নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে share করতে চলেছি ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা pdf – List of Indian waterfalls in Bengali। pdf টিতে ভারতের বিভিন্ন জলপ্রপাত এর নাম উল্লেখ আছে। যেগুলি ভারতের উল্লেখ্যযোগ্য ও গুরুত্ব পূর্ণ জলপ্রপাতের নাম। বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ssc, cgl, CHSL, RRB Group D, RRB NTPC এসেই থাকে। নিচেই ভারতের বিভিন্ন জলপ্রপাত এর তালিকা টি দেওয়া হলো এবং নিচের লিংক এ click করে পিডিএফ টি download করতে ভুলবেন না।
- আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
-
বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ – List of Terms are Used in Sports
-
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf | List of Hydro Power Plants in India
-
বিভিন্ন খেলার ট্রফি ও কাপ – Sports Cups and Trophies list PDF
-
ভারতের বিভিন্ন জলপ্রপাত – List of Indian waterfalls in Bengali
জলপ্রপাত | যে নদীর উপর | অবস্থান |
ডুডুমা জলপ্রপাত | মাচকুন্দ নদী | ওড়িশা |
খান্দাধার ফলস | কোরা নালা | ওড়িশা |
শিবসমুদ্রম জলপ্রপাত | কাবেরী নদী | তামিলনাডু |
চিত্রকূট জলপ্রপাত (ভারতের নায়াগ্রা ; ভারতের প্রশস্ততম)। | ইন্দ্রাবতী নদী | ছত্তিসগড় |
দুধ সাগর জলপ্রপাত | মান্ডবী নদী | গোয়া-কর্নাটক সীমানা। |
গোকাক জলপ্রপাত | ঘাটপ্রভা নদী | কর্নাটক |
মাগোড় জলপ্রপাত | বেদতি নদী | কর্নাটক |
বরকনা জলপ্রপাত | সীতা নদী | কর্নাটক |
কলহাতি জলপ্রপাত | কর্ণাটক | |
কেপ্পা জলপ্রপাত | কর্ণাটক | |
কুশাল্লি জলপ্রপাত | সিতা নদী | কর্ণাটক |
কুঞ্চিকাল জলপ্রপাত | বরাহি নদী | কর্নাটক |
যোগ / গেরসোপ্পা জলপ্রপাত | শরাবতী নদী | কর্নাটক। |
ভানতাওং জলপ্রপাত | লাও নদী | মিজোরাম |
অমৃতধারা জলপ্রপাত | হাঁসদেও নদী | ছত্তিসগড় |
হুড্রু জলপ্রপাত | সুবর্ণরেখা নদী | ঝাড়খন্ড |
দশম জলপ্রপাত | কাঞ্চি নদী | ঝাড়খন্ড |
জোনহা জলপ্রপাত/গৌতমধারা জলপ্রপাত | গুঙ্গা নদী | ঝাড়খন্ড |
সহস্ত্রকুন্ড জলপ্রপাত | পেনগঙ্গা | মহারাষ্ট্ |
কুনে জলপ্রপাত | ইন্দ্রানি নদী | মহারাষ্ট্র |
বাজরাই জলপ্রপাত | উর্মোদি নদী | মহারাষ্ট |
পালারুবি জলপ্রপাত | কাল্লাড়া নদী | কেরালা। |
অতিথারাপ্পিল্লী জলপ্রপাত | চালাকুড়ি নদী | কেরালা |
কিনরেম জলপ্রপাত | মেঘালয়(চেরাপুঞ্জি) | |
নোহকালিকাই জলপ্রপাত | মেঘালয়(চেরাপুঞ্জি)। | |
বিশপ ফলস | মেঘালয় (শিলং) | |
ল্যাংশিয়াং জলপ্রপাত | কিনসি নদী | মেঘালয় |
অহর্বল জলপ্রপাত | ভিশু নদী | জম্মু ও কাশ্মীর। |
নিনাই জলপ্রপাত | নর্মদা নদী | গুজরাট |
বারেহিপানি ফলস | বুদ্ধবালঙ্গ নদী | ওড়িশা |
ভারতের জলপ্রপাত সংক্রান্ত কিছু গুরুত্পূর্ণ প্রশ্ন উত্তর:
1) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? – কুঞ্চিকল।
2) কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত – মধ্য প্রদেশ(নর্মদা নদী)।
3) যোগ জলপ্রপাতের উচ্চতা কত- 253 মিটার।
4) দুধ সাগর জলপ্রপাত কোথায় অবস্থিত- মন্ডবি নদীর উপর গোয়া – কর্ণাটক।
5) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি- অ্যাঙ্গেল জলপ্রপাত।
File Details:
File name:- ভারতের বিভিন্ন জলপ্রপাত -List of Indian waterfalls in Bengali.pdf
Language:- Bengali
File size:- 500kb
Download:- Click here to download
Covered Topics:- ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in bengali , ভারতের উল্লেখ্যযোগ্য জলপ্রপাত, ভারতের গুরুত্ব পূর্ণ জলপ্রপাত,