুমার , মােহম্মদ
আলি কামার , পিঙ্কি রানী , দীনেশ কুমার ।
কবাডি অনুপ কুমার , রাহুল চৌধুরী , প্রদীপ নার্বাল , সুরেন্দ্রর নাদা , দীপক নিবাস হুদ্দা , মনজিত চিল্লার , অজয়
ঠাকুর , রাকেশ কুমার , নিতিন ঘুলে ।
দৌড় মিলখা সিং , অনিল কুমার প্রকাশ , ধরম্বির সিং , পি টি ঊষা , হিমা দাস , পিঙ্কি প্রামানিক ।
শুটার অভিনব বিন্দ্রা , বিজয় কুমার , হীনা সিন্ধু , সঞ্জীব রাজপুত , সমরেশ জাং , জাম্পাল রানা , রান্ধির সিং , রঞ্জন
সধি , অমকর সিং , জিতু রাই , গগন নারাং , অঞ্জলি ভােগাত , তেজস্বিনী সাওান্ত , আভনিত সিন্ধু , জয়দীপ
কর্মকার ।
গল্ফ অনির্বাণ লাহিড়ী , শিব কাপুর , রসিদ খান , শর্মিলা নিকোলেট , সুজ্জান সিং , হিম্মত রাই , জ্যথি রান্ধাবা ,
অর্জুন আত্বাল , গৌরব ঘেই ।
দাবা বিশ্বনাথ আনন্দ , অভিজিৎ গুপ্ত , তানিয়া সাচদেভ , গীতা নারায়ণ গােপাল , রামচন্দ্র রমেশ , হেতুল শাহ ,
রােহিণী খাদিল্কার , দর্পণ ইনানি , দিব্যেন্দু বারুয়া ।
ধনুরবিদ্যা দীপিকা কুমারী , জয়েন্ত তালুকদার , তরুনদ্বীপ রাই , লিম্বা রাম , লক্ষ্মীরানী মাঝি , অতনু দাস , শ্যাম লাল
মিনা , রজত চৌহান , রাহুল বন্দ্যোপাধ্যায় , অভিষেক বর্ষা , ডােলা বন্দ্যোপাধ্যায় , মঙ্গল সিং চাম্পিয়া ।
ওয়েট
লিফ্টিং
প্রতিমা কুমারী , গীতা রানী , সুধীর কুমার , মনিকা দেবী , মােহম্মদ আসদুল্লাহ , কুঞ্জরানি দেবী ।
সুইমিং শিখা টান্ডন , সজন প্রকাশ , সন্দিপ সেজ্বাল , সচিন নাগ , রেহান পঞ্চা , ভক্তি শর্মা , দীপা মালিক , বুলা
চৌধুরী , মিহির সেন ।
কার রেসিং নারাইন কারথিকেয়ান , আরমান ইব্রাহিম , করুণ চান্ধক ।
বিলিয়ার্ডস
ও স্নুকার
পঙ্কজ এডভানি , অশােক সান্দিল্যা , মাইকেল ফেররেইরা ।
জুডো মনােজিৎ সিং , দুশ্যান্ত চৌহান , বাজাং লাল তাখার ।
অ্যাথলেটিক্স অঞ্জু ববি জর্জ , অশ্বিনী নাচাপ্পা , জ্যোতির্ময়ী সিকদার , মিলখা সিং , জিনসন জনসন , গুরমিত সিং ,
নীরজ চোপড়া , স্বপ্না বর্মন , ইন্দরজিৎ সিং ( শটপুট ) , ধরমবীর সিং , পি টি উষা , মনোপ্রীত কৌর , অন্নু রানী
( জ্যাভলিন ) , টিন্টু লুকা , কবিতা রামদাস , স্বপ্না পুনিয়া , হিমা দাস , কৃষ্ণা পুনিয়া , বিকাশ গৌড়া ( ডিসকাস
শটপুট ) , সীমা পুনিয়া ( ডিসকাস ) , অংকুর ধামা , মুহাম্মাদ আনাস , আরােকিয়া রাজীব ।
জিমনাস্টিক দীপা কর্মকার , অরুণা বুডডা রেড্ডি , আশীষ কুমার , অনন্যা গারিকিপতি , প্রণতি নায়ক , দেবযানী সামন্ত ,
শেফালী মৌলিক ।
পর্বতারোহী সত্যরূপ বলবন্ত , অরুনিমা সিনহা , ভুপেশ কুমার , হরিশ কাপাডিয়া , কুশং দরজি শেরপা , মালাবাথ পূর্ণা ,
মােহন সিং কোহলি , সন্তোষ যাদব , তাশি ও নুংশি মালিক , অসীম মুখােপাধ্যায় , সুদীপ্ত সেনগুপ্ত , গুরুদয়াল
সিং , মনদীপ সিং সাইন , কৃষ্ণা পাটিল , ছন্দা গায়েন ।
উশু নাওরেম রোশিবিনা দেবী , সন্তোষ কুমার , সূর্য ভানু প্রতাপ সিং , নারিন্দার গেরােয়াল , প্রদীপ কুমার , পূজা
তােমার , এল বুধচন্দ্র সিং , সানাথৈ দেবী , উচিত শর্মা ।
ভারোত্তোলন সতিশ সিভলিঙ্গম , বিকাশ ঠাকুর , গুরদ্বীপ সিং , প্রদ্বীপ সিং , কতুলু রবি কুমার , রাগালা ভেঙ্গকট রাহুল ,
দীপক লাথের , কুঞ্জরানী দেবী , কর্ণম মালেশ্বরী , সাঁইখােম মীরাবাই চানু , ভারতী সিং , খুমুকচম সঞ্জিতা
চানু , সন্তোষী মাতসা , জেরেমি লালরিনুংগা , স্বাতী সিং , পুনম যাদব , কবিতা দেবী , সুখেন দে , গণেশ
মালি , সতীশ শিবলিঙ্গম ।
কে কোন খেলার সাথে যুক্ত

 

আরও পড়ুন ………………

বিভিন্ন খেলার ট্রফি ও কাপ – Sports Cups and Trophies list PDF
▶বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ – List of Terms are Used in Sports
▶ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি | ভারতের উপজাতির তালিকা pdf
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf | List of Hydro Power Plants in India
দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
ভারতের রাজ্য ও রাজধানীর নাম এর তালিকা পিডিএফ
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf

সুতরাং বন্ধুরা আমাদের এই ” কে কোন খেলার সাথে যুক্ত / ভারতের বিভিন্ন খেলার সাথে যুক্ত ব্যক্তিগণ ” pdf টি ভলো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভবিষ্যতে এই রকম আরও pdf পেতে whatsapp বা telegram channel এ join হতে ভুলবেন না। ধন্যবাদ।

FILE DETAILS :

Name : কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sports Personalities
Language : Bengali
Size : 271 KB
No of Page : 2/2
Download Link : Click Here to Download

Share this

Related Posts

Comment us

1 thought on “কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sport Personalities”

  1. Pingback: ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page