Top 50 answer question set for Railway Group-D in Bengali
বন্ধুরা আমরা এসে গেছি আবার কিছু বাছাই করা 50 টি ইতিহাসের প্রশ্ন নিয়ে যেগুলি বিভিন্ন চাকরির আসার সম্ভাবনা অনেক বেশি। আসুন জেনে নেওয়া যাক
1. কোন সভ্যতার লোকেরা পৃথিবীতে প্রথম তুলো চাষ শুরু করে- সিন্ধু সভ্যতা।
2. পৃথিবীতে প্রথম বস্ত্রশিল্পের শুরু হয় কোন সভ্যতার হাত ধরে- সিন্ধু সভ্যতা।
3. হর্ষঙ্ক বংশের কোন সম্রাটের আমলে গৌতম বুদ্ধের দেহত্যাগ করেন- অজাত শত্রু।
4. হর্ষঙ্ক বংশের কোন সম্রাট অঙ্গরাজ্য জয় করে দক্ষিণ ভারতের বাণিজ্যের পত্র গ্রহণ করেন- বিম্বিসার।
5. বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল- রাজগৃহ।
6. অজাতশত্রুর ছেলে উদয়ভদ্র কবে সিংহাসনে বসেন- 492 খ্রিস্টপূর্বাব্দ।
7. হর্ষঙ্ক বংশের কোন সম্রাট তার রাজধানী রাজগৃহ থেকে সরিয়ে পাটলিপুত্রে নিয়ে যান – উদয়ভদ্র।
8. নন্দ বংশের কোন সম্রাট কলিঙ্গ রাজ্য জয় করেন – মহাপদ্মনন্দ।
9. “একরাট” উপাধি কে গ্রহণ করেন- মহাপদ্মনন্দ।
10. গ্রীক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় মগধে কোন সম্রাট সিংহাসনে ছিলেন – নন্দবংশের শেষ রাজা ধনানন্দ।
11. 326 খ্রিস্টপূর্বে ভারত আক্রমণের পর গ্রীক বীর আলেকজান্ডার কতদিন এদেশে ছিলেন- 19 মাস।
12. আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতে তার দখলে থাকা জায়গা রাজ্যগুলির কার দখলে আসে -তার সেনাপতি সেলুকাস এর।
13. কোন মগধ সম্রাট “অমিত্রাঘাত” উপাধি নেন- বিন্দুসার।
14. চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার কবে সিংহাসনে বসেন- 298 খ্রিস্টপূর্বে।
15. “দিওয়ান-ই-মাকজী” বইটি কার লেখা- ওরঙ্গজেব এর মেয়ে জেবুন্নেসার।
16. প্রাচীনকালে কেরালা পুত্র কোন সাম্রাজ্যের লোকেদের বলা হত- চেরা।
17. শ্রেষ্ঠী শব্দটি কোন যুগে বড় বণিকদের ক্ষেত্রে ব্যবহৃত হতো -মৌর্য যুগের।
18. গুপ্ত রাজপরিবারের প্রতীক কি ছিল- বিষ্ণুর বাহন গরুর।
19. কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়-শিবের।
20. “দেবীচন্দ্রগুপ্তম” বইটি কার লেখা- বিশাখা দত্ত।
21. “কিরাতার্জুনীয়ম” কাব্যগ্রন্থটি কার লেখা-ভাবি।
22. পশু চিকিৎসা সংক্রান্ত অশ্বশাস্ত্র গ্রন্থটি কার লেখা- শালীহোত্র।
23. শূন্যের ব্যবহার প্রথম কে করেন- বরাহমিহির।
24. “গোলধ্যায়” বইটি কার লেখা- আর্যভট্ট।
25. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ভারতে সর্বপ্রথম কে আবিষ্কার করেন- আর্যভট্ট।
26. “শাহনামা” বইটির রচয়িতা ফেরদৌসী কোন সুলতানের সভাকবি ছিলেন- সুলতান মামুদ।
27. ভারতের ইতিহাসে দাসবংশ নামে কোন রাজবংশ পরিচিত ছিল- কুতুবউদ্দিন আইবক এর প্রতিস্ঠিত রাজবংশ।
28. “মনুসংহিতা” স্বর্ণ মুদ্রাকে কি নামে অভিহিত করা হয়েছে- সুবর্ণ।
29. নবাব জাফর আলী খানের পূর্বপুরুষরা কোন দেশের বাসিন্দা ছিলেন – আরব।
30. “এলাহাবাদ প্রশস্তি” তে সমুদ্র গুপ্ত কে কি বলা হয়েছে- কবিরাজ।
31. ‘এলাহাবাদ প্রশস্তি” এর রচয়িতা কে- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন।
32. কোন সুলতান সর্বপ্রথম দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন- আলাউদ্দিন খলজী।
33. তীর্থযাত্রী ফা হিয়েন এর লেখা বইটির নাম- ফো কুয়ো কিং।
34. খ্রিস্টীয় চতুর্থ শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সিরিয়ার গ্রীকরাজ সেলুকাসের দূত হিসাবে কে আসেন-মেগাস্থিনিস।
35. মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি- ইন্ডিকা।
36. প্রথম বালাজি বাজিরাও কি নামে বিখ্যাত- নানাসাহেব।
37. কর্নাটকের তৃতীয় যুদ্ধে ফরাসিদের প্রধান সেনাপতি কে ছিলেন- কাউন্ট লালি।
38. ভারতের পর্তুগিজ উপনিবেশ গুলির রাজধানী কোথায় ছিল- গোয়া।
39. “পাঞ্জাবের সিংহ” কাকে বলা হয়- রনজিত সিং।
40. “নাগানন্দ” বইটি কার লেখা-হর্ষবর্ধন।
41. দৌলতাবাদ দুর্গ কোথায় আছে-মহারাষ্ট্রে।
4 2.হিন্দি ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র উদন্ত মার্তণ্ড কার সম্পাদনায় প্রকাশিত হয়- যুগলকিশোর সকুলের।
43. ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে- মইনুদ্দিন চিশতী।
44. ভারতের সুরাবর্দী সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা কে ছিলেন- শেখ বাহাউদ্দিন।
45. আলাউদ্দিন প্রথম অভিযান কোন রাজ্য জয় করেন- গুজরাট।
46. যাকাৎ কাদের কাছ থেকে নেওয়া হয়- মুসলিমদের কাছ থেকে।
47. কে সৎনামি বিদ্রোহের নেতৃত্ব দেন- গরিব দাস হাডা।
48. তাজমহলের অনুকরণে তৈরি “বিবি কা মাকবারা” কোথায় আছে- মহারাষ্ট্রের অরঙ্গাবাদ এ।
49. অ্যান্ডারসন কত সালে কলকাতায় কমেট ও ফায়ারফ্লাই নামের দুটি স্টিমার তৈরি করেন-1826 সালে।
50. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে- খিজির খাঁ।
Pingback: ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর – Studious