নমস্কার প্রিয় পাঠকেরা, আজকের এই পোস্টটির মাঝে রয়েছে সামনে আসা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার জন্য MCQ Questions and Answers যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে।
MCQ Questions and Answers | GK Practice Set
1. বীরবল কোন লেখকের ছদ্মনাম ?
( a ) কেদারনাথ ব্যানার্জী
( b ) নলিনীকান্ত সরকার
( c ) প্রমথ চৌধুরী
( d ) শিবরাম চক্রবর্তী
2. শক্তির একক কি ?
( a ) ওয়াট
( b ) ভােল্ট
( c ) ডাইন
( d ) জুল
3. নােবল পুরস্কার যার নামে শুরু হয়েছিল সেই আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন ?
( a ) টেলিফোন
( b ) ডিনামাইট
( c ) নিরাপত্তারােধক বাতি
( d ) উড়ােজাহাজ
4. নীচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয় ?
( a ) থাইরয়েড গ্রন্থি
( b ) অ্যাড্রেনাল গ্রন্থি
( c ) লালাগ্রন্থি
( d ) পিটুইটারি গ্রন্থি
5. কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চের নাম কি ?
( a ) কালিকা থিয়েটার
( b ) মিনার্ভা থিয়েটার
( c ) স্টার থিয়েটার
( d ) বেঙ্গল থিয়েটার
6. কানহা ন্যাশানাল পার্ক কোথায় অবস্থিত ?
( a ) রাজস্থান
( b ) হিমাচলপ্রদেশ
( c ) উত্তরপ্রদেশ
( d ) মধ্যপ্রদেশ
7. CSO- এর পুরাে নাম কি ?
( a ) চিফ স্ট্যাটিসটিক্যাল অরগান
( b ) কোল সলিউশন অর্গানাইজেশন
( c ) সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশন
( d ) সেন্ট্রাল স্টেট অর্গানাইজেশন
8. অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন কে ?
( a ) মুখ্যমন্ত্রী
( b ) স্পীকার
( c ) রাজ্যপাল
( d ) উপ-মুখ্যমন্ত্রী
9. সবচেয়ে লম্বা জীবিত প্রাণী কোনটি ?
( a ) উট
( b ) অ্যান্টিলােপ
( c ) নীলগাই
( d ) জিরাফ
10. শিকারী কালকেতু এই চিত্রটির ( জলরং এর ) অঙ্কন শিল্পী কে ?
( a ) অবনীন্দ্রনাথ ঠাকুর
( b ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
( c ) গণেন্দ্রনাথ ঠাকুর
( d ) রবীন্দ্রনাথ ঠাকুর
পড়তে থাকুন………….. MCQ Questions and Answers
11. Risical এটি কী জাতীয় সফটওয়্যার ?
( a ) ডাটাবেস
( b ) স্প্রেডশিট
( c ) ক্যাড
( d ) কোনােটিই নয়
12. কুকি , আঙ্গামি ভারতের কোন অঞ্চলের উপজাতি ?
( a ) নাগাল্যান্ড
( b ) মণিপুর
( c ) মিজোরাম
( d ) আসাম
13. চারমিনার কোথায় অবস্থিত ?
( a ) দিল্লী
( b ) বিজাপুর
( c ) হায়দ্রাবাদ
( d ) কোনােটাই নয়
14. জাড্ডা লােকনৃত্যের সঙ্গে যুক্ত কোন রাজ্য ?
( a ) পাঞ্জাব
( b ) অসম
( c ) গুজরাট
( d ) হিমাচল প্রদেশ
15. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ?
( a ) ইন্দোনেশিয়া
( b ) জাপান
( c ) ভুটান
( d ) থাইল্যান্ড
16. সিপাহী বিদ্রোহ হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়ে ?
( a ) এলেনবরা
( b ) হার্ডিঞ্জ
( c ) ডালহৌসি
( d ) ক্যানিং
17. ইরানের পার্লামেন্টের নাম কী ?
