আজ আমরা আবার হাজির হয়েছি জীবন বিজ্ঞান এর জানা অজানা আবার কিছু প্রশ্ন উত্তর এর সেট নিয়ে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা খুবই গুরুত্ব পূর্ণ আসুন পড়ে নেওয়া যাক
- উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্যবস্তু সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে?- ফ্লোয়েম।
- উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়?- জাইলেম কলার মাধ্যমে।
- রক্ত কোন ধরনের কলা?- তরল যোগকলা।
- রক্তের রং লাল কেন?- হিমোগ্লোবিন থাকার জন্য।
- হিমোগ্লোবিন কি?- লৌহ গঠিত শ্বাসরঞ্জক।
- মানুষের শরীরে কতটা রক্ত থাকে?- 5 লিটার।
- চিংড়ির রক্ত নীল কেন?- হিমোসায়ানিন থাকার জন্য।
- রক্তের উপাদান কি কি?- রক্তরস ও রক্ত কণিকা ।
- রক্তকণিকার উৎস স্থল কি?- অস্থিমজ্জা।
- রক্ত কণিকার ধ্বংসের স্থান কোথায়?- যকৃত ও প্লীহায়।
- কোন প্রাণীর রক্তে কোন শ্বাসরঞ্জক থাকে না?- আরশোলা।
- মানুষের হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠ অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে?- বাম অলিন্দে।
- কোন রক্ত কণিকা শ্বাসবায়ু পরিবহন করে?- লোহিত রক্তকণিকা।
- কোন রক্ত কণিকা রোগজীবাণু ধ্বংস করে?- শ্বেত রক্তকণিকা।
- কোন কোন রক্ত কণিকা রক্ত তঞ্চনে সাহায্য করে?- অনুচক্রকিকা বা থ্রম্বোসাইট।
- লোহিত রক্তকণিকার গড় আয়ু?- 120 দিন।
- কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে?- “o”গ্রুপ।
- কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না?-“o”
- কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?- “AB”গ্রুপের।
- রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?- স্ফিগমোম্যানোমিটার।
- রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ ও ভিটামিন এর নাম কি?- ক্যালসিয়াম এবং ভিটামিন K
- ফুসফুসীয় শিরা কি ধরনের রক্ত বহন করে?- অক্সিজেনযুক্ত রক্ত।
- ফুসফুসীয় ধমনী প্রবাহিত হয় কি ধরনের রক্ত?- কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত।
- যে রক্তবাহ এর মাধ্যমে রক্ত হৃদপিন্ডের দিকে প্রবাহিত হয়- শিরা।
- রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়?- অ্যানিমিয়া রোগ।
- রক্তবাহ এর ভিতরে রক্তের জমাট বাঁধা কে কি বলে?- থ্রম্বসিস।
- অমেরুদন্ডী প্রাণীর দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে?- রক্তরসে।
- একটি মেরুদন্ডী প্রাণীর ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগ বাহক কে কি বলে?- জালক।
- কোন শ্রেণীর প্রাণী রক্তে হিমোগ্লোবিন থাকে?- স্তন্যপায়ী ও পক্ষী।
- কোন প্রাণীর রক্ত বর্ণহীন?- পতঙ্গ শ্রেণীর প্রাণীর।
- মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি?- 4 টি।
- ভেনাস হৃৎপিণ্ড থাকে কার দেহে?- মাছের দেহে।
- একটি প্রাণীর নাম করো যার মুক্ত সংবহন হয়- কাঁকড়া।
- একটি অমেরুদন্ডী প্রাণীর নাম করো যার বদ্ধ সংবহন হয়- কেঁচো।
- মানুষের হৃদপিন্ডের পেসমেকার এর নাম কি?- সাইনু অ্যাট্রিয়াল নোড।
- মানুষের সর্বাপেক্ষা বড় লসিকা গ্রন্থি কোনটি?- প্লীহা।
- হিমোসায়ানিন এ উপস্থিত খনিজ মৌল উপাদান কোনটি?- তামা।
- মাছের হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে?- দুইটি।
- চিংড়ির রক্তের শ্বাস রঞ্জক এর নাম কি?- হিমোসায়ানিন।
- কোন প্রাণীর রক্তের লোহিত কণিকা থাকেনা?- কেঁচো।
- রক্তে উপস্থিত ফ্যাট এর নাম কি?-কোলেস্টেরল।
- লসিকা রক্তে ফিরে আসে কার মাধ্যমে মাধ্যমে?- শিরার।
- রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?- কার্ল ল্যান্ডস্টেইনার।
- লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?- 103 দিন।
- লোহিত রক্তকণিকা গঠিত হওয়ার জন্য কোন প্রয়োজনীয়?- ফলিক অ্যাসিড।
- রক্তে বিলিরুবিন এর পরিমান বারলে কি ঘটবে?- জন্ডিস।
- ভারতীয়দের মধ্যে Rh+ রক্তের বিভাগের ব্যক্তির শতকরা পরিমাণ কত শতাংশ?- 95%
- একটি কৃত্রিম তঞ্চন রোধ পদার্থের উদাহরণ দাও- সোডিয়াম সাইট্রেট।
- কোন রক্ত কণিকা হেপারিন তৈরি করে?-বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা।
- মানবদেহে পরিণত লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে কি?- না তবে ব্যাঙ এর থাকে।
- মানব শরীরে একটি নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকার উদাহরণ হল- শ্বেত রক্তকণিকা।
- লোহিত রক্ত কণিকার সংখ্যা 65 লাখ ও তার বেশি হলে তাকে কি বলে?- পলিসাইথেমিয়া।
- রক্ত বাহে রক্ত তঞ্চন হয় না কেন?- হেপারিন থাকার জন্য।
- সুস্থ পূর্ণবয়স্ক মানুষের গড় ডায়াসটোলিক চাপ কত? 80 মিলিমিটার পারদ স্তম্বের চাপ।
- সুস্থ পূর্ণবয়স্ক মানুষের গড় সিস্টোলিক চাপ কত?- 120 মিলিমিটার পারদ স্তম্বের চাপ এর সমান।
- কোন হরমোন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে?- অ্যাড্রিনালিন হরমোন।
- যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে বলে- হিমোলাইসিস।
- যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল- ভিটামিন k।
- হৃৎপিন্ডের আবরণীর নাম কি?- পেরিকার্ডিয়াম।
- মানব শরীরের এমন একটি পাচক রসের উদাহরণ দাও যাতে উৎসেচক থাকে না- পিত্তরস।
- মানব শরীরের কোন অংশ স্কার্ভি রোগে আক্রান্ত হয় – দাঁত।
- মানব শরীরের কোন অংশে রুট ক্যানাল থেরাপি করা হয়- দাঁত।
- মানুষের ক্ষেত্রে প্রাপ্ত তিনটি শিকড় যুক্ত একটি দাঁতের উদাহরণ দাও- মোলার।
- গ্রাসনালী ক্রমসংকোচন কে কি বলে?। পেরিস্টলসিস।
- পাকস্থলীর কোন অংশ সংযুক্ত থাকে গ্রাসনালী সঙ্গে?- কার্ডিয়াক প্রান্ত।
- পাকস্থলীর কোন অংশের সঙ্গে ডিওডেনাম যুক্ত থাকে?- পাইলোরিক প্রান্তের সঙ্গে।
- পাক রসের প্রকৃতি কেমন?- অ্যাসিডিক বা আম্লীক।
কি থাকার জন্য পাকরাস আম্লীক- HCL থাকার জন্য। - পাকস্থলীর কোন কোষ থেকে HCL ক্ষরিত হয়?- অক্সিনটিক কোষ থেকে।
- পাকস্থলীর কোন কোষ স্তর থেকে HCL ক্ষরিত হয়?- প্যারাইটাল কোষ্ স্তর।
- পাকস্থলীর ঠিক পরেই প্রাপ্ত “U” আকৃতির অংশটি কে কি বলে?-ডিওডেনাম।
- মানব শরীরের কোন গ্রন্থি থেকে পিত্ত সৃষ্টি হয়?- যকৃত।
- পিত্তের প্রকৃতি কেমন?- ঈষৎ ক্ষারীয়।
- পিত্তের সামরিক সঞ্চয় স্থান কোনটি?- পিত্তথলি।
- একটি পিত্ত রঞ্জক এর উদাহরণ দাও- বিলুরুবিন ও বিলিভার্ডিন।
- কি থাকার জন্য পিত্তের বর্ণ ঈষৎ সবুজাভ?- বিলিভার্ডিন থাকার জন্য।
- একটি পিত্ত লবণ এর উদাহরণ দাও- সোডিয়াম গ্লাইকোলেট সোডিয়াম টেরোকোলেট।
- পিত্তথলি থেকে পিত্তরস পিত্তনালীর কোন অংশে এসে উপস্থিত হয়?- ডিওডেনাম।
- কোন মাধ্যমে পিত্তথলি থেকে পিত্ত ডিওডেনামে এসে উপস্থিত হয়?- সাধারন পিত্তনালী।
- কোন অংশের সাহায্যে অগ্ন্যাশয় রস ডিওডেনামে উপস্থিত হয়?- অ্যাম্পুলা অফ ভার্টার।
- অগ্ন্যাশয় রসে প্রোটিন পরিপাককারী উৎসেচক এর উদাহরণ দাও- ট্রিপসিন।
- মানব পৌষ্টিক নালীর সর্বাধিক কুণ্ডলী কৃত অংশের নাম- জেজুনাম।
- পিত্তের প্রধান কাজ কি?- ফ্যাট পরিপাকে সাহায্য করা।
- মুখবিবরে প্রাপ্ত একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক এর উদাহরণ- লাইসোজোম।
- কোন কোষ অঙ্গাণু কে বলা হয় ক্লয়েড দানা?- রাইবোজোম।
ধন্যবাদ আপনাকে