নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি Most 100 Important GK – GK For WBP Constable যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 100 টি General Knowledge দেওয়া আছে । আশা করি ( GK For WBP Constable ) এই GK DOSE গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
Most 100 Important GK
১। প্রশ্ন : ২০১৮ সালে কোন ভারতীয় সশস্ত্র বাহিনী তার প্রথম মহড়া ক্রস বউ ’ পরিচালনা করেছে ?
উত্তর : ভারতীয় বিমান বাহিনী ।
২। প্রশ্ন : ‘ সােসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ই ন্টার ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন ’ ( SWIFT ) ইন্ডিয়ার চেয়ারম্যান এখন কে ?
উত্তর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য ।
৩। প্রশ্ন : ২০১৮ সালে কোন দেশের কোন শহরে ইন্দো – চিন যৌথ সামরিক মহড়া ‘ হ্যান্ড – ইন – হ্যান্ড ’ অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : চিনের ছেঙ্গদু শহরে ।
৪। প্রশ্ন : কোন দেশ সম্প্রতি সরকারি নথিপত্রে তৃতীয় লিঙ্গের পরিচিতিকে স্বীকৃতি দিল ?
উত্তর : জার্মানি ।
৫। প্রশ্ন : কোন বলিউড অভিনেত্রী ২০১৮ সালে ‘ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস ’এর ( PETA ) তরফ থেকে বর্ষসেরা ভারতীয় ব্যক্তিত্ব’এর সম্মান পেলেন ?
উত্তর : সােনম কাপুর ।
৬। প্রশ্ন : রাজস্থানের মুখ্যমন্ত্রী এখন কে ? ( 2019 )
উত্তর : অশােক গেহলট ।
৭। প্রশ্ন : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এখন কে ? ( 2019 )
উত্তর : কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও ।
৮। প্রশ্ন : মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী এখন কে ? ( 2019 )
উত্তর : কমলনাথ ।
৯। প্রশ্ন : ‘ নির্মল গঙ্গা ’ প্রকল্পে বাংলার জন্য সম্প্রতি মােট কত টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ?
উত্তর : ৬৬৯ কোটি টাকা ( এই প্রকল্পের অধীনে বর্ধমানে ২৩৪ কোটি , দুর্গাপুরে ২৮৭ কোটি ও কাঁচরাপাড়ায় ৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে ) ।
১০। প্রশ্ন : বাংলার কোন জেলা সম্প্রতি , ১০০ দিনের প্রকল্পে বেশি পরিবারকে কাজ দিয়ে রাজ্যের অন্য সব জেলাকে পিছনে ফেলে শীর্ষস্থান পেল ?
উত্তর : হুগলি জেলা ( দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ) ।
১১। প্রশ্ন : কে সম্প্রতি এই প্রথম কোনাে ফার্স্ট লেডি হিসাবে ‘ ভি -২২ অসপ্রে ’ যুদ্ধবিমানে চেপে নজির গড়লেন ?
উত্তর : মেলানিয়া ট্রাম্প ।
১২। প্রশ্ন : বাংলার বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি ( ৭৩ বছর ) কবে মারা যান ?
উত্তর : ২০১৮ সালের ১২ ডিসেম্বর ।
১৩। প্রশ্ন : কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখােপাধ্যায় ( ৯১ বছর ) কবে মারা যান ?
উত্তর : ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ।
১৪। প্রশ্ন : ২০১৮ সালে ‘ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ’এ কোন চলচ্চিত্র ‘ সেরা চলচ্চিত্র ’এর পুরস্কার পেল ?
উত্তর : স্ত্রী ।
১৫। প্রশ্ন : ২০১৮ সালে কে ‘ মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ’এর সম্মান পেলেন ?
উত্তর : ভারতীয় – মার্কিনি শ্রী সাইনি ।
১৬। প্রশ্ন : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এখন কে ?
উত্তর : রনিল বিক্রমসিঙেঘ ।
১৭। প্রশ্ন : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এখন কে ?
উত্তর : ভূপেশ বাঘেল ।
১৮। প্রশ্ন : ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি এখন কে ?
উত্তর : ফিরদওসুল হাসান ।
১৯। প্রশ্ন : স্টার্ট আপের ( নতুন উদ্যোগ ) উপযুক্ত পরিবেশের নিরিখে কেন্দ্রীয় শিল্পনীতি ও উন্নয়ন দফতরের প্রকাশিত , ক্রমতালিকায় ভারতের কোন রাজ্য প্রথম স্থান পেল ?
উত্তর : গুজরাত ( এই তালিকায় তৃতীয় সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ ) ।
২০। প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের সঙ্গে ঝামেলার জেরে সম্প্রতি ইস্তফা দিতে বাধ্য হলেন মার্কিন প্রতিরক্ষা সচিব । তার নাম কী ?
