Skip to content

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf | List of Hydro Power Plants in India

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা pdf

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf যেটির মধ্যে সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে । আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf

জলবিদ্যুৎ কেন্দ্র রাজ্য যে নদীর উপর অবস্থিত
কোপিলি জলবিদ্যুৎ প্রকল্প অসম উমং
রাঙা নদী জলবিদ্যুৎ প্রকল্প অরুণাচলপ্রদেশ রাঙালি ও ডিকরং
উমিয়াম জলবিদ্যুৎ প্রকল্প মেঘালয় কোপিলি
পাঞ্চেৎ জলবিদ্যুৎ প্রকল্প ঝাড়খন্ড দামোদর
জওহরসাগর জলবিদ্যুৎ প্রকল্প রাজস্থান চম্বল
রানাপ্রতাপসাগর জলবিদ্যুৎ প্রকল্প রাজস্থান চম্বল
ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্প পাঞ্জাব শতদ্রু
কাদানা জলবিদ্যুৎ প্রকল্প গুজরাট মাহি
উকাই জলবিদ্যুৎ প্রকল্প গুজরাট তাপ্তী
কুন্দা জলবিদ্যুৎ প্রকল্প তামিলনাড়ু কুন্দা
মেত্তুর জলবিদ্যুৎ প্রকল্প তামিলনাড়ু কাবেরী
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ রিহান্দ
মানেরীভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ ——
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ যমুনা ও টোন
তেহরি জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশ গঙ্গা
বিষ্ণুগড় পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প উত্তরপ্রদেশ অলকানন্দা
নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্প জম্মু – কাশ্মীর বিতস্তা
দালাল জলবিদ্যুৎ প্রকল্প জম্মু – কাশ্মীর চন্দ্রভাগা
কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র কয়না
টাটা জলবিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্র খােপিলি ও নীলামূল্য
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র বিহার —–
ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচলপ্রদেশ বিপাশা
পক জলবিদ্যুৎ প্রকল্প হিমাচলপ্রদেশ বিপাশা
খাব জলবিদ্যুৎ প্রকল্প হিমাচলপ্রদেশ বিপাশা
দেহার জলবিদ্যুৎ প্রকল্প হিমাচলপ্রদেশ শতদ্রু
বাইরা – সিউল জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচলপ্রদেশ —–
গিরি জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচলপ্রদেশ —–
রংটং জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচলপ্রদেশ —–
সঞ্জয় ( ভাবা ) জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচলপ্রদেশ —–
কালী নদী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক কালী
সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক সরাবতী
শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক —–
মাচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ —–
নিম্ন সিলেবু জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ সিলেরু
শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ —–
নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ —–
বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র ওড়িশা / অন্ধ্রপ্রদেশ —–
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র ওড়িশা —–
ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র কেরল —–
লােকটাক জলবিদ্যুৎ কেন্দ্র মণিপুর —–
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা

 

আরও পড়ুন ………………

দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf

Related Questions

প্রশ্ন: অসমের সরকারী ভাষা কী ?
উত্তর: অসমীয়া

প্রশ্ন: অসমের লোক নৃত্য এর নাম কী ?
উত্তর: বিহু

প্রশ্ন: কুচিপুড়ি নৃত্য টি অন্ধ্রপ্রদেশের কোন জেলায় সংঘঠিত হয় ?
উত্তর: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নামক আক গ্রামে

প্রশ্ন: মোহিনীঅট্টম নৃত্য টি কোন রাজ্যে সংঘঠিত হয় ?
উত্তর: কেরল রাজ্যে

প্রশ্ন: ভরতনাট্টম নৃত্য টি কোন রাজ্যে সংঘঠিত হয় ?
উত্তর: তামিলনাড়ুতে

প্রশ্ন: ওড়িশার বৃহত্তম কয়লা খনি কোনটি ?
উত্তর: তালচের কয়লা খনি অঞ্চল

প্রশ্ন: ওড়িশার রাজধানীর নাম কি ?
উত্তর: ভুবনেশ্বর

প্রশ্ন: কর্ণাটকের রাজধানীর নাম কি ?
উত্তর: বেঙ্গালুরু

প্রশ্ন: হিমাচলপ্রদেশর রাজধানীর নাম কি ?
উত্তর: সিমলা ( গ্রীষ্ম ) ও ধারামশালা ( শীত )

আশা করি এই ( ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf ) GK DOSE টি থেকে আপনারা  খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এই  PDF টির Download লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।

File Details :

Name : ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র – List of Hydro Power Plants in India pdf
Language : Bengali
Size : 250 KB
No of Page :2 /2 
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page