ভারতের প্রতিবেশী দেশ সমূহের বিবরন-List of neighbouring countries of india details
হ্যালো বন্ধুরা আজ আমরা আবার হাজির হয়েছি নতুন একটি গুরুত্বপূর্ণ post নিয়ে। আজ আমরা আলোচনা করব ভারতের প্রতিবেশী দেশ গুলি সম্পর্কে। ভারতের প্রতিবেশী দেশ গুলি সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ এই post টির মাধ্যমে পাঠকগণের কাছে তুলে ধরলাম।
ভারতের মোট প্রতিবেশী দেশ গুলির সংখ্যা হল ৯ টি। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার, পশ্চিমে পাকিস্তান, উত্তর-পশ্চিমে আফগানিস্তান, উত্তরে চীন, নেপাল, ভুটান এবং দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের প্রতিবেশী দেশ গুলির মধ্যে চীন হল সর্ববৃহৎ এবং মালদ্বীপ হল সর্বাপেক্ষা ছোট।
ভারতের প্রতিবেশী দেশ সমূহ বিশেষ তথ্য
বাংলাদেশ:
আয়তন : ১৪১৫৭০ বর্গকিমি
রাজধানী : ঢাকা
প্রধানমন্ত্রী : শেখ হাসিনা
রাষ্ট্রপতি : আবদুল হামিদ
দৈর্ঘ্য (km) : 4096
দৈর্ঘ্য (%) : 26.95
মুদ্রার নাম : টাকা
প্রধান ভাষা : বাংলা
উচ্চতম পর্বতশৃঙ্গ : কেওক্রাডং
প্রধান নদনদী : মেঘনা , পদ্মা , যমুনা
দীর্ঘতম নদী : মেঘনা, পদ্মা
ভারত ও বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য : 4096.7 কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ।
* পাট শিল্প হলাে এই দেশের প্রধানশিল্প ।
* বাংলাদেশের নারায়ণগঞ্জকে ‘ প্রাচ্যের ডান্ডি ‘ বলা হয় ।
* ভারতের সাথে এই দেশের দীর্ঘতম সীমানা আছে , যার নাম তিন বিঘা করিডর ।
মায়ানমার:
আয়তন : ৬৭৬৫৭৭ বর্গকিমি
রাজধানী : নেফেইদাও
দৈর্ঘ্য (km) : 1158
দৈর্ঘ্য (%) : 9.59
মুদ্রার নাম : কিয়াত
প্রধান ভাষা : বর্মী
উচ্চতম পর্বতশৃঙ্গ : কাকাবােরাজি
প্রধান নদনদী : ইরাবতী
দীর্ঘতম নদী : ইরাবতী
ভারত ও মায়ানমার এর সীমান্ত দৈর্ঘ্য : 1643 কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ।
* এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ ।
* একে প্যাগােডার দেশ বলা হয় কারণ ঐ দেশে প্রচুর পরিমাণে বৌদ্ধ মন্দির অবস্থিত ।
* এই দেশটি সিতবা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে ।
নেপাল:
আয়তন : ১৪৭১৮১ বর্গকিমি
রাজধানী : কাঠমান্ডু
প্রধানমন্ত্রী : খড়গ প্রসাদ শর্মা ওলী
রাষ্ট্রপতি : বিদ্যা ভান্ডারী
দৈর্ঘ্য (km) : 1752
দৈর্ঘ্য (%) : 11.53
মুদ্রার নাম : নেপালী রুপী
প্রধান ভাষা : নেপালী
উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট
প্রধান নদনদী : কর্নালী , কোশী , কালসেতি
দীর্ঘতম নদী : কালী কণ্ডক
ভারত ও নেপালের সীমান্ত দৈর্ঘ্য : 1751কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম ।
* কাঠমান্ডুতে SAARC- এর সদরদপ্তর অবস্থিত ।
* নেপালের চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্ঠিত অর্থাৎ এটি Landlocked Country ।
* ৮০০০ মিটারেরও অধিক উচ্চতাসম্পন্ন হিমালয়ের ১৪ টি শৃঙ্গের মধ্যে ৮ টি নেপালে অবস্থিত ।
ভূটান:
আয়তন : ৩৮৩৯৪ বর্গকিমি
রাজধানী : থিম্পু
প্রধানমন্ত্রী : লোটে শেরিং
দৈর্ঘ্য (km) : 587
দৈর্ঘ্য (%) : 3.86
মুদ্রার নাম : গুলট্রাম
প্রধান ভাষা : জংখা
উচ্চতম পর্বতশৃঙ্গ : কুলকাংড়ি
প্রধান নদনদী : মানস
দীর্ঘতম নদী : মানস
ভারত ও ভূটানের সীমান্ত দৈর্ঘ্য : 699 কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ।
