হ্যালো বন্ধুরা, আমরা ভৌতবিজ্ঞানের দ্রবণ অধ্যায়ের “টিন্ডাল প্রভাব” এই শব্দটির সাথে কম বেশি পরিচিতি আছি। আজ আমরা এই পোস্ট টিতে বর্ণনা করবো টিন্ডাল প্রভাব সম্পর্কে। আমরা জানবো টিন্ডাল প্রভাব টি আসলে কি?, টিন্ডাল প্রভাবের ব্যাবহারিক প্রয়োগ কি এবং এর পরীক্ষা। সুতরাং শুরু করা যাক
টিন্ডাল এফেক্ট কাকে বলে? (what is Tyndall Effect)
টিন্ডাল প্রভাব (Tyndall effect) : কোলয়েড কণার দ্রবণে আলোকরশ্মি চালনা করলে সেই আলোকরশ্মি কোলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত হয়। ফলে কোলয়েড কণাগুলির মধ্যে দিয়ে আলোকরশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। বিজ্ঞানী টিন্ডালের নাম অনুযায়ী কোলয়েড কণার এই ধর্মকে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট বলে।
টিল্ডাল প্রভাবের ব্যাবহারিক প্রয়োগগুলি হল:
- টিন্ডাল প্রভাবের সাহায্যে কোলয়েডীয় দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায়।
- টিল্ডাল প্রভাবকে কাজে লাগিয়ে পরা অণুবীক্ষণ যন্ত্র (ultra microscope) আবিষ্কার করা হয়েছে।
- স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় ব্যবহৃত সালফার ডাইঅক্সাইড (So 2) ও বায়ুর মিশ্রণে ধূলিকণা থাকলে মূল্যবান অনুঘটক Pt- এর কার্যকারিতা নষ্ট হয়। এই ধূলিকণার উপস্থিতি পরীক্ষা করার জন্য টিন্ডাল প্রভাবকে কাজে লাগানো হয়।
আরও পড়ুন:
- কলয়েডীয় দ্রবণ | প্রকৃত দ্রবণ | প্রলম্বন কি?
- প্লবতা (Buoyancy) কাকে বলে | প্লবতার বৈশিষ্ট্য | প্লবতার সূত্র
- তরলের চাপ (Pressure of liquid) কাকে বলে? কোনো বিন্দুতে তরলের চাপ
- শব্দবিজ্ঞান কি? | শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
টিন্ডাল প্রভাবের পরীক্ষা
পরীক্ষা : একটি কাচের বিকারে চিনির দ্রবণ নিয়ে তার মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠানো হল। অপর একটি কাচের বিকারে সাবানের জলীয় দ্রবণ নিয়ে তার মধ্যে দিয়ে ওই একইভাবে আলোকরশ্মি পাঠানো হল।
পর্যবেক্ষণ : চিনির দ্রবণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথে চোখ রাখলে তবেই আলোক দৃশ্যমান হয়। পাশ থেকে আলোকের উজ্জ্বল গতিপথ দেখা যায় না। অর্থাৎ , আলোর বিচ্ছুরণ হয় না। সাবানের জলীয় দ্রবণের ক্ষেত্রে পাশ থেকে আলোকের স্পষ্ট ও উজ্জ্বল গতিপথ দেখা যায় অর্থাৎ, আলোর বিচ্ছুরণ ঘটে।
সিদ্ধান্ত : কাচের বিকারে রাখা চিনির দ্রবণ হল প্রকৃত দ্রবণ। আর এই প্রকৃত দ্রবণে আলোর বিচ্ছুরণ হয় না কারণ প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলির আকার অতি ক্ষুদ্র। অপরপক্ষে অন্য কাচের বিকারে রাখা সাবানের জলীয় দ্রবণ হল কোলয়েডীয় দ্রবণ। এই দ্রবণের মধ্যে দিয়ে আলোকরশ্মি যাওয়ার ফলে কোলয়েডীয় দ্রবণের কণাগুলির দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটে আলোকরশ্মির গতিপথ পাশ থেকে স্পষ্ট ও উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়েছে।
Covered Topics: টিন্ডাল এফেক্ট কি, টিন্ডাল প্রভাব দেখা যায় কোন দ্রবণে, টিন্ডাল প্রভাব কি অসমীয়া, কলয়েডীয় দ্রবণ কি?
Pingback: কেলাস বা ক্রিস্টাল কাকে বলে | কেলাস কি | কেলাস কিভাবে গঠিত হয় – Studious