Skip to content

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ – List of Terms are Used in Sports

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ সমূহ – List of Terms are Used in Sports pdf in Bengali যেটির মধ্যে সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ সমূহ – List of Terms are Used in Sports pdf in Bengali

খেলা শব্দসমূহ
ফুটবল ব্যাক হিল , ব্যানানা কিক , বাইসাইকেল কিক , কর্নার কিক , চিপ , ডিফেন্ডার , ড্রিবলিং , ড্রপ কিক , ডামি
রান , ফাউল , ফ্রি কিক , গােল লাইন , গােল কিক , হেডার , হ্যাটট্রিক , ইনডিরেক্ট ফ্রি কিক , ম্যান টু ম্যান
মার্কিং , মিডফিল্ডার , অফসাইড , ওয়ান টাচ পাস , রেড কার্ড , চতুর্থ রেফারি , স্লাইডিং ট্যাকল , স্ট্রাইকার ,
সুইপার , সেট পিস , সাডেন ডেথ , থ্রো ইন , টো পােক , ট্র্যাপিং দ্য বল , উইঙ্গার , পুলিশ ম্যান , ফিস্ট , অ্যাবে
ইত্যাদি
হকি 16 ইয়ার্ড হিট , অ্যাডভান্সিং , বুলি , ক্যারি , ড্রিবল , ড্রাইভ , ড্র্যাগ , ডি শুটিং সার্কল , ফ্ল্যাগরাস্ট ফাউল ,
ফ্লিক , ফ্রি হিট , গােল লাইন , পেনাল্টি স্ট্রোক , পেনাল্টি কর্নার , পুশ , রেইজড বল , রােল ইন , স্কুপ ,
সাইড ইন , সাইড লাইন , স্ট্রাইকিং সার্কল , ট্যাকল , আন্ডার কাটিং , শর্ট কর্নার ইনফ্রিজমেন্ট ইত্যাদি
টেনিস অ্যাঙ্গেল গেম , ব্যাকহ্যান্ড , ব্যাকস্পিন , বেসলাইন , ব্রেক পয়েন্ট , ক্ৰস কোর্ট , ডাবল ফল্ট , ডিউস , ডিউস
কোর্ট , ড্রপ শট , ডেড রাবার , ফোরকোর্ট , ফোরহ্যান্ড , ফুটফল্ট , ফল্ট , গ্রাউন্ড স্ট্রোক , গ্র্যান্ড স্লাম , লব ,
লেট , লাভ , ম্যাচ পয়েন্ট , নেট কর্ড জার্জ , র‍্যালি, সার্ভ , স্টান্স , সেট পয়েন্ট , টপ স্পিন , আন্ডার স্পিন ,
আনফোর্সড এরর , ক্লে কোর্ট , কিল ইত্যাদি
টেবিল টেনিস ব্যাকহ্যান্ড , ব্যাকম্পিন , ব্লেড , ব্লক , চপ , কাউন্টার হিটিং , ক্রস কোর্ট , ডেড , ডিপ , ডাউন দ্য লাইন , এন্ড
লাইন , ড্রপ শট , ফ্ল্যাট হিট , ফ্লিক , ফোরহ্যান্ড , গেম , গেম পয়েন্ট , হিটার , লুপার , পেন হােল্ডার গ্রিপ ,
পিপস , পিপস আউট , পুশ , র‍্যাকেট , রিসিভ , সার্ভ , স্পিন , সাইডস্পিন , সার্ভিস , শেকহ্যান্ড , স্ম্যাশ ,
স্ট্রোক , টপ স্পিন , টুইডল , টোয়াইল ইত্যাদি
বাস্কেটবল অ্যালে-উপ , চেরি পিকিং , ডাঙ্ক , ডাবল , ফ্রন্ট কোর্ট , ফাস্ট ব্রেক , ফুল-কোর্ট প্রেস , ফিল্ড গােল , লে আপ ,
পিভট , রিবাউন্ড , হেল্ড বল , পিক অ্যান্ড রােল , পােস্টিং আপ , রান-অ্যান্ড-গান , স্টিল , ট্রিপল থ্রো ,
টিপইন , ট্রাপ থ্রো ইত্যাদি
ব্যাডমিন্টন ব্যাককোর্ট , ব্যাকহ্যান্ড , বেস পজিশন , ক্যারি , ড্রপ , ড্রপশট , ড্রাইভ , ফোরহ্যান্ড , ফেন্ট , ফোরকোর্ট ,
ক্লিক , শাটল কক , হেয়ারপিন নেট শট , লেট , কিল , র‍্যালি , পুশ শট , স্ম্যাশ , উড শট , লং সার্ভ ইত্যাদি
সাঁতার বডি রােল , বাটারফ্লাই , গ্লাইড , ক্ৰল , ব্রেস্টস্ট্রোকস , ফ্রিস্টাইল , ডলফিন কিক , আন্ডার ওয়াটার সুইমিং ,
স্প্রিং , টাম্বল টার্নস , বাের্ড ডাইভিং ইত্যাদি
গল্ফ অ্যালব্যাট্রস , অ্যাপ্রােচ শট , ব্যাকম্পিন , ব্যাক সুইং , বার্ডি , বােগি , বাঙ্কার , ক্যাডি , কনডাের , কোর্স ,
কাট , হােল , ডর্মি , ডবল বােগি , ডবল ইগল , ড্রাইভ , ইগল , ফোরসাম , ফ্ল্যাগস্টিক , ফেয়ারওয়ে , হােল
ইন ওয়ান , লাই , লিঙ্কস , মুলিগান , নিবলিক , পার , পি জি এ , পুট , রাফ , টি , টেম্পাে , পিভট , গ্রিড ,
নিবলিক ইত্যাদি
দাবা বিশপ , বাইন্ড , ক্যাসলিং , চেক , চেকমেট , ডিকয় , ডেসপেরাডাে , ফ্ল্যাঙ্ক , ফর্ক , গ্যামবিট , কিং , কুইন ,
নাইট , পন , রুক , স্টেলমেট , ক্যাসেল ইত্যাদি
ঘোড়দৌড় ডেড হিট , ড্রাইভিং , গেইট , হাং , জকি , পান্ট , পান্টার , রাফি , স্টিলচেজ , স্টিক , ইয়াংকি ইত্যাদি
বিলিয়ার্ডস ক্যানন , চক , কলার , ক্রিপ , কিউ , ডেড , ডাক , হ্যাজার্ড , জিগার , জেনি , বল্ক , ওভারকাট , পিন ,
