Skip to content

ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি – Historic treaty / agreement of India

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি বিভিন্ন সন্ধি/চুক্তি অর্থাৎ ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি – Historic treaty / agreement of India । এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।

ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি -Historic treaty / agreement of India

সন্ধি / চুক্তি সাল কার কার মধ্যে
আসুরার আলী 1639 খ্রি. মুঘল ও আহম রাজবংশের মধ্যে
মুঙ্গিসেও গাঁও 1728 খ্রি. নিজাম ও মারাঠাদের মধ্যে
ওয়ার্নার সন্ধি 1731 খ্রি. দ্বিতীয় শম্ভুজি ও শাহের মধ্যে
দোরহা সরাই 1738 খ্রি. নিজাম ও মারাঠাদের মধ্যে
শালিমার চুক্তি 1739 খ্রি. তৃতীয় মহম্মদ শাহ ও নাদির শাহের মধ্যে
আই-লা-শ্যাপলের 1748 খ্রি. ইংরেজ ও ফরাসির মধ্যে
পন্ডিচেরীর 1754 খ্রি. ইংরেজ ও ফরাসিদের মধ্যে
আলিনগরের 1757 খ্রি. সিরাজ – উদ – দৌল্লা ও ইংরেজ ( রবার্ট ক্লাইভ )
সাঙ্গোলার চুক্তি 1760 খ্রি. ছত্রপতি রামরাজ ও পেশোয়া বালাজি বাজিরাও এর মধ্যে
প্যারিসের সন্ধি 1763 খ্রি. ইংরেজ ও ফরাসির মধ্যে
মাদ্রাজের সন্ধি 1769 খ্রি. হায়দার আলী ও ইংরেজদের মধ্যে
সুরাটের 1775 খ্রি. মারাঠা ও ইংরেজ ( প্রথম ইঙ্গ – মারাঠা যুদ্ধের সূচনা হয় )
পুরন্দরের 1776 খ্রি. মারাঠা ( পেশােয়া ) ও ইংরেজ এর মধ্য়ে সংগঠিত হয়
সলবাই-এর 1782 খ্রি. মারাঠা ও ইংরেজ ( প্রথম ইঙ্গমারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে )
ম্যাঙ্গালােরের 1784 খ্রি. টিপু সুলতান ও ইংরেজ ( দ্বিতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে )
ত্রিশক্তি চুক্তি 1787 খ্রি. মারাঠা, নিজাম ও ইংরেজদের মধ্যে
শ্রীরঙ্গপত্তনমের 1792 খ্রি. টিপু সুলতান ও ইংরেজ ( তৃতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে )
বেসিনের 1802 খ্রি. দ্বিতীয় বাজীরাও ও ইংরেজ এর মধ্য়ে সংগঠিত হয়
সুরজ অর্জন গাঁও
এর সন্ধি
1803 খ্রি. অসই এর যুদ্ধে সিন্ধিরা ও ভোঁসলের মিলিত বাহিনীকে পরাজিত করে
দেওগাঁও এর সন্ধি 1805 খ্রি. ইংরেজ ও মারাঠাদের মধ্যে
অমৃতসরের 1809 খ্রি. রণজিৎ সিং ও ইংরেজ এর মধ্য়ে সংগঠিত হয়
সগৌলির 1816 খ্রি ইংরেজ ও নেপাল এর মধ্য়ে সংগঠিত হয়
ইয়ান্দাবুর 1826 খ্রি ব্রহ্মদেশ ও ইংরেজ ( লর্ড আমহাস্টেটর শাসনকালে প্রথম ইঙ্গ-ব্ৰষ্ম
যুদ্ধের সমাপ্তি ঘটে )
লাহােরের 1846 খ্রি ইংরেজ ও শিখ ( প্রথম ইঙ্গ – শিখ যুদ্ধের সমাপ্তি ঘটে )
পেশোয়ারের সন্ধি 1846 খ্রি. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আফগানদের মধ্যে
ভিরওয়ালের সন্ধি 1846 খ্রি. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহারাজা দলীপ সিং এর মধ্যে
গন্ডােমার্কের 1879 খ্রি আফগান ও ইংরেজ ( দ্বিতীয় ইঙ্গ – আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে )
অমৃতসরের 1846 খ্রি ইংরেজ ও মহারাজা গুলাব সিংহ এর মধ্য়ে সংগঠিত হয়
লখনউ চুক্তি 1916 খ্রি কংগ্রেস ও মুসলিম লিগ এর মধ্য়ে সংগঠিত হয়
রাওয়ালপিন্ডির 1919 খ্রি আফগান ও ইংরেজ ( তৃতীয় ইঙ্গ – আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে )
গান্ধি-আরউইন 1931 খ্রি লর্ড আরউইন ও মহাত্মা গান্ধি ( দ্বিতীয় গােলটেবিল বৈঠকে )
পুনা চুক্তি 1932 খ্রি মহাত্মা গান্ধি ও আম্বেদকর এর মধ্য়ে সংগঠিত হয়
ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি

আরও পড়ুন:

আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ 
ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf

আশা করি বন্ধুরা, ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি সম্পর্কিত post টি ভাল লেগেছে। ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি পোস্ট টি ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে share করতে ভুলবেন না। ভবিষ্যতে ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি এর মতোআরও পোস্ট পেতে join করুন আমাদের whatsapp/telegram channel এ

File Details :

Name : ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি – Historic treaty / agreement of India
Language : Bengali
Size : 230 KB
No of Page : 1
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page