ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা পিডিএফ
নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা | ভারতের রাজ্য ও রাজধানীর নাম পিডিএফ সহ । যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে এই তালিকাটি বানানো হয়েছে। এই Topic টি থেকে প্রায় 1-2 টি প্রশ্ন এসে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায়। আশা করি এই লেখাটি সকলের খুবই সাহায্যে আসবে।
নম্বর | রাজ্যের নাম | রাজধানী | প্রতিষ্ঠা |
---|---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | হায়দ্রাবাদ | 1 নভেম্বর 1956 |
২ | অরুণাচল প্রদেশ | ইটানগর | 20 ফেব্রুয়ারি 1987 |
৩ | অসম | দিসপুর | 26 জানুয়ারি 1950 |
৪ | বিহার | পাটনা | 26 জানুয়ারি 1950 |
৫ | ছত্তিশগড় | রায়পুর | 1 নভেম্বর 2000 |
৬ | গােয়া | পানাজি | 30 মে 1987 |
৭ | গুজরাট | গান্ধীনগর | 1 মে 1960 |
৮ | হরিয়ানা | চন্ডিগড় | 1 নভেম্বর 1966 |
৯ | হিমাচল প্রদেশ | সিমলা | 25 জানুয়ারি 1971 |
১০ | ঝাড়খন্ড | রাঁচি | 15 নভেম্বর 2000 |
১১ | কর্ণাটক | বেঙ্গালুরু | 1 নভেম্বর 1956 |
১২ | কেরালা | তিরুবন্তপুরম | 1 নভেম্বর 1956 |
১৩ | মধ্যপ্রদেশ | ভােপাল | 1 নভেম্বর 1956 |
১৪ | মহারাষ্ট্র | মুম্বাই | 1 মে 1960 |
১৫ | মনিপুর | ইমফল | 21 জানুয়ারি 1972 |
১৬ | মেঘালয় | শিলং | 21 জানুয়ারি 1972 |
১৭ | মিজোরাম | আইজল | 20 ফেব্রুয়ারি 1987 |
১৮ | নাগাল্যান্ড | কোহিমা | 1 ডিসেম্বর 1963 |
১৯ | ওড়িশা | ভুবেনশ্বর | 26 জানুয়ারী 1950 |
২০ | পাঞ্জাব | চন্ডিগড় | 1 নভেম্বর 1955 |
২১ | রাজস্থান | জয়পুর | 1 নভেম্বর 1955 |
২২ | সিকিম | গ্যাংটক | 16 মে 1975 |
২৩ | তামিলনাড়ু | চেন্নাই | 26 জানুয়ারি 1950 |
২৪ | তেলাঙ্গানা | হায়দ্রাবাদ | 2 জুন 2014 |
২৫ | ত্রিপুরা | আগরতলা | 21 জানু 1972 |
২৬ | উত্তরপ্রদেশ | লখনৌ | 26 জানুয়ারী 1950 |
২৭ | উত্তরাখন্ড | দেরাদুন | 9 নভেম্বর 2000 |
২৮ | পশ্চিমবঙ্গ | কোলকাতা | 1 নভেম্বর 1956 |
নম্বর | কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী | প্রতিষ্ঠা |
---|---|---|---|
১ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | পোর্ট ব্লেয়ার | 1 নভেম্বর 1956 |
২ | চণ্ডীগড় | চণ্ডীগড় | 1 নভেম্বর 1966 |
৩ | দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ | দামান | 26 জানুয়ারী 2020 |
৪ | দিল্লি | নয়াদিল্লি | 9 মে 1905 |
৫ | জম্মু ও কাশ্মীর | শ্রীনগর (গ্রীষ্ম) জম্মু (শীত) | 31 অক্টোবর 2019 |
৬ | লাক্ষাদ্বীপ | কাভরততি | 1 নভেম্বর 1956 |
৭ | পন্ডিচেরি | পন্ডিচেরি | 1 নভেম্বর 1954 |
৮ | লাদাখ | লেহ | 31 অক্টোবর 2019 |
আরও পড়ুন:
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
আশা করি এই ( ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা পিডিএফ ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা টি Offline এ মুখস্ত বা পড়ার জন্য নীচে রয়েছে এই PDF টির Download লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details
File name: ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা পিডিএফ | ভারতের রাজ্য ও রাজধানীর নাম
File size: 248kb
Language: Bengali
Downlaod link: Click here to download
Pingback: বিভিন্ন খেলার ট্রফি ও কাপ - Sports Cups and Trophies list PDF – Studious
Pingback: বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ - List of Terms are Used in Sports – Studious
Pingback: ভারতের হাইকোর্টের তালিকা PDF - List of High Courts of India – Studious