নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf যেটির মধ্যে সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে । আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf
জলবিদ্যুৎ কেন্দ্র | রাজ্য | যে নদীর উপর অবস্থিত |
---|---|---|
কোপিলি জলবিদ্যুৎ প্রকল্প | অসম | উমং |
রাঙা নদী জলবিদ্যুৎ প্রকল্প | অরুণাচলপ্রদেশ | রাঙালি ও ডিকরং |
উমিয়াম জলবিদ্যুৎ প্রকল্প | মেঘালয় | কোপিলি |
পাঞ্চেৎ জলবিদ্যুৎ প্রকল্প | ঝাড়খন্ড | দামোদর |
জওহরসাগর জলবিদ্যুৎ প্রকল্প | রাজস্থান | চম্বল |
রানাপ্রতাপসাগর জলবিদ্যুৎ প্রকল্প | রাজস্থান | চম্বল |
ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্প | পাঞ্জাব | শতদ্রু |
কাদানা জলবিদ্যুৎ প্রকল্প | গুজরাট | মাহি |
উকাই জলবিদ্যুৎ প্রকল্প | গুজরাট | তাপ্তী |
কুন্দা জলবিদ্যুৎ প্রকল্প | তামিলনাড়ু | কুন্দা |
মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প | তামিলনাড়ু | কাবেরী |
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র | উত্তরপ্রদেশ | রিহান্দ |
মানেরীভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র | উত্তরপ্রদেশ | —— |
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র | উত্তরপ্রদেশ | যমুনা ও টোন |
তেহরি জলবিদ্যুৎ প্রকল্প | উত্তরপ্রদেশ | গঙ্গা |
বিষ্ণুগড় পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প | উত্তরপ্রদেশ | অলকানন্দা |
নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্প | জম্মু – কাশ্মীর | বিতস্তা |
দালাল জলবিদ্যুৎ প্রকল্প | জম্মু – কাশ্মীর | চন্দ্রভাগা |
কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র | কয়না |
টাটা জলবিদ্যুৎ প্রকল্প | মহারাষ্ট্র | খােপিলি ও নীলামূল্য |
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র | বিহার | —– |
ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচলপ্রদেশ | বিপাশা |
পক জলবিদ্যুৎ প্রকল্প | হিমাচলপ্রদেশ | বিপাশা |
খাব জলবিদ্যুৎ প্রকল্প | হিমাচলপ্রদেশ | বিপাশা |
দেহার জলবিদ্যুৎ প্রকল্প | হিমাচলপ্রদেশ | শতদ্রু |
বাইরা – সিউল জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচলপ্রদেশ | —– |
গিরি জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচলপ্রদেশ | —– |
রংটং জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচলপ্রদেশ | —– |
সঞ্জয় ( ভাবা ) জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচলপ্রদেশ | —– |
কালী নদী জলবিদ্যুৎ প্রকল্প | কর্ণাটক | কালী |
সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প | কর্ণাটক | সরাবতী |
শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র | কর্ণাটক | —– |
মাচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ | —– |
নিম্ন সিলেবু জলবিদ্যুৎ কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ | সিলেরু |
শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ | —– |
নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ | —– |
বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র | ওড়িশা / অন্ধ্রপ্রদেশ | —– |
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র | ওড়িশা | —– |
ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র | কেরল | —– |
লােকটাক জলবিদ্যুৎ কেন্দ্র | মণিপুর | —– |
আরও পড়ুন ………………
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
Related Questions
প্রশ্ন: অসমের সরকারী ভাষা কী ?
উত্তর: অসমীয়া
প্রশ্ন: অসমের লোক নৃত্য এর নাম কী ?
উত্তর: বিহু
প্রশ্ন: কুচিপুড়ি নৃত্য টি অন্ধ্রপ্রদেশের কোন জেলায় সংঘঠিত হয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নামক আক গ্রামে
প্রশ্ন: মোহিনীঅট্টম নৃত্য টি কোন রাজ্যে সংঘঠিত হয় ?
উত্তর: কেরল রাজ্যে
প্রশ্ন: ভরতনাট্টম নৃত্য টি কোন রাজ্যে সংঘঠিত হয় ?
উত্তর: তামিলনাড়ুতে
প্রশ্ন: ওড়িশার বৃহত্তম কয়লা খনি কোনটি ?
উত্তর: তালচের কয়লা খনি অঞ্চল
প্রশ্ন: ওড়িশার রাজধানীর নাম কি ?
উত্তর: ভুবনেশ্বর
প্রশ্ন: কর্ণাটকের রাজধানীর নাম কি ?
উত্তর: বেঙ্গালুরু
প্রশ্ন: হিমাচলপ্রদেশর রাজধানীর নাম কি ?
উত্তর: সিমলা ( গ্রীষ্ম ) ও ধারামশালা ( শীত )
আশা করি এই ( ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এই PDF টির Download লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details :
Name : ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf
Language : Bengali
Size : 250 KB
No of Page :2 /2
Download Link : Click Here For Download
Pingback: বিভিন্ন খেলার ট্রফি ও কাপ - Sports Cups and Trophies list PDF – Studious
Pingback: বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ - List of Terms are Used in Sports – Studious
Pingback: ভারতের হাইকোর্টের তালিকা PDF - List of High Courts of India – Studious
Pingback: ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in Bengali – Studious
Pingback: মানবদেহের বিভিন্ন হরমোন, উৎস ও কাজ তালিকা pdf – Studious