Skip to content

ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in Bengali

ভারতের বিভিন্ন জলপ্রপাত - List of Indian waterfalls in Bengali

নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে share করতে চলেছি ভারতের বিভিন্ন জলপ্রপাত তালিকা pdf – List of Indian waterfalls in Bengali। pdf টিতে ভারতের বিভিন্ন জলপ্রপাত এর নাম উল্লেখ আছে। যেগুলি ভারতের উল্লেখ্যযোগ্য ও গুরুত্ব পূর্ণ জলপ্রপাতের নাম। বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ssc, cgl, CHSL, RRB Group D, RRB NTPC এসেই থাকে। নিচেই ভারতের বিভিন্ন জলপ্রপাত এর তালিকা টি দেওয়া হলো এবং নিচের লিংক এ click করে পিডিএফ টি download করতে ভুলবেন না।

ভারতের বিভিন্ন জলপ্রপাত – List of Indian waterfalls in Bengali

জলপ্রপাত যে নদীর উপর অবস্থান
ডুডুমা জলপ্রপাত মাচকুন্দ নদী ওড়িশা
খান্দাধার ফলস কোরা নালা ওড়িশা
শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী তামিলনাডু
চিত্রকূট জলপ্রপাত (ভারতের নায়াগ্রা ; ভারতের প্রশস্ততম)। ইন্দ্রাবতী নদী ছত্তিসগড়
দুধ সাগর জলপ্রপাত মান্ডবী নদী গোয়া-কর্নাটক সীমানা।
গোকাক জলপ্রপাত ঘাটপ্রভা নদী কর্নাটক
মাগোড় জলপ্রপাত বেদতি নদী কর্নাটক
বরকনা জলপ্রপাত সীতা নদী কর্নাটক
কলহাতি জলপ্রপাত   কর্ণাটক
কেপ্পা জলপ্রপাত   কর্ণাটক
কুশাল্লি জলপ্রপাত সিতা নদী কর্ণাটক
কুঞ্চিকাল জলপ্রপাত বরাহি নদী কর্নাটক
যোগ / গেরসোপ্পা জলপ্রপাত শরাবতী নদী কর্নাটক।
ভানতাওং জলপ্রপাত লাও নদী মিজোরাম
অমৃতধারা জলপ্রপাত হাঁসদেও নদী ছত্তিসগড়
হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদী ঝাড়খন্ড
দশম জলপ্রপাত কাঞ্চি নদী ঝাড়খন্ড
জোনহা জলপ্রপাত/গৌতমধারা জলপ্রপাত গুঙ্গা নদী ঝাড়খন্ড
সহস্ত্রকুন্ড জলপ্রপাত পেনগঙ্গা মহারাষ্ট্
কুনে জলপ্রপাত ইন্দ্রানি নদী মহারাষ্ট্র
বাজরাই জলপ্রপাত উর্মোদি নদী মহারাষ্ট
পালারুবি জলপ্রপাত কাল্লাড়া নদী কেরালা।
অতিথারাপ্পিল্লী জলপ্রপাত চালাকুড়ি নদী কেরালা
কিনরেম জলপ্রপাত   মেঘালয়(চেরাপুঞ্জি)
নোহকালিকাই জলপ্রপাত   মেঘালয়(চেরাপুঞ্জি)।
বিশপ ফলস   মেঘালয় (শিলং)
ল্যাংশিয়াং জলপ্রপাত কিনসি নদী মেঘালয়
অহর্বল জলপ্রপাত ভিশু নদী জম্মু ও কাশ্মীর।
নিনাই জলপ্রপাত নর্মদা নদী গুজরাট
বারেহিপানি ফলস বুদ্ধবালঙ্গ নদী ওড়িশা

ভারতের জলপ্রপাত সংক্রান্ত কিছু গুরুত্পূর্ণ প্রশ্ন উত্তর:

1) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? – কুঞ্চিকল।

2) কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত – মধ্য প্রদেশ(নর্মদা নদী)।

3) যোগ জলপ্রপাতের উচ্চতা কত- 253 মিটার।

4) দুধ সাগর জলপ্রপাত কোথায় অবস্থিত- মন্ডবি নদীর উপর গোয়া – কর্ণাটক।

5) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি- অ্যাঙ্গেল জলপ্রপাত।

File Details:

File name:- ভারতের বিভিন্ন জলপ্রপাত -List of Indian waterfalls in Bengali.pdf

Language:- Bengali

File size:- 500kb

Download:- Click here to download

 

Covered Topics:- ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in bengali , ভারতের উল্লেখ্যযোগ্য জলপ্রপাত, ভারতের গুরুত্ব পূর্ণ জলপ্রপাত,

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page