নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো বিভিন্ন রাশির একক PDF যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই বিভিন্ন রাশির একক PDF সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
বিভিন্ন রাশির একক PDF
বিভিন্ন রাশি | এককসমূহ |
---|---|
আয়তন | ঘনসেমি ( cm3 বা cc ) এবং ঘনমি ( m3 ) |
ক্ষেত্রফল | বর্গসেমি ( cm2 ) এবং বর্গমি ( m2 ) |
ঘনত্ব | গ্রাম / সেমি3 ( g . cm-3 ) ও কিগ্রা / মি3 ( kg · m-3 ) |
বেগ | সেমি / সেকেন্ড ( cm . s-1 ) ও মিটার / সেকেন্ড ( m · s−1 ) |
ত্বরণ | সেমি / সেকেন্ড2 ( cm · s –2 ) ও মি / সেকেন্ড2 ( m · s −2 ) |
বল | ডাইন ও নিউটন ( N ) [ 1 N = 105 dyne ] |
কার্য এবং শক্তি | আর্গ ও জুল [ 1 J = 107 erg ] |
ক্ষমতা | ওয়াট ( W ) ও কিলোওয়াট ( kW ) |
ক্ষমতা | হর্সপাওয়ার [ 1HP = 746W ] ( ব্যাবহারিক একক ) |
চাপ | পাস্কাল বা নিউটন / মি 2 ( N · m –2 ) |
তড়িদাধান | কুলম্ব |
ধারকত্ব | ফ্যারাড |
তড়িৎবিভব এবং বিভবপ্রভেদ | ভোল্ট |
রোধ | ওহম |
রোধাঙ্ক | ওহম · সেমি ( Ω.cm ) ; ওহম · মিটার ( Ω.m ) |
কম্পাঙ্ক | হার্জ বা সাইকেলস্ প্রতি সেকেন্ড |
কোণ | রেডিয়ান ও স্টেরেডিয়ান |
নক্ষত্রদের দূরত্ব | আলোকবর্ষ এবং পারসেক ( দূরত্বের সবচেয়ে বড়ো একক ) |
বায়ুমণ্ডলীয় চাপ | অ্যাটমস্ফিয়ার , টর , বার |
হিরেসহ মূল্যবান পাথরের ওজন | ক্যারাট ( 1 ct = 0.20g ) |
সোনা বা সোনাসংকরের বিশুদ্ধতা | ক্যারাট |
তাপমাত্রা | সেন্টিগ্রেড ( ° C ), ডিগ্রি ফারেনহাইট ( ° F ) ও কেলভিন ( K ) |
শব্দের তীব্রতা | বেল, ডেসিবেল |
জলের গভীরতা | ফ্যাদম ( 1 fathom = 6 ft ) |
তরলের পরিমাণ | গ্যালন ও ব্যারেল [ 1 barrel = 31.5 gallon, 1 gallon = 4.536 It ] |
অ্যালকোহলের মাত্রা | হোগশেড |
জাহাজের গতিবেগ | নট [ 1 knot = 0.514 m/s ] |
তরঙ্গদৈর্ঘ্য | অ্যাংস্ট্রম ( Å ) [ 1Å = 10–8 cm ] |
তাপ | ক্যালোরি, জুল ও ব্রিটিশ থার্মাল একক |
আলোর পরিমাণ | লাক্স |
দীপ্তিপ্রবাহ | লুমেন |
অণু – পরমাণুর ভর | ডালটন ( dalton ) ও পারমাণবিক ভর একক |
লেন্সের ক্ষমতা | ডায়োপ্টার |
বিদ্যুৎশক্তি | কিলোওয়াট ঘণ্টা |
শব্দের তীক্ষ্ণতা | ফ্রীকুয়েন্সি |
Covered Topic :
বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF, বিভিন্ন রাশির তালিকা PDF, বিভিন্ন ভৌত রাশির একক ও মাত্রা PDF, দীপ্তি প্রবাহের একক কি, লুমেন কিসের একক, আলোর একক কি
File Details :
Name : বিভিন্ন রাশির একক PDF
Language : Bengali
Size : 701KB
No of Page : 01
Download Link : Click Here For Download
Pingback: পরিমাপক যন্ত্রসমূহের তালিকা পিডিএফ – Studious
Pingback: পরিমাপক যন্ত্রসমূহের তালিকা- List of Measuring Instruments pdf – Studious
Pingback: পরিমাপক যন্ত্রসমূহের তালিকা- List of Measuring Instruments pdf – Studious