( a ) নেসেট
( b ) মজিলিস
( c ) ডায়েট
( d ) বােরসেট
18. বিশ্ব জল দিবস পালিত হয় কোন তারিখে ?
( a ) 25 মার্চ
( b ) 22 মার্চ
( c ) 18 এপ্রিল
( d ) 25 এপ্রিল
19. ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
( a ) অসম
( b ) মণিপুর
( c ) মেঘালয়
( d ) পশ্চিমবঙ্গ
20. ভারতীয় রেলের ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
( a ) বারাণসী ( উত্তরপ্রদেশ )
( b ) এলাহাবাদ ( উত্তরপ্রদেশ )
( c ) চেন্নাই ( তামিলনাড়ু )
( d ) ছাপড়া ( বিহার )
21. ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত ?
( a ) নাসিক
( b ) সেকেন্দ্রাবাদ
( c ) নাগপুর
( d ) পুণে
22. 2016 সালের জানুয়ারি মাসে সেন্ট্রাল বাের্ড অফ ডাইরেক্ট ট্যাক্স ( CBDT ) -এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?
( a ) গুন্টার বুশেক
( b ) অতুলেশ জিন্দাল
( c ) ক্রিস্টিন ল্যাগার্দে
( d ) এদের কেউই নন
23. কে 2016 সালে সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন ?
( a ) R.B.I- এর গভর্নর রঘুরাম রাজন
( b ) S.B.I- এর চেয়ারম্যান মধুরিমা ভট্টাচার্য
( c ) U.B.I- এর চেয়ারম্যান এম . কে . শর্মা
( d ) এদের কেউই নন
24. 2016 সালের ২৬ শে জানুয়ারি শ্রীমতী প্রতিভা প্রহ্লাদ কোন বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ?
( a ) লােকনৃত্য
( b ) উচ্চাঙ্গ নৃত্য
( c ) কণ্ঠসঙ্গীত
( d ) ফটোগ্রাফি
25. 2016 সালের ২৬ শে জানুয়ারি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন শ্রীরাম ভি . সুতার- তার কোন কীর্তির জন্য ?
( a ) স্থাপত্য ভাস্কর্য
( b ) থিয়েটার শিল্প
( c ) সাহিত্য ও শিক্ষা
( d ) নেপথ্য গায়ক
26. রাজ্যসভায় রাজ্যগুলির প্রতিনিধি সংখ্যা কীভাবে ধার্য করা হয় ?
( a ) জনসংখ্যা অনুসারে
( b ) আয়তন ও জনসংখ্যা অনুসারে
( c ) সব রাজ্যগুলির সমান অধিকারের ভিত্তিতে
( d ) আয়তন অনুসারে
27. নিম্নের কোন নদীটির মােহনায় ব – দ্বীপ নেই ?
( a ) মহানদী
( b ) গােদাবরী
( c ) তাপ্তী
( d ) গঙ্গা
28. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় ?
( a ) 1690
( b ) 1695
( c ) 1700
( d ) 1704
29. পৃথিবীর সর্ববৃহৎ ডাইনােসর প্রজাতির অস্থি কোথায় পাওয়া যায় ?
( a ) তাইপেই
( b ) ডাকোটা
( c ) সিঙ্গাপুর
( d ) পটগােনিয়া
30. পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর বেগ হবে কত ?
( a ) 100 cm / s
( b ) 32.4 cm / s
( c ) 100 m / s
( d ) শূন্য
31. ভারী জলের সংকেত কত ?
( a ) H2O
( b ) H2O2
( c ) (H2O)2
( d ) D2O
32. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বন্দরটি হল—
( a ) লন্ডন
( b ) নিউইয়র্ক
( c ) শিকাগাে
( d ) সাঙ্গহাই
33. কৃষ্ণ গহ্বর কাকে বলে ?
( a ) এক প্রকার উল্কা
( b ) মহাকাশের শূন্যস্থান
( c ) মুমূর্য নক্ষত্র
( d ) সূর্যের কলঙ্ক
34. বিরসা মুণ্ডা বিমানবন্দরটি কোথায় অবস্থিত ?