উত্তর : জেমস ম্যাটিস ।
২১। প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রে , ভারতের রাষ্ট্রদূত এখন কে ?
উত্তর : হর্ষবর্ধন শ্রিংলা ।
২২। প্রশ্ন : ২০১৮ সালে ‘ টাইম ম্যাগজিন ’এর সবথেকে প্রভাবশালী ২৫ জন ব্যক্তির তালিকায় স্থান পেল ভারতীয় বংশােদ্ভূত ৩ কিশাের – কিশােরী । তাদের নাম কী ?
উত্তর : ভারতীয় – মার্কিনিকাব্য কোপ্পারাপু , ঋষভ জৈন ও ব্রিটিশ – ভারতীয় আমিকা জর্জ ।
২৩। প্রশ্ন : ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘ স্কচ গােষ্ঠী ’র তরফ থেকে ২০১৮ সালের সেরা মুখ্যমন্ত্রীর সম্মান পেলেন ?
উত্তর : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
২৪। প্রশ্ন : ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন কার্যকর হল ?
উত্তর : জম্মু- কাশ্মীর ।
২৫ ৷ প্রশ্ন : ২০১৮ সালে ‘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ’এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী , বিশ্বে কোন দেশে লিঙ্গবৈষম্য সবথেকে কম ?
উত্তর : আইসল্যান্ড ( সবথেকে বেশি লিঙ্গবৈষম্য রয়েছে ইয়েমেনে ) ।
২৬। প্রশ্ন : নয়াদিল্লিতে সম্প্রতি চালু হল মহিলা পরিচালিত রাজনৈতিক দল । দলটির নাম কী ?
উত্তর : ন্যাশনাল উইমেন্স পার্টি ( নেতৃত্বে রয়েছেন দক্ষিণ ভারতের চিকিৎসক ও মানবাধিকার কর্মী শ্বেতা শেঠি ) ।
২৭ ৷ প্রশ্ন : কোন ভারতীয় চলচ্চিত্র সম্প্রতি ৯১ তম ‘ আকাদেমি পুরস্কার ’এর তথ্যচিত্র বিভাগে জায়গা করে নিল ?
উত্তর : রায়কা জেহবচি পরিচালিত পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স ।
২৮। প্রশ্ন : ২০১৮ সালে ভারতের কোন শহরে ষষ্ঠ ‘ যুবনাট্য সমারােহ ’ অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : নয়াদিল্লি ।
২৯। প্রশ্ন : সম্প্রতি মােট ক’টি তদন্তকারী সংস্থাকে দেশের সব কম্পিউটার , স্মার্ট ফোন , ডিজিটাল প্যাড ও ট্যাবে রাখা তথ্যে নজরদারি চালানাের ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার ?
উত্তর : ১০ টি ( এই ১০ টি তদন্তকারী সংস্থা হল — ইন্টেলিজেন্স ব্যুরাে , সেন্ট্রাল ব্যুরাে অফ ইনভেস্টিগেশন , এনফোর্সমেন্ট ডিরেক্টরেট , ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি , রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং , নারকোটিক কন্ট্রোল ব্যুরাে , সেন্ট্রাল বাের্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস , ডিরেক্টরেট অফ রেভিনিউইন্টেলিজেন্স , ডিরেক্টরেট অফ সিগন্যাল ইন্টেলিজেন্স ও দিল্লি পুলিশ ) ।
৩০। প্রশ্ন : জাতীয় অঙ্ক দিবস কবে পালিত হয় ?
উত্তর : ২২ ডিসেম্বর ।
৩১। প্রশ্ন : ২০১৮ সালে ভারতের কোন শহরে ১৫ তম ‘ গ্লোবাল এসএমই বিজনেস সামিট ’ অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : নয়াদিল্লি ।
৩২। প্রশ্ন : ২০১৮ সালে ১৫ তম ‘ গ্লোবাল এসএমই বিজনেস সামিট’এর থিম কী ছিল ? উত্তর : বিল্ডিং পার্টনারশিপস গ্রো গ্লোবাল ভ্যালু চেইনস ।
৩৩। প্রশ্ন : ‘ আন্তর্জাতিক অভিবাসী দিবস ’ কবে পালিত হয় ?
উত্তর : ১৮ ডিসেম্বর ।
৩৪। প্রশ্ন : ২০১৮ সালে ‘ আন্তর্জাতিক অভিবাসী দিবস ’এর থিম কী ছিল ?
উত্তর : মাইগ্রেশন উইথ ডিগনিটি ।
৩৫। প্রশ্ন : নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তুলসীগিরি ( ