নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি ভারতের কৃষি গবেষণাগার অর্থাৎ ভারতের কৃষি গবেষণাগার তালিকা pdf – List of agricultural laboratories । এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।
ভারতের কৃষি গবেষণাগার – List of agricultural laboratories
গবেষণাগার | অবস্থান |
---|---|
Indian Council of Agricultural Research ( ICAR ) | নিউ দিল্লি ( দিল্লি ) |
National Dairy Research Institute ( NDRI ) | কারনাল ( হরিয়ানা ) |
Botanical Survey of India ( BSI ) | কলকাতা ( পশ্চিমবঙ্গ ) |
Central Research Institute for Jute and Allied Fibres ( CRIJAF ) | ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ ) |
Central Institute for Research on Goats ( CIRG ) | মথুরা ( উত্তরপ্রদেশ ) |
Indian Institute of Sugarcane Research ( IISR ) | লখনউ ( উত্তরপ্রদেশ ) |
Central Institute for Research on Cotton Technology ( CIRCOT ) | মুম্বই ( মহারাষ্ট্র ) |
Central Poultry Development Organisation | বেঙ্গালুরু ( কর্ণাটক ) |
Central Sericulture Research and Training Institute | মহীশূর ( কর্ণাটক ) |
Central Coffee Research Institute ( CCRI ) | কাশাড়গড় ( কেরল ) |
Central Leather Research Institute ( CLRI ) | চেন্নাই ( তামিলনাড় ) |
Central Potato Research Institute ( CPRI ) | সিমলা ( হিমাচল প্রদেশ ) |
Tocklai Experimental Station | টোকলাই ( জোড়হাট – অসম ) |
Rubber Research Institute of India | কোট্টায়াম ( কেরল ) |
Central Tobacco Research Institute | রাজমুন্দ্রি ( অন্ধ্রপ্রদেশ ) |
Central Rice Research Institute ( CRRI ) | কটক ( ওডিশা ) |
Chinsurah Rice Research Centre | চুঁচুড়া ( পশ্চিমবঙ্গ ) |
Indian Institute of Spices Research ( IISR ) | কালিকট ( কেরল ) |
National Dairy Development Board | আনন্দ ( গুজরাত ) |
Coconut Research Station | বলরামপুরম ( কেরল ) |
Central Marine Fisheries Research Institute | কোচি ( কেরল ) |
Central Inland Fisheries Research Institute | ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ ) |
Sugarcane Breeding Institute | কোয়েম্বাটোর ( তামিলনাড়ু ) |
Defence Food Research Laboratory | মহীশূর ( কর্ণাটক ) |
Indian Agricultural Research Institute ( IARI ) | পুসা , নিউ দিল্লি ( দিল্লি ) |
Central Salt and Chemical Research Institute | ভাবনগর ( গুজরাট ) |
আরও পড়ুন:
◪ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
◪ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
◪ ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
◪ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
◪ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
◪ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
◪ আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
◪ ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF
Related Questions
প্রশ্ন: ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশার কটকের নিকট বিদ্যাধরপুর গ্রামে।
প্রশ্ন: জাতীয় কৃষি গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ জাতীয় কৃষি গবেষনা কেন্দ্র নিউ দিল্লিতে অবস্থিত।
প্রশ্ন: ভারতের কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ ত্রিচি , তামিলনাড়ু।
প্রশ্ন: ভারতের আঙ্গুর গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুণে , মহারাষ্ট্র।
প্রশ্ন: ভারতের লেবু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ নাগপুর , মহারাষ্ট্র।
প্রশ্ন: ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ কোয়েম্বাটুর , তামিলনাড়ু।
প্রশ্ন: ভারতের পাম তেল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ পেদাভেগি , অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: ভুট্টা গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লী।
প্রশ্ন: ভারতের কোথায় গম গবেষণা কেন্দ্র অবস্থিত ?
উত্তরঃ পুষা , নতুন দিল্লী।
প্রশ্ন: ভারতের শাক – সবজি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ বারাণসী , উত্তরপ্রদেশ।
আশাকরি “ভারতের কৃষি গবেষণাগার – List of agricultural laboratories” পোস্ট টি আপনাদের ভাল লেগেছে। ভবিষ্যতে এরকম আরও post পেতে যুক্ত হন আমাদের whatsapp/telegram চ্যানেল এ।
File Details :
Name :ভারতের কৃষি গবেষণাগার – List of agricultural laboratories
Language : Bengali
Size : KB
No of Page :
Download Link : click to Download
Pingback: ভারতের জাতীয় উদ্যান তালিকা - List of National Parks of India – Studious
Pingback: বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores – Studious
Pingback: সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম - CM List of India 2021 PDF – Studious
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Festivals of different states of India – Studious