( a ) রাঁচী
( b ) হায়দরাবাদ
( c ) গুজরাট
( d ) কেরালা
35. ‘ আঙ্কল টমস কেবিন ’ পুস্তকের রচয়িতা কে ?
( a ) জর্জ ইলিয়ট
( b ) এইচ বি মেটা
( c ) হ্যারিয়েট স্টো
( d ) আপ্টন সিনক্লেয়ার
36. বাস্তুতন্ত্রে বিয়ােজক হল —
( a ) ব্যাকটেরিয়া
( b ) প্রােটোজোয়া
( c ) শৈবাল
( d ) ছত্রাক
37. দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত ?
( a ) ওড়িশায়
( b ) রাজস্থানে
( c ) মহারাষ্ট্রে
( d ) কর্নাটকে
38. The Dying Swan কীসের নাম ?
( a ) ব্যালে নাচ
( b ) তৈলচিত্র
( c ) উপন্যাস
( d ) কোনােটিই নয়
39. সপুষ্পক উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে সৃষ্টি হয়, সেটি হল —
( a ) অস্থানিক মুকুল
( b ) কাণ্ড
( c ) মূল
( d ) কোনােটিই নয়
40. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী ?
( a ) প্রমিলা দেবী
( b ) মহসীনা কিদোয়াই
( c ) ফতেমা বিবি
( d ) রুমা পাল
পড়তে থাকুন…………..
⬔ MCQ Questions and Answers
◪ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
◪ ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF – Famous Slogans of India in Bengali PDF
◪ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
◪ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
◪ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
◪ আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
◪ ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF
◪ ভারতের বিভিন্ন গবেষণাগারের তালিকা PDF- List Of Research Institutes In India PDF In Bengali
41. রাজ্যসভার স্পীকার তার পদত্যাগ পত্র কাকে জমা দেবেন ?
( a ) রাজ্যসভার চেয়ারম্যান
( b ) ডেপুটি স্পীকার
( c ) প্রধানমন্ত্রী
( d ) ক্যাবিনেট সচিব
42. Three – D ছবি আসে কার দ্বারা ?
( a ) স্টিরিওস্কোপ
( b ) বাইনােকুলার
( c ) পিনহােল ক্যামেরা
( d ) কোনােটিই নয়
43. E = mc2 কাজে লাগিয়ে কী আবিষ্কৃত হয়েছে ?
( a ) গ্যাস বেলুন
( b ) পারমাণবিক বােমা
( c ) গ্যাসের সূত্র
( d ) পদার্থের জাড্য ধর্ম
44. ওস্তাদ আল্লারাখা কোন ঘরানার শিল্পী ?
( a ) পাঞ্জাব ঘরানা
( b ) আগ্রা ঘরানা
( c ) পাতিয়ালা ঘরানা
( d ) লখনউ ঘরানা
45. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
( a ) পাঁচ বছরের জন্য
( b ) ছয় বছরের জন্য
( c ) সাত বছরের জন্য
( d ) চার বছরের জন্য
46. লেবুতে কী ধরনের অ্যাসিড থাকে ?
( a ) ম্যালিক অ্যাসিড
( b ) সাইট্রিক অ্যাসিড
( c ) ল্যাকটিক অ্যাসিড
( d ) টারটারিক অ্যাসিড
47. হীরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ—
( a ) অতিরিক্ত স্বচ্ছতা
( b ) অধিক প্রতিসরাঙ্ক
( c ) অভ্যন্তরীণ গঠন
( d ) অত্যধিক কাঠিন্য
48. একটি পেণ্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকালের কী পরিবর্তন হয় ?
( a ) বেড়ে যায়
( b ) অর্ধেক হয়
( c ) দ্বিগুণ হয়
( d ) কমে যায়
49. সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে ?
( a ) স্নেহজাতীয়
( b ) কার্বোহাইড্রেট
( c ) লবণ
( d ) প্রােটিন
50. ‘ হরিজন ’ পত্রিকার প্রকাশক কে ?
