Skip to content

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর – List of Riverside Towns

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর - List of Riverside Towns in West Bengal

নমস্কার প্রিয় পাঠকেরা, আজকের এই পোস্টটির মাঝে রয়েছে সামনে আসা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর – List of Riverside Towns in West Bengal যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে।

পড়তে থাকুন…………..

বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF – Famous Slogans of India in Bengali PDF
আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ 
ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর – List of Riverside Towns in West Bengal

ক্রমিক নংনদী তীরবর্তী শহরনদীর নামজেলার নাম
১.কাটোয়াভাগীরথীপূর্ব বর্ধমান
২.বর্ধমানদামােদরপূর্ব বর্ধমান
৩.আসানসােলদামােদরপশ্চিম বর্ধমান
৪.রানীগঞ্জদামােদরপশ্চিম বর্ধমান
৫.দুর্গাপুরদামােদরপশ্চিম বর্ধমান
৬.রাণাঘাটচূর্ণীনদীয়া
৭.কৃষ্ণনগরজলঙ্গিনদীয়া
৮.নবদ্বীপভাগীরিথীনদীয়া
৯.শান্তিপুরচুর্ণীনদীয়া
১০.চন্দননগরহুগলীহুগলী
১১.ত্রিবেণীহুগলীহুগলী
১২.বেলুড়কোপাইহাওড়া
১৩.হাওড়াহুগলীহাওড়া
১৪.সিউড়িময়ুরাক্ষীবীরভূম
১৫.শান্তিনিকেতনঅজয়বীরভূম
১৬.তারাপীঠদ্বারকাবীরভূম
১৭.ইলাম বাজারঅজয়বীরভূম
১৮.কেদুলিঅজয়বীরভূম
১৯.কোলাঘাটরূপনারায়নপুর্ব মেদিনীপুর
২০.অমলুকরূপনারায়নপুর্ব মেদিনীপুর
২১.হলদিয়াহলদিপুর্ব মেদিনীপুর
২২.বহরমপুরভাগীরথীমুর্শিদাবাদ
২৩.মুর্শিদাবাদভাগীরথীমুর্শিদাবাদ
২৪.বনগাঁইছামতিউত্তর ২৪ পরগনা
২৫.ব্যারাকপুরহুগলীউত্তর ২৪ পরগনা
২৬.হাসনাবাদইছামতিউত্তর ২৪ পরগনা
২৭.বসিরহাটইছামতিউত্তর ২৪ পরগনা
২৮.ক্যানিংমাতলাদক্ষিণ ২৪ পরগনা
২৯.ইসলামপুরমহানন্দাউত্তর দিনাজপুর
৩০.ইটাহারমহানন্দাউত্তর দিনাজপুর
৩১.বালুরঘাটআত্রেয়ীদক্ষিণ দিনাজপুর
৩২.শিলিগুড়িমহানন্দা দার্জিলিং
৩৩.কালিম্পংতিস্তাকালিম্পং
৩৪.কোচবিহারতাের্সাকোচবিহার
৩৫.মাথাভাঙাজলঢাকাকোচবিহার
৩৬.জলপাইগুড়িতিস্তাজলপাইগুড়ি
৩৭.জলপাইগুড়ি সদরকরলাজলপাইগুড়ি
৩৮.ধূপগুরিজলঢাকাজলপাইগুড়ি
৩৯.মালদাহমহানন্দামালদাহ
৪০.ইংরেজ বাজারমহানন্দামালদা
৪১.আলিপুরদুয়ারতোর্সাআলিপুরদুয়ার
৪২.কলকাতাহুগলীকলকাতা
৪৩.মেদিনীপুরকংসাবতীপশ্চিম মেদিনীপুর
৪৪.বাঁকুড়াগন্ধেশ্বরী / ধলকিশােরবাঁকুড়া
৪৫.পুরুলিয়াকংসাবতীপুরুলিয়া
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১। মালদা জেলার সদর শহর এর নাম কি ?
মালদা জেলার সদর শহর এর নাম হল ইংলিশ বাজার ।

২। মালদা জেলার এসপির নাম কি ?
মালদা জেলার এসপির নাম অজয় প্রসাদ । ( ২০১৯ )

৩। মালদা জেলার থানা কয়টি ?
মালদা জেলায় থানা রয়েছে ১১ টি ।

৪। কাটোয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?
এটি অজয় নদ এবং ভাগীরথী নদীর মিলনস্থলে অবস্থিত ।

৫। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
পূর্ব হিমালয়ের পাদদেশে মহানন্দা নদীর তীরে অবস্থিত ।

৬। শিলিগুড়ি দর্শনীয় স্থান গুলি কী কী ?
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, হংকং বাজার, জলদাপাড়া, গরুমারা, কোচবিহার, মিরিক, কালিঝোড়া ও মহানন্দা নদীবক্ষস্থ সুকনা।

৭। পশ্চিমবঙ্গের শৈল শহর কাকে বলে ?
শিলিগুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের একটি শৈল শহর ও পর্যটন কেন্দ্র।

৮। আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত ?
আলিপুরদুয়ার তোর্সা নদীর তীরে অবস্থিত একটি নদীকেন্দ্রিক বনাঞ্চলময় সুবিস্তীর্ণ তৃণভূমি।

৯। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত ।

১০। জলপাইগুড়ি কিসের জন্য বিখ্যাত ?
জলপাইগুড়ি তিনটি ‘T’ -এর জন্য বিখ্যাত, tea, timber ও tourism। 

১১। মুর্শিদাবাদ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
মুর্শিদাবাদ শহর ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে ।

১২। কলকাতা হুগলি নদীর কোন তীরে অবস্থিত ?
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী হুগলী নদীর পূর্ব তীরে অবস্থিত ।

১৩। দামোদর নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী । দামোদর নদীটি ঝাড়খন্ড রাজ্যের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী-হুগলী নদীতে পতিত হয়েছে ।

১৪। রূপনারায়ণ নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীর জন্ম হয়; এরপর কিছুপথ প্রবাহিত হয়ে তা পুরনো দামোদর নদ বা মুণ্ডেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোত এরপর হুগলি নদীতে এসে পড়ে।

১৫। তোর্সা নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
তোর্সা নদী বা চুম্বি নদী বা আমোছু নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কুড়িগ্রাম জেলার এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মধ্য়ে অবস্থিত।

১৬। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত ।

১৭। কলকাতার আয়তন কত ?
অঞ্চলটির আয়তন ১,০২৬ বর্গ কিলোমিটার ।

১৮। ত্রিবেণী শব্দের অর্থ কী ?
ত্রিবেণী অর্থে তিন নদীর সঙ্গমস্থল বা মিলনবিন্দু।

১৯। ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত ?
ত্রিবেণী কাগজ শিল্পের জন্য বিখ্যাত ।

২০। ব্যারাকপুর কোন জেলায় অবস্থিত ?
ব্যারাকপুর  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত ।

আরও পড়ুন:

বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF
ভারতের বিভিন্ন গবেষণাগারের তালিকা PDF- List Of Research Institutes In India PDF In Bengali
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf

File Details :

Name : পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর – List of Riverside Towns in West Bengal
Language : Bengali
Size :  622 KB
No of Page : 03 / 03
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page