নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো সমস্ত রাজ্যের সংক্ষিপ্ত তথ্য যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই সমস্ত রাজ্যের সংক্ষিপ্ত তথ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
অন্ধ্রপ্রদেশ :
রাজধানী – হায়দ্রাবাদ, আমারাবতী।
প্রথম মুখ্যমন্ত্রী – নীলম সঞ্জীব রেড্ডি।
বর্তমান মুখ্যমন্ত্রী – ওয়াই. এস. জগনমোহন রেড্ডি।
রাজ্যপাল – বিস্বভূষণ হরি চন্দন।
আয়তন – ১৬২,৯৭০ বর্গ কিলোমিটার।
ভাষা – তেলেগু।
অরুনাচল প্রদেশ :
রাজধানী – ইটানগর।
প্রথম মুখ্যমন্ত্রী – প্রেম খান্ডু তুঙ্গন।
বর্তমান মুখ্যমন্ত্রী – শ্রী পেমা খান্ডু।
রাজ্যপাল – বি.ডি. মিশ্রা।
আয়তন – ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার।
ভাষা – আসামী, বাংলা, নেপালি।
আসাম :
রাজধানী – দিশপুর।
প্রথম মুখ্যমন্ত্রী – গোপীনাথ বরদৌলে।
বর্তমান মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সোনোয়াল।
রাজ্যপাল – জগদীশ মুখি।
আয়তন – ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার।
ভাষা – অসমী, বাংলা।
বিহার :
রাজধানী – পাটনা।
প্রথম মুখ্যমন্ত্রী – কৃষ্ণ সিং।
বর্তমান মুখ্যমন্ত্রী – নিতিশ কুমার।
রাজ্যপাল – ফাগু চৌহান।
আয়তন – ৯৪,১৬৩ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি, উর্দু।
ছত্তিশগড় :
রাজধানী – রায়পুর।
প্রথম মুখ্যমন্ত্রী – অজিত যোগী।
বর্তমান মুখ্যমন্ত্রী – ভূপেশ বাঘেল।
রাজ্যপাল – অনুসুইয়া ইউআইকেই।
আয়তন – ১,৩৫,১৯২ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি, ছত্তিশগড়ী।
গোয়া :
রাজধানী – পানাজি।
প্রথম মুখ্যমন্ত্রী – দয়ানন্দ শ্রী বন্দোদকর।
বর্তমান মুখ্যমন্ত্রী – প্রমোদ সাওয়ন্ত।
রাজ্যপাল – সত্যাপাল মালিক।
আয়তন – ৩,৭০২ বর্গ কিলোমিটার।
ভাষা কোঙ্কনী।
গুজরাট :
রাজধানী – গান্ধীনগর।
প্রথম মুখ্যমন্ত্রী – জে.এন. মেহতা।
বর্তমান মুখ্যমন্ত্রী – বিজয় রূপানি।
রাজ্যপাল – আচার্যদেব ভ্রাট ।
আয়োতন – ১৯৬,০২৪ বর্গ কিলোমিটার।
ভাষা – গুজরাটী, হিন্দি।
হরিয়ানা :
রাজধানী – চন্ডীগর।
প্রথম মুখ্যমন্ত্রী – বি.ডি. শর্মা।
বর্তমান মুখ্যমন্ত্রী – মনোহরলাল খাট্রার।
রাজ্যপাল – সত্যদেব নারায়ণ আচার্য।
আয়তন – ৪৪,২১২ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি, পাঞ্জাবী।
হিমাচল প্রদেশ :
রাজধানী – সিমলা।
প্রথম মুখ্যমন্ত্রী – ওয়াই.এস. পরমার।
বর্তমান মুখ্যমন্ত্রী – জয় রাম ঠাকুর।
রাজ্যপাল – বান্দারু দত্তাত্রেও।
আয়তন – ৫৫,৬৭৩ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি, ইংরেজি।
ঝাড়খন্ড :
রাজধানী – রাচী।
প্রথম মুখ্যমন্ত্রী – বাবুলাল মান্ডি।
বর্তমান মুখ্যমন্ত্রী – রঘুবর দাস।
রাজপাল – দ্রোপদী মুর্মু।
আয়তন – ৭৯,৭১৪।
ভাষা – হিন্দি।
কর্নাটক :
রাজধানী – বেঙ্গালুরু।
প্রথম মুখ্যমন্ত্রী – কে.সি. রেড্ডি।
বর্তমান মুখ্যমন্ত্রী – বি এস ইয়েডিউরাপ্পা।
