Skip to content

ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India

ভারতের খনিজ তেল শোধনাগার - List of Oil Refineries in India

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের খনিজ তেল শোধনাগার অর্থাৎ ভারতের খনিজ তেল শোধনাগার – List of oil Refineries in India। এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে নোটসটি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন । আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।

ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India

তেল শােধনাগার রাজ্য তেল কোম্পানির নাম
ডিগবয় আসাম Indian Oil Corporation Limited
বঙ্গাইগাওঁ আসাম Bongaigaon Refineries & Petrochemicals Limited
নুনমাটি আসাম Indian Refinery Limited
নুমালিগড় আসাম Numaligarh Refinery Limited
কোয়ালি গুজরাট Indian Oil Corporation Limited
ভাদিনার গুজরাট Essar Oil Limited
ট্রম্বে গুজরাট Bharat Petroleum Company
জামনগর গুজরাট Reliance Petroleum Limited
তাতিপাকা অন্ধ্রপ্রদেশ Oil & Natural Gas Corporation Limited
বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ Hindustan Petroleum Corporation Limited
মুম্বাই মহারাষ্ট্র Bharat Petroleum Corporation Limited
মুম্বাই মহারাষ্ট্র Hindustan Petroleum Corporation Limited
মানালি তামিলনাড়ু Chennai Petroleum Corporation Limited
নারিমানাম তামিলনাড়ু Chennai Petroleum Corporation Limited
মথুরা উত্তর প্রদেশ Indian Oil Corporation Limited
বিনা মধ্যপ্রদেশ Bharat Petroleum & Oman Oil Company
কোচি কেরালা Kochi Refineries Limited
ম্যাঙ্গালাের কর্ণাটক Mangalore Refineries & Petrochemicals Limited
বারাউনী বিহার Indian Oil Corporation Limited
হলদিয়া পশ্চিমবঙ্গ Indian Oil Corporation Limited
পানিপথ হরিয়ানা Indian Oil Corporation Limited
পারাদ্বীপ ওড়িশা Indian Oil Corporation Limited
ভাটিন্ডা পাঞ্জাব Hindustan Mittal Energy Limited

ভারতের তেল শােধনাগার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি ?
উত্তর:
আসামের ডিগবয় হল প্রাচীনতম তৈল শোধনাগার ।

প্রশ্ন: ভারতের বৃহত্তম তেল খনির নাম কি ?
উত্তর:
বোম্বে হাই বা মুম্বাই হাই হল ভারতের সর্ববৃহত তৈল খনি।

প্রশ্ন: ভারতের খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
আরব সাগরে অবস্থিত প্রায় 2 হাজার বর্গকিলোমিটার বিশিষ্ট বোম্বে হাই ভারতের সবথেকে বড় খনিজ তেল উত্তোলন কেন্দ্র।

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে ?
উত্তর:
পশ্চিমবঙ্গ এর হলদিয়াতে রয়েছে ।

Question: Numaligarh oil Refinery established ?
Answer:
1999

প্রশ্ন: ভারতের খনিজ ভান্ডার কাকে বলে ?
উত্তর:
ছোটনাগপুর মালভূমিকে ভারতের “খনিজ ভান্ডার” বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশির ভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়।

প্রশ্ন: ভারতের কোথায় কোথায় খনিজ তেল পাওয়া যায় ?
উত্তর:
ভারতের গুজরাটে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, তামিলনাড়ুতে, মধ্যপ্রদেশ ইত্যাদি আরও অনেক রাজ্যে খনিজ তেল পাওয়া যায় ।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি ?
উত্তর:
ভারতের গুজরাটে অবস্থিত জামনগর তেল শোধনাগারটি হল বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার

প্রশ্ন: খনিজ তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর:
বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: খনিজ তেলের অপর নাম কি ?
উত্তর:
তরল স্বর্ণ।

প্রশ্ন: খনিজ তেলের উপজাত দ্রব্যের নাম কি ?
উত্তর:
 খনিজ তেলের উপজাত দ্রব্য হল ন্যাপথা।

আরও পড়ুন:

ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF

File Details :

Name : ভারতের খনিজ তেল শোধনাগার – List of oil Refineries in India
Language : Bengali
Size : 644 KB
No of Page : 02 /02 
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

Facebook Page