নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য গুলি কি ছিল অর্থাৎ সিন্ধু সভ্যতার নগরগুলির বৈশিষ্ট্য – Characteristics of Indus Civilization । এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।
সিন্ধু সভ্যতার নগরগুলির বৈশিষ্ট্য – Characteristics of Indus Civilization
স্থান | সময়কাল | আবিষ্কারক | অবস্থান | বৈশিষ্ট্য |
---|---|---|---|---|
হরপ্পা | 1921 খ্রিঃ | দয়ারাম সাহানী | পাঞ্জাবের মন্টগােমারি জেলা, রাভি নদীর তীরে | √বৃহদায়তন শস্যাগার √একমাত্র কফিনবন্দি সমাধি পাওয়া যায় |
মহেঞ্জোদাড়াে | 1922 খ্রিঃ | রাখালদাস বন্দ্যোপাধ্যায় | সিন্ধুর লারকানা প্রদেশ, সিন্ধুনদের তীরে | √বৃহৎ স্নানাগার √উপরের স্তর থেকে ঘােড়ার অস্তিত্ব √সিলমােহরে মাতৃমূর্তির ছবি √ব্রোঞ্জের নৃত্যরতা নারীমূর্তি √সিলমােহরে পশুপতি শিবের ছবি |
কালিবঙ্গান | 1953 খ্রিঃ মতান্তরে 1955 | অমলেন্দ ঘােষ | রাজস্থানে ঘর্ঘরা নদীর তীরে | √সাতটি অগ্নিকুণ্ড √কর্ষিত জমির নিদর্শন √কাঠের লাঙলের নিদর্শন √উটের হাড়ের নিদর্শন |
লােথাল | 1953 খ্রিঃ মতান্তরে 1954 | সিকারিপুরা রঙ্গানাথ রাও | গুজরাটে ভােগাবর নদীর তীরে | √ধানের তুষের নিদর্শন √টেরাকোটায় তৈরি ঘােড়ার মূর্তি √যৌথ সমাধি ভারতের সবচেয়ে প্রাচীন বন্দরনগরী |
বানওয়ালি | 1974 খ্রিঃ | আর.এস.বিস্ট | হরিয়ানার হিসার জেলা | √প্রচুর পরিমাণে বার্লি পাওয়া যায় |
ধােলাভিরা | 1991 খ্রিঃ | আর.এস.বিস্ট, জে.পি.যোশী | গুজরাটে কচ্ছের রণ এলাকায় | √বৃহত্তম কেন্দ্র √উন্নত জল পরিবহণ ব্যবস্থা √নগরের তিনটি অংশ , সিটাডেল ও নিম্ন এলাকা ছাড়া মধ্যবর্তী এলাকার অস্তিত্ব |
কোটদিজি | 1953 খ্রিঃ | ফজল আহমেদ | পাকিস্তানের সিন্ধুপ্রদেশ | √কুমােরের চাকা দ্বারা তৈরি মাটির বাসন √আয়তাকৃতি ইটের চেম্বার √পাঁচটি মাতৃমূর্তির নিদর্শন |
চানহুদাড়ো | 1931 খ্রিঃ | ননী গােপাল মজুমদার | পাকিস্তানের সিন্ধুপ্রদেশ | √কোনাে সিটাডেল এলাকা নেই √কালির দোয়াত √পুঁতি তৈরির কারখানা |
রােপার | 1953 খ্রিঃ মতান্তরে 1955-56 খ্রিঃ | ওয়াই ডি শর্মা | পাঞ্জাব (ভারতবর্ষ) | √কবরস্থান, লিপি, মাটির তৈরি পাত্র, √মাটি এবং পাথর দিয়ে তৈরি বাড়ি √এখানে মানুষের সমাধির নীচে কুকুরের সমাধি পাওয়া যায় |
আরও পড়ুন:
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
Related Questions
প্রশ্ন: হরপ্পা শব্দের অর্থ কি ?
উত্তর: পশুপতির খাদ্য
প্রশ্ন: মহেঞ্জোদারো কথাটির অর্থ কি ?
উত্তর: মৃতের স্তুপ
প্রশ্ন: হরপ্পা সভ্যতার সময়কাল কত ?
উত্তর: ৩০০০ খ্রীঃপূঃ – ১৫০০ খ্রীঃপূঃ
প্রশ্ন: সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ?
উত্তর: ঘোড়া
প্রশ্ন: লোথাল শব্দের অর্থ কি ?
উত্তর: মৃতের স্থান
প্রশ্ন: হরপ্পা সভ্যতায় কোন কোন আত্মরক্ষামূলক অস্ত্রের সন্ধান মেলেনি ?
উত্তর: ঢাল, বর্ম, শিরস্ত্রান প্রভৃতি
প্রশ্ন: সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল ?
উত্তর: কৃষিকাজ।
প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয় ?
উত্তর: লোথাল
প্রশ্ন: সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি ?
উত্তর: তামা
প্রশ্ন: কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত ?
উত্তর: মাকরান
প্রশ্ন: সিন্ধু সভ্যতার শহর গুলো মূলত দুই ভাগে বিভক্ত কিন্তু কোন শহর তিনটি ভাগে বিভক্ত ?
উত্তর: ধোলাভিরা
প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোথায় ষাঁড়ের সিল পাওয়া যায় ?
উত্তর: মাহেঞ্জোদাড়ো
প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোথায় ষাঁড়ের হারের কঙ্কালের অস্তিত্ব পাওয়া যায় ?
উত্তর: সুতকাজেনডোর
প্রশ্ন: সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ফসলের চাষ প্রথম শুরু করেন ?
উত্তর: তুলো
প্রশ্ন: সিন্ধু সভ্যতার লিপি কি ?
উত্তর: বউস্টোফেডন
File Details :
Name : সিন্ধু সভ্যতার নগরগুলির বৈশিষ্ট্য – Characteristics of Indus Civilization
Language : Bengali
Size : KB
No of Page :
Download Link : Click Here For Download (Coming soon)
Pingback: বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা | শ্রেষ্ঠ সম্রাট | শেষ সম্রাট – Studious
Onek kichu janlam