রাজ্যপাল – বাজুভাই ভালা।
আয়তন – ১৯১,৭৯১ বর্গ কিলোমিটার।
ভাষা – কন্নড়, ইংরেজি।
কেরল :
রাজধানী – তিরুবনন্তপুরম।
প্রথম মুখ্যমন্ত্রী – ই.এম.এস. নাম্বুদিরিপাদ।
বর্তমান মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন।
রাজ্যপাল – পি. সদাশিবম।
আয়তন – ৩৮,৮৬৩ বর্গ কিলোমিটার।
ভাষা – মালায়ালম।
মধ্যপ্রদেশ :
রাজধানী – ভোপাল।
প্রথম মূখ্যমন্ত্রী – রবিশঙ্কর শুক্লা।
বর্তমান মুখ্যমন্ত্রী – কমল নাথ।
রাজ্যপাল – লালজী ট্যান্ডন।
আয়তন – ৩০৮,২৫২ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি।
মহারাষ্ট্র :
রাজধানী – মুম্বাই।
প্রথম মুখ্যমন্ত্রী – ওয়াই চৌহান।
বর্তমান মুখ্যমন্ত্রী – দেবেন্দ্র ফড়নবিস।
রাজ্যপাল – চেননা মেনী বিদ্যাসাগর রাও।
আয়তন – ৩০৭,৭১৩ বর্গ কিলোমিটার।
ভাষা – মারাঠী, হিন্দি।
মনিপুর :
রাজধানী – ইম্ফল।
প্রথম মুখ্যমন্ত্রী – মাইরেম্বাম কোইরেঙ্গ সিং।
বর্তমান মুখ্যমন্ত্রী – এন. বিরেন সিং।
রাজ্যপাল – নাজমা এ. হেপতুল্লা।
আয়তন – ২২,৩২৭ বর্গ কিলোমিটার।
ভাষা – মনিপুরী।
মেঘালয় :
রাজধানী – শিলং।
প্রথম মুখ্যমন্ত্রী – ডব্লুৎ.এ. সাংমা।
বর্তমান মুখ্যমন্ত্রী – কোনরাড সাংমা।
রাজ্যপাল – তথাগত রায়।
আয়োতন – ২২,৪২৯ বর্গ কিলোমিটার।
ভাষা – খাসি, বাংলা, গারো।
মিজোরাম :
রাজধানী – আইজল।
প্রথম মুখ্যমন্ত্রী – চ. চুঙ্গা।
বর্তমান মুখ্যমন্ত্রী – জোরাম যাঙ্গা।
রাজ্যপাল – জগদীশ মুখী।
আয়তন – ২১,০৮৭ বর্গ কিলোমিটার।
ভাষা – মিজো, হিন্দি, ইংরেজি।
নাগাল্যান্ড :
রাজধানী – কোহিমা।
প্রথম মুখ্যমন্ত্রী – পি. সিলুয়াও।
বর্তমান মুখ্যমন্ত্রী – নিফিহু রিও।
রাজ্যপাল – আর এন রবি।
আয়তন – ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার।
ভাষা – নাগামিজ।
ওড়িশা :
রাজধানী – ভুবনেশ্বর।
প্রথম মুখ্যমন্ত্রী – কৃষ্ণচন্দ্র গজপতি।
বর্তমান মুখ্যমন্ত্রী – নবীন পট্রনায়ক।
রাজ্যপাল – প্রফেসর গনেশী লাল।
আয়তন – ১৫৫,৭০৭ বর্গ কিলোমিটার।
ভাষা – ওড়িয়া।
পাঞ্জাব :
রাজধানী – চন্ডীগড়।
প্রথম মুখ্যমন্ত্রী – জি.সি. ভার্গব।
বর্তমান মুখ্যমন্ত্রী – ক্যাপ্টেন অম রেন্দ্র সিং।
রাজ্যপাল – ভি.পি. সিং বাদনোর।
আয়তন – ৩৫৫,৫৯১ বর্গ কিলোমিটার।
ভাষা – পাঞ্জাবী।
রাজস্থান :
রাজধানী – জয়পুর।
প্রথম মুখ্যমন্ত্রী – হীরালাল শাস্ত্রী।
বর্তমান মুখ্যমন্ত্রী – অশোক গেহলত।
রাজ্যপাল – কল্যান সিং।
আয়তন – ৩৪২,২৩৯ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি, ইংরেজী।
সিকিম :
রাজধানী – গ্যাংটক।
প্রথম মুখ্যমন্ত্রী – কে.এল. দজি।
বর্তমান মুখ্যমন্ত্রী – প্রেম সিং তামাং।
রাজ্যপাল – গঙ্গা প্রসাদ।
ভাষা – নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, মাঙ্গের, তামাঙ্গ।
তামিলনাড়ু :
রাজধানী – চেন্নাই।
প্রথম মুখ্যমন্ত্রী – পি.এস. কুমারস্বামী।
বর্তমান মুখ্যমন্ত্রী – এডাপ্পাডি পলানিসামি।