( a ) মহাত্মা গান্ধী
( b ) বি আর আম্বেদকর
( c ) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
( d ) এদের কেউ নন
আরও পড়ুন:
♦ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
♦ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
♦ ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
51. কোন কমিটির সুপারিশে ভারত সরকার কৃষিপণ্য মূল্য কমিশন নিয়ােগ করে ?
( a ) চেলিয়া কমিটি
( b ) রাজ কমিটি
( c ) ঝা কমিটি
( d ) চক্রবর্তী কমিটি
52. ‘ ফলকেটিং ’ কোন দেশের পার্লামেন্টের নাম ?
( a ) সুইজারল্যান্ড
( b ) ডেনমার্ক
( c ) ইথিওপিয়া
( d ) ইজরায়েল
53. রাষ্ট্রে জরুরী অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
( a ) 352
( b ) 360
( c ) 352-360
( d ) 356
54. জাপানের মুদ্রার নাম কী ?
( a ) দিনার
( b ) ডলার
( c ) ইয়েন
( d ) পাউন্ড
55. ‘ ডেথ অফ এ সিটি ’- কার লেখা ?
( a ) অমৃতা প্রিতম
( b ) নীরদ সি চৌধুরী
( c ) এডওয়ার্ড গিবন
( d ) উইলিয়াম শেক্সপীয়র
56. রােধ থার্মোমিটারে কী ব্যবহৃত হয় ?
( a ) লৌহ
( b ) তামা
( c ) রূপা
( d ) প্লাটিনাম
57. যে নদীর ওপর , পাঞ্চেত বাঁধ আছে, তার নাম কী /—
( a ) কাবেরী
( b ) দামােদর
( c ) মহানদী
( d ) গঙ্গা
58. কিলােওয়াট আওয়ার কীসের একক ?
( a ) পাওয়ার
( b ) মােমেন্টাম
( c ) ফোর্স
( d ) এনার্জি
59. পিকনােমিটর কী মাপক যন্ত্র ?
( a ) তড়িৎশক্তি মাপক যন্ত্র
( b ) রক্তচাপ মাপক যন্ত্র
( c ) তরলের ঘনত্ব নির্ণায়ক
( d ) কোনােটিই নয়
60. কোন ধাতর মৌলটি উদ্ভিদের ক্লোরােফিল অণু গঠনে প্রয়ােজন ?
( a ) লােহা
( b ) ক্যালশিয়াম
( c ) তামা
( d ) ম্যাগনেশিয়াম
61. লেন্সের পাওয়ারের এস .আই. একক কী ?
( a ) মিটার
( b ) ডায়প্টার
( c ) মিটার / সেকেন্ড
( d ) কোনােটিই নয়
62. নীচের কোনটি অবিভাজ্য ?
( a ) ফোটন
( b ) নিউক্লিয়াস
( c ) এটম
( d ) প্রােটন
63. ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
( a ) সবুজ গ্রন্থি
( b ) কঙ্কাল গ্রন্থি
( c ) নেফ্রিডিয়া
( d ) ফ্লেম কোষ
64. ফোটন অ্যাসবেসটস – এর একটি উপাদানের নাম লেখ ?
( a ) আয়রন
( b ) অ্যান্টিমনি
( c ) সিলিকন
( d ) অ্যালুমিনিয়াম
65. আইনস্টাইনের E = MC2 সমীকরণে ‘ C ‘ বলতে কাকে বােঝাচ্ছে ?
( a ) ধ্রুবক
( b ) শব্দের গতি
( c ) আলােক রশ্মির দৈর্ঘ্য
( d ) আলাের গতি
66. বানান সম্পর্কিত বিদ্যাটি কী নামে পরিচিত ?
( a ) অর্থোগ্রাফি
( b ) মর্ফোলজি
( c ) সেলিটোলজি
( d ) ফিলােলজি
67. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনা করেছিলেন ?
( a ) অনিলা দেবী
( b ) পরশুরাম
( c ) ভানুসিংহ
( d ) কোনােটিই নয়
68. 2016 সালের জানুয়ারি মাসে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ ( SAFF ) চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ?
( a ) ভারত
( b ) নেপাল
( c ) শ্রীলঙ্কা
( d ) মালদ্বীপ
69. গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ভারতের কোন শহরে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে ?
( a ) নাগপুর
( b ) এলাহাবাদ
( c ) বােম্বে
( d ) জয়পুর
70. ভারতীয় রেলে প্রথম কম্পিউটারের সূচনা হয় কোন শহরে ?
( a ) নতুন দিল্লি
( b ) কলকাতা
( c ) পাতিয়ালা
( d ) চেন্নাই
71. ‘ বন্দিপুর ন্যাশনাল পার্ক ’ কোন রাজ্যে অবস্থিত ?
( a ) কেরালা
( b ) কর্ণাটক
( c ) গুজরাট
( d ) মধ্যপ্রদেশ
72. 15 জানুয়ারি 2016 চেন্নাইয়ে অনুষ্ঠিত ভারত ও জাপানের যৌথ নৌ – মহড়ার নাম কী ?
( a ) সহযােগ কাইজিন- 2016
( b ) স্কিল ট্রেইনিং প্রােগ্রাম অফ ইয়ুথ
( c ) অ্যাসট্রোনমিক্যাল ট্রেনি
( d ) কোনােটিই নয়
73. বিশ্ব বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
( a ) 10 অক্টোবর
( b ) 10 নভেম্বর
( c ) ৪ নভেম্বর
( d ) 12 ডিসেম্বর
74. 2015 বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করেছে ?
( a ) হান্স ভেস্টবার্গ
( b ) স্টুয়ার্ট বিংহাম
( c ) ঝুয়া জিনটা
( d ) ইগাের ইভানভ
75. 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
( a ) রাশিয়া
( b ) কানাডা
( c ) দক্ষিণ কোরিয়া
( d ) ব্রাজিল
76. ‘ কাদম্বরী ’ – র রচয়িতা হলেন
( a ) ক্ষেমেন্দ্র
( b ) কলহন
( c ) ভবভূতি
( d ) বাণভট্ট
77. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন
( a ) কৌটিল্য
( b ) নচিকেতা
( c ) চরক
( d ) জীবক
78 , রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
( a ) মহেঞ্জোদরাে
( b ) সুকতাজেনদোর
( c ) কালিবঙ্গান
( d ) লােথাল
79. মগধের কোন্ শাসক ‘ সেনিয়া ‘ নামে পরিচিত ছিলেন ?
( a ) বিম্বিসার
( b ) অজাতশত্রু
( c ) মহাপদ্ম নন্দ
( d ) চন্দ্রগুপ্ত মৌর্য
80. কে ‘ অষ্টাদিগ্গজ ’ গােষ্ঠীর পৃষ্ঠপােষক ছিলেন ?
( a ) প্রথম দেবরায়
( b ) দ্বিতীয় দেবরায়
( c ) বীর নরসিংহ
( d ) কৃষ্ণদেব রায়
81. মৌর্যশাসক , যিনি তাঁর আদেশলিপিগুলিতে ‘ পিয়দসি ’ নামের ব্যবহার করতেন তার নাম কী ?
( a ) বিম্বিসার
( b ) অশােক
( c ) চন্দ্রগুপ্ত
( d ) বৃহদ্রথ
82. চিনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যাঁর শাসনকালে ; তিনি হলেন
( a ) সমুদ্রগুপ্ত
( b ) অশােক
( c ) হর্ষবর্ধন
( d ) প্রথম কুলােতুঙ্গ করতেন
83. ‘ সুল – ই – কুল ’ নীতিটি কে প্রবর্তন করেন ?
( a ) আকবর
( b ) ঔরঙ্গজেব
( c ) জাহান্দার শাহ
( d ) মহম্মদ শাহ
84. কে রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল ?
( a ) কাছােয়া
( b ) শিশােদিয়া
( c ) সােলাঙ্কি
( d ) পরামর
85. ‘ রজমনামা ’ যে গ্রন্থটির ফারসি অনুবাদ , সেটি ছিল —
( a ) উপনিষদ
( b ) রামায়ণ
( c ) গীতা
( d ) মহাভারত
86. ‘ নীলদর্পণ ’ – এর রচয়িতা হলেন —
( a ) রবীন্দ্রনাথ ঠাকুর
( b ) দীনবন্ধু মিত্র
( c ) গিরিশ চন্দ্র ঘােষ
( d ) বিপিন চন্দ্র পাল
87. মুন্ডা বিদ্রোহ ( উলগুলান ) -এর নেতৃত্ব দেন কে ?
( a ) সিধাে
( b ) বিরসা
( c ) বাপট
( d ) কোরা মাল্লা
88. ‘ সতী ’ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল —
( a ) 1795
( b ) 1800
( c ) 1829
( d ) 1858
89. জাতীয়তাবাদী সংগঠন ‘ পুনা সার্বজনিক সভা ’ প্রতিষ্ঠিত হয় যে বছরে , সেটি হল —
( a ) 1870
( b ) 1885
( c ) 1890
( d ) 1900
90. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয় , সেটি হল —
( a ) কলকাতা
( b ) বােম্বাই
( c ) মাদ্রাজ
( d ) এলাহাবাদ
91. যে ভাইসরয় তিব্বতে ইয়াংহাসব্যান্ড মিশন পাঠান , তিনি হলেন —
( a ) রিপন
( b ) লিটন
( c ) মেয়য়া
( d ) কার্জন
92. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ?
( a ) বি জি তিলক
( b ) এন এম লােখান্ডি
( c ) এম কে গান্ধি
( d ) বি আর আম্বেদকর
93. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে , সেটি ছিল —
( a ) অযােধ্যা
( b ) কাশ্মীর
( c ) ত্রিবাঙ্কুর
( d ) মহীশূর
94. কোন্ ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত ?
( a ) সুমিত সরকার
( b ) যদুনাথ সরকার
( c ) সুশােভন চন্দ্র সরকার
( d ) এস গােপাল
95. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
( a ) বাবর
( b ) আকবর
( c ) শাহজাহান
( d ) ঔরঙ্গজের
96. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় , তিনি ছিলেন —
( a ) আকবর
( b ) জাহাঙ্গীর
( c ) শাহাজাহান
( d ) ঔরঙ্গজেব
97. রামমােহন রায় – কে ‘ রাজা ’ উপাধি প্রদান করেন মুঘল সম্রাট
( a ) জাহান্দার শাহ
( b ) মহম্মদ শাহ
( c ) দ্বিতীয় আকবর
( d ) বাহাদুর শাহ জাফর
98. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন , তিনি ছিলেন —
( a ) কুতুবুদ্দিন আইবক
( b ) ইলতুৎমিস
( c ) মহম্মদ – বিন – তুঘলক
( d ) ফিরােজ – শাহ – তুঘলক
99. ‘ আইন – ই – আকবরি ’ গ্রন্থের লেখক হলেন
( a ) বাউনি
( b ) আবুল ফজল
( c ) শেখ মুবারক
( d ) ফৈজি
100. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন , তিনি ছিলেন
( a ) তেগবাহাদুর
( b ) নানক
( c ) গােবিন্দ সিংহ
( d ) অর্জুন দেব
আশা করি বন্ধুরা, MCQ Questions and Answers | GK Practice Set post টি ভালো লেগেছে। ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি পোস্ট টি ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে share করতে ভুলবেন না। ভবিষ্যতে MCQ Questions and Answers এর মতো আরও পোস্ট পেতে join করুন আমাদের whatsapp/telegram channel এ।
File Details :
Name : MCQ Questions and Answers | GK Practice Set
Language : Bengali
Download Link : Click Here For Download
Thanks Sir
you are most welcome. Stay connected with us