নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো বিভিন্ন লিপি ও রচয়িতার তালিকা যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই বিভিন্ন লিপি ও রচয়িতার তালিকা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
লিপি / প্রশস্তি | কার সম্বন্ধে / আমল | রচয়িতা |
---|---|---|
হাতিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল – এর | |
জুনাগড় প্রশস্তি | শকক্ষত্ৰপরাজ রুদ্রদামনের | |
নাসিক প্রশস্তি | গৌতমীপুত্র সাতকর্ণীর | গৌতমী বলশ্রী |
আইহােল প্রশস্তি | দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
ব্রাক্ষ্মী লিপি | অশােক | হরিষেণ |
নানাঘাট শিলালিপি | প্রথম সাতকর্ণীর | রানি নয়নিকা |
এরাণ শিলালিপি | সমুদ্রগুপ্ত | মন্ত্রী বীরসেন |
এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত | |
সম্পট লিপি | কনিষ্ক | |
ভিতারি শিলালিপি | স্কন্দগুপ্ত | |
খালিমপুর তাম্রলিপি | ধর্মপাল | |
গঞ্জাম লিপি | গৌড়রাজ শশাঙ্ক | |
তিরুমালাই লিপি | প্রথম রাজেন্দ্র চোল | |
তাঞ্জোর লিপি | প্রথম রাজেন্দ্র চোল | |
গােয়ালিয়র প্রশস্তি | প্রথম ভােজরাজ | |
গরুড়ধ্বজ লিপি | হেলিওডােরাস | |
গিরনার শিলালিপি | চন্দ্রগুপ্ত মৌর্য | |
মুঙ্গের লিপি | গৌড়রাজ দেবপাল | |
ক্ৰয়ােদশ লিপি | অশােকের অনুশােচনা ও মানসিক পরিবর্তনের কাহিনি জানা যায় |
|
দিব্যদান | অশােকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায় | |
দেওড়া প্রশস্তি | বিজয় সেন | |
উত্তর মেরু লেখ | চোল রাজাদের কথা জানা যায় |
RELATED QUESTIONS
প্রশ্ন: অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ?
উত্তর:- ব্রাহ্মী লিপি সম্রাট অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পরিচয় বহন করছে। গবেষকরা মেদক জেলার মঞ্জিরা নদীর ধার থেকে একটি শিলালিপি উদ্ধার করেছেন। ওই শিলালিপীতে ব্রাহ্মী লিপি খুঁজে পেয়েছেন তাঁরা ব্রাহ্মী লিপি রাজা অশোকের সময়কার ।
প্রশ্ন: ভারতের পুরান গুলিতে কোন কোন রাজবংশের উল্লেখ আছে?
উত্তর:- হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, কান্ব, শুঙ্গ, সাতবাহন, গুপ্ত ইত্যাদি।
প্রশ্ন: কে কবে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?
উত্তর:- জেমস প্রিন্সেপ 1837 খৃষ্টাব্দে।
প্রশ্ন: ভারতের প্রাচীনতম লিপি নাম ?
উত্তর:- সোহগড় তাম্রলিপি।
প্রশ্ন: তাঞ্জোর লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ?
উত্তর:- তাঞ্জোর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল রাজার কথা জানা যায়।
প্রশ্ন: আইহোল প্রশস্তি কার রচনা ?
উত্তর:- চালুক্যরাজ দ্বিতীয় পুলোকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন।
প্রশ্ন: আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে ?
উত্তর:- আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কীর্তি বর্ণনা করা আছে ।
প্রশ্ন: নাসিক প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর:- গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি রচনা করেন।
File Details :
Name : বিভিন্ন লিপি ও রচয়িতার তালিকা
Language : Bengali
Size : 598KB
No of Page : 02
Download Link : Click Here For Download
Pingback: Group D General Science PDF – Studious
নতুন কিছু শিখলাম