নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের খনিজ তেল শোধনাগার অর্থাৎ ভারতের খনিজ তেল শোধনাগার – List of oil Refineries in India। এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে নোটসটি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন । আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।
ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India
তেল শােধনাগার | রাজ্য | তেল কোম্পানির নাম |
---|---|---|
ডিগবয় | আসাম | Indian Oil Corporation Limited |
বঙ্গাইগাওঁ | আসাম | Bongaigaon Refineries & Petrochemicals Limited |
নুনমাটি | আসাম | Indian Refinery Limited |
নুমালিগড় | আসাম | Numaligarh Refinery Limited |
কোয়ালি | গুজরাট | Indian Oil Corporation Limited |
ভাদিনার | গুজরাট | Essar Oil Limited |
ট্রম্বে | গুজরাট | Bharat Petroleum Company |
জামনগর | গুজরাট | Reliance Petroleum Limited |
তাতিপাকা | অন্ধ্রপ্রদেশ | Oil & Natural Gas Corporation Limited |
বিশাখাপত্তনম | অন্ধ্রপ্রদেশ | Hindustan Petroleum Corporation Limited |
মুম্বাই | মহারাষ্ট্র | Bharat Petroleum Corporation Limited |
মুম্বাই | মহারাষ্ট্র | Hindustan Petroleum Corporation Limited |
মানালি | তামিলনাড়ু | Chennai Petroleum Corporation Limited |
নারিমানাম | তামিলনাড়ু | Chennai Petroleum Corporation Limited |
মথুরা | উত্তর প্রদেশ | Indian Oil Corporation Limited |
বিনা | মধ্যপ্রদেশ | Bharat Petroleum & Oman Oil Company |
কোচি | কেরালা | Kochi Refineries Limited |
ম্যাঙ্গালাের | কর্ণাটক | Mangalore Refineries & Petrochemicals Limited |
বারাউনী | বিহার | Indian Oil Corporation Limited |
হলদিয়া | পশ্চিমবঙ্গ | Indian Oil Corporation Limited |
পানিপথ | হরিয়ানা | Indian Oil Corporation Limited |
পারাদ্বীপ | ওড়িশা | Indian Oil Corporation Limited |
ভাটিন্ডা | পাঞ্জাব | Hindustan Mittal Energy Limited |
ভারতের তেল শােধনাগার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি ?
উত্তর: আসামের ডিগবয় হল প্রাচীনতম তৈল শোধনাগার ।
প্রশ্ন: ভারতের বৃহত্তম তেল খনির নাম কি ?
উত্তর: বোম্বে হাই বা মুম্বাই হাই হল ভারতের সর্ববৃহত তৈল খনি।
প্রশ্ন: ভারতের খনিজ তেল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: আরব সাগরে অবস্থিত প্রায় 2 হাজার বর্গকিলোমিটার বিশিষ্ট বোম্বে হাই ভারতের সবথেকে বড় খনিজ তেল উত্তোলন কেন্দ্র।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে ?
উত্তর: পশ্চিমবঙ্গ এর হলদিয়াতে রয়েছে ।
Question: Numaligarh oil Refinery established ?
Answer: 1999
প্রশ্ন: ভারতের খনিজ ভান্ডার কাকে বলে ?
উত্তর: ছোটনাগপুর মালভূমিকে ভারতের “খনিজ ভান্ডার” বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশির ভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়।
প্রশ্ন: ভারতের কোথায় কোথায় খনিজ তেল পাওয়া যায় ?
উত্তর: ভারতের গুজরাটে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, তামিলনাড়ুতে, মধ্যপ্রদেশ ইত্যাদি আরও অনেক রাজ্যে খনিজ তেল পাওয়া যায় ।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি ?
উত্তর: ভারতের গুজরাটে অবস্থিত জামনগর তেল শোধনাগারটি হল বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার
প্রশ্ন: খনিজ তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: খনিজ তেলের অপর নাম কি ?
উত্তর: তরল স্বর্ণ।
প্রশ্ন: খনিজ তেলের উপজাত দ্রব্যের নাম কি ?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্য হল ন্যাপথা।
আরও পড়ুন:
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
♦ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
♦ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
♦ আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
♦ ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF
File Details :
Name : ভারতের খনিজ তেল শোধনাগার – List of oil Refineries in India
Language : Bengali
Size : 644 KB
No of Page : 02 /02
Download Link : Click Here For Download
Pingback: পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম - List of Districts of West Bengal – Studious
Pingback: সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম - CM List of India 2021 PDF – Studious
Pingback: বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores – Studious
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Festivals of different states of India – Studious
Pingback: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা – Studious
Pingback: ভারতের রাষ্ট্রীয় প্রাণীর তালিকা - List of State Animals of India – Studious
Pingback: পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF – Studious