পট , পিরামিড , র‍্যাক , স্কিটল , স্পাইডার , স্প্লিট , স্পট স্ট্রিং , ব্রিজ , বাউ , কিউবল , ইনবাল্ক ইত্যাদি
ক্রিকেট আর্ম বল , বাউন্সার , ডাক , ইয়র্কার , কভার পয়েন্ট , কভার ড্রাইভ , গুগলি , ফুলাে অন , আউটসুইং ,
ইনসুইং , হক আই , বােলিং , স্টোন ওয়ালিং , ফিল্ডিং , নাে বল , মেডেন ওভার , ক্রিজ , বাই , সিলি
পয়েন্ট , গালি , অফস্পিন , লেগস্পিন , লেগ ব্রেক , ওয়াইড , লেগ বাই , বাউন্ডারি , ওভার বাউন্ডারি ,
লং অন , লং অফ , এল বি ডব্লিউ , বােল্ড , ক্যাচ , নেলসন , চায়নাম্যান , ফ্লিক , পয়েন্ট সুইপ , স্কোয়ার
কাট , স্কোয়ার ড্রাইভ , রিভার্স সুইং ইত্যাদি
ব্রিজ হার্টস , ডায়মন্ডস , ক্লাবস , স্পেডস , ডামি , গ্র্যান্ড স্লাম , লিটল স্লাম , নাে ট্রাম্প , ট্রাম্প , শিকেন , ফিনিস ,
রাফ্ট , বিড , স্যুট , ভ্যালু , পাস , ভালনারেবল , রিভােক , রাবার , ডিলার ইত্যাদি
শুটিং ব্যাগ , মার্কস ম্যানশিপ , বুলস আই , মাজল , প্লাস , এয়ার পিস্তল , কাট্রিজ , ক্লে টার্গেট , নিলিং , প্রােন ,
স্কিট , ট্র্যাপ , ক্যালিবার ইত্যাদি
পোলো বাঙ্কার , হ্যান্ডিকাপ , চাকার , ম্যালেট ইত্যাদি
ভলিবল ব্লকিং , ডাবলিং , হােল্ডিং , ব্যাক জোন , পাসিং , সেন্টার লাইন , স্পাইকিং , স্ম্যাশ , ডিগপাস , সুইচ , পেটবল
, বুস্টার ইত্যাদি
বক্সিং কাট , হুক , জ্যাব , সেকেন্ডস আউট , র‍্যাবিট পাঞ , নক আউট , কিডনি পাঞ্চ , ভলবাে পাঞ্চ , রিংমাস্টার ,
আপারকাঠ , হ্যাংতান , রাউন্ড , রিংক্রাক্ট ইত্যাদি
ভারোত্তোলন টু হ্যান্ড , মিলিটারি প্রেস , স্ন্যাচ , ক্লিন অ্যান্ড জার্ক , বেঞ্চ প্রেস ইত্যাদি
কুস্তি পিন ডাউন , ল্যান্ডলক , ফ্রিস্টাইল , হাফ , নেলসন , ফ্লাই ওয়েট , হিভ , ক্যাচ-অ্যাস-ক্যাচ-ক্যান , গ্রিকো-
রােমান , রিফার্জ ইত্যাদি
সাইক্লিং বাঞ্চ , ম্যাডিসন রিলে , পারসুইট , অ্যাসলং ব্রেক , সুসেট প্রভৃতি ।
বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ


আরও পড়ুন ………………

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf | List of Hydro Power Plants in India
দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
ভারতের রাজ্য ও রাজধানীর নাম এর তালিকা পিডিএফ
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf


Related Questions

প্রশ্ন: জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: বক্সিং

প্রশ্ন: টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: গল্ফ

প্রশ্ন: বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: দাবা

প্রশ্ন: সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: ক্রিকেট

প্রশ্ন: বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর: সাঁতার

বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ” তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ। বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই বিষয় টি লক্ষ্য করা যায়। তাই আপনাদের সামনে তুলে ধরেছি “বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ” তালিকাটির একটি pdf। সুতরাং দেরি না করে download করে নিন এই file টি।

FILE DETAILS :

Name : বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ – List of Terms are Used in Sports pdf in Bengali
Language : Bengali
Size :  225 KB
No of Page : 2 /2 
Download Link : Click Here For Download






Share this

Related Posts

Comment us

2 thoughts on “বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ – List of Terms are Used in Sports”

  1. Pingback: ভারতের হাইকোর্টের তালিকা PDF - List of High Courts of India – Studious

  2. Pingback: ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in Bengali – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page