রাজ্যপাল – বনওয়ারি লাল পুরোহিত।
আয়তন – ১৩০,০৬০ বর্গ কিলোমিটার।
ভাষা – তামিল।
তেলেঙ্গানা :
রাজধানী – হায়দ্রাবাদ।
প্রথম মুখ্যমন্ত্রী – কে. চন্দ্রশেখর রাও।
বর্তমান মুখ্যমন্ত্রী – কে. চন্দ্রশেখর রাও।
রাজ্যপাল – ই.এস.এল. নরসীমা।
আয়তন – ১১২,০৭৭ বর্গ কিলোমিটার।
ভাষা – তেলেগু, উর্দু।
ত্রিপুরা :
রাজধানী – আগরতলা।
প্রথম মুখ্যমন্ত্রী – সচিন্দ্র লাল সিং।
বর্তমান মুখ্যমন্ত্রী – বিপ্লব কুমার দেব।
রাজ্যপাল – রমেশ বাইশ।
আয়তন – ১০,৪৯১ বর্গ কিলোমিটার।
ভাষা – বাংলা।
উত্তর প্রদেশ :
রাজধানী – লক্ষ্ণৌ।
প্রথম মুখ্যমন্ত্রী – গোবিন্দ বল্লভ পন্থ।
বর্তমান মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
রাজ্যপাল – অনন্দীবেন প্যাটেল।
আয়তন – ২৪৩,২৯০ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি।
উত্তরাখন্ড :
রাজধানী – দেরাদুন।
প্রথম মুখ্যমন্ত্রী – নিত্যানন্দ স্বামী।
বর্তমান মুখ্যমন্ত্রী – ত্রিভেন্দ্র সিং রাওয়ত।
রাজ্যপাল – বেবী রানী মৌর্য।
আয়তন – ৫৪,৪৮৩।
ভাষা – হিন্দি, সংস্কৃত।
পশ্চিমবঙ্গ :
রাজধানী – কলকাতা।
প্রথম মুখ্যমন্ত্রী – প্রফুল্লচন্দ্র ঘোষ।
বর্তমান মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপাল – জাগদীপ ধানখর।
আয়তন – ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।
ভাষা – বাংলা।
কেন্দ্র শাসিত অঞ্চল
দিল্লি :
রাজধানী – নতুনদিল্লি।
প্রথম মুখ্যমন্ত্রী – চৌধুরি ব্রক্ষপ্রকাস।
বর্তমান মুখ্যমন্ত্রী – অরবিন্দ কেজরিয়াল ।
রাজ্যপাল – অনিল বাইজাল।
আয়তন – ১,৪৮৪ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি।
পুদুচেরি :
রাজধানী – পন্ডিচেরি।
প্রথম মুখ্যমন্ত্রী – এডওয়ার্ড গৌবার্ট।
বর্তমান মুখ্যমন্ত্রী – ভি. নারায়নাস্বামী।
রাজ্যপাল – কিরন বেদি।
আয়তন – ৫৬২ বর্গ কিলোমিটার।
ভাষা – তামিল, মালয়ালম, তেলেগু।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ :
রাজধানী ও প্রধান শহর – পোর্ট ব্লেয়ার।
আয়তন – ৮,২৫০ বর্গ কিলোমিটার।
ভাষা – হিন্দি , ইংরেজি।
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ :
রাজধানী – দমন।
আয়তন – ৬০৩ বর্গ কিলোমিটার।
ভাষা – গুজরাটি , হিন্দি , ইংরেজি।
লক্ষদ্বীপ :
রাজধানী – কাবারট্রি।
আয়তন – ৩২ বর্গ কিলোমিটার।
ভাষা – মালয়ালম , ইংরেজি।
জম্মু ও কাশ্মীর :
রাজধানী – জম্মু ( শীতকালীন ), কাশ্মীর ( গ্রীষ্মকালীন )।
আয়তন – ২,২২,২৩৬ বর্গ কিলোমিটার।
ভাষা – উর্দু।
চন্ডীগড় :
আয়তন – ১১৪ বর্গ কিলোমিটার।
ভাষা – পাঞ্জাবি , ইংরেজি।
লাদাখ :
রাজধানী – লেহ , কার্গিল।
আয়তন – ৫৯,১৪৬ বর্গ কিলোমিটার।
ভাষা – লাদাখি , হিন্দি , ইংরেজি।
FILE DETAILS
Name : সমস্ত রাজ্যের সংক্ষিপ্ত তথ্য
Language : Bengali
Size : 684KB
No of Page : 09
Download Link : Click Here For Download
Pingback: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal – Studious