* এটি গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত ।
* ভারতের সহযােগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুত কেন্দ্র গড়ে তােলা হয়েছে ।
* বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ ভুটান ।
চীন:
আয়তন : ৯৫৭২৯০০ বর্গকিমি
রাজধানী : বেজিং
রাষ্ট্রপতি : শি চিনফিং
দৈর্ঘ্য (km) : 3917
দৈর্ঘ্য (%) : 25.77
মুদ্রার নাম : রেনমিনবি বা ইউয়ান
প্রধান ভাষা : মান্দারিন , ক্যান্টনিজ
উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট
প্রধান নদনদী : ইয়াং সি কিয়াং, হোয়াং হো
দীর্ঘতম নদী : ইয়াং সি কিয়াং
ভারত ও চীনের সীমান্ত দৈর্ঘ্য : 3488 কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : লাদাখ , হিমাচলপ্রদেশ উত্তরাখণ্ড , সিকিম ও অরুনাচলপ্রদেশ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা ভাগ করে আছে ।
* হােয়াং হাে নদীকে চিনের দুঃখ বলা হয় ।
* ভারত ও চিনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ম্যাকমােহন লাইন ।
* ১৯৭৯ সালে জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য সরকার ‘ একটি পরিবার একটি সন্তান ‘ নীতি চালু করে ।
* হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার বলা হয় ।
* জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ ।
পাকিস্তান:
আয়তন : ৮৮১৯১৩ বর্গকিমি
রাজধানী : ইসলামাবাদ
প্রধানমন্ত্রী : ইমরান খান
রাষ্ট্রপতি : আরিফ আলভী
দৈর্ঘ্য (km) : 3310
দৈর্ঘ্য (%) : 21.78
মুদ্রার নাম : পাকিস্তানী রুপী
প্রধান ভাষা : উর্দু
উচ্চতম পর্বতশৃঙ্গ : তিরিচমির
প্রধান নদনদী : সিন্ধু
দীর্ঘতম নদী : সিন্ধু
ভারত ও পাকিস্তানের সীমান্ত দৈর্ঘ্য : 3323 কিলোমিটার
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : জম্মু – কাশ্মীর,গুজরাট , রাজস্থান , এবং পাঞ্জাব ।
* ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম র্যাডক্লিফ লাইন , লাইন অফ কন্ট্রোল এবং ক্রিক প্রণালী ।
* ” পাকিস্তান ” নামটির অর্থ ‘ পবিত্রদের দেশ ।
* পৃথিবীর দ্বিতীয় উষ্ণতমস্থান জোকোবাবাদ এখানে অবস্থিত ।
* পাকিস্তান এর ক্যারেজ প্রথায় জলসেচ উল্লেখযােগ্য ।
আফগানিস্তান:
আয়তন : ৬৫২৮৬৪ বর্গকিমি
রাজধানী : কাবুল
রাষ্ট্রপতি : আশরাফ গনি
দৈর্ঘ্য (km) : 80
দৈর্ঘ্য (%) : 0.52
মুদ্রার নাম : আফগানি
প্রধান ভাষা : পাস্ত , ডরি
উচ্চতম পর্বতশৃঙ্গ : নােশাক
প্রধান নদনদী : আমুদরিয়া , হেলমন্দ
দীর্ঘতম নদী : হেলমন্দ
ভারত ও পাকিস্থানের সীমান্ত দৈর্ঘ্য : ১০৬ কিমি ।
ভারতীয় সীমান্ত স্পর্শকারী রাজ্য : জম্মু ও কাশ্মীর ( পাক অধিকৃত কাশ্মীর )
* ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম ডুরান্ড লাইন ।
* আফগানিস্তানের নামের অর্থ আফগানদের দেশ ।
* পশুপালন হলাে গুরুত্বপূর্ণ জীবিকা ।
* আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ ।
শ্রীলঙ্কা:
আয়তন : ৬৫৬১০ বর্গকিমি
রাজধানী : শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে
প্রধানমন্ত্রী : মহিন্দ রাজাপক্ষ
রাষ্ট্রপতি : গোতাবায়া রাজপক্ষ
মুদ্রার নাম : শ্রীলংকান রুপী
প্রধান ভাষা : সিংহলী
উচ্চতম পর্বতশৃঙ্গ : পেড্রলাগালা
প্রধান নদনদী : মহাভেলি নদী বা মহাবলি গঙ্গা
দীর্ঘতম নদী : মহাভেলি নদী
* ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী সাগরের নাম মান্নার উপসাগর ।
* দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামে পরিচিত ।
* পক প্রণালী দ্বারা ভারত থেকে বিছিন্ন করেছে ।
* জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয় ।
মালদ্বীপ:
আয়তন : ২৯৮ বর্গকিমি
রাজধানী : মালে
রাষ্ট্রপতি : ইব্রাহিম মোহামেদ সোলিহ
মুদ্রার নাম : রূফিয়া
প্রধান ভাষা : ধিভেহী
* স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্রপৃষ্ট থেকে মাত্র ২.৪ মিটার উচ্চতায় অবস্থিত ।
* পৃথিবীর নিম্নতম দেশ এটি ।
* পর্যটন শিল্প হলাে এখানকার অন্যতম শিল্প ।
আরও পড়ুন ………………
▶ কে কোন খেলার সাথে যুক্ত – List of Famous Sport Personalities
▶ ভারতের হাইকোর্টের তালিকা PDF – List of High Courts of India
▶ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী নাম কি ?
উত্তর শেখ হাসিনা
প্রশ্ন ভুটানের প্রধানমন্ত্রী নাম কি ?
উত্তর লোটে শেরিং
প্রশ্ন আবগানিস্থানের রাষ্ট্রপতির নাম কী ?
উত্তর হামিদ কারজাই
প্রশ্ন চীনের রাষ্ট্রপতির নাম কী ?
উত্তর শি চিনফিং
প্রশ্ন পাকিস্থানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?
উত্তর ইমরান খান
প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কি ?
উত্তর ভুটানের মুদ্রার নাম গুলট্রাম ।
প্রশ্ন চীনের মুদ্রার নাম কি ?
উত্তর রেনমিনবি
প্রশ্ন নেপালের মুদ্রার নাম কি ?
উত্তর নেপালি রুপি
প্রশ্ন আফগানিস্তান এর মুদ্রার নাম কি?
উত্তর আফগান আফগানি
প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কি ?
উত্তর বর্মী ক্যত
আশা করি এই (ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India) পোস্ট টি পড়ে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India PDF টি Offline এ পড়ার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details :
Name : ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে PDF
Language : Bengali
Size : 310 KB
No of Page : 5/5
Download Link : Click Here For Download
Pingback: আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf - important Boundaries Lines – Studious
Pingback: ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম এর তালিকা pdf – Studious
Pingback: ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি - Historic treaty / agreement of India – Studious
Pingback: MCQ Questions and Answers in bengali | GK Practice Set – Studious
Pingback: ভারতের কৃষি গবেষণাগার - List of agricultural laboratories – Studious
Pingback: ভারতের কৃষি গবেষণাগার - List of agricultural laboratories – Studious
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF - Folk dances of different states – Studious
Pingback: সংবহন প্রশ্ন উত্তর - Circulation Related Questions Answer – Studious
Pingback: পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF – Studious
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF - Folk dances of different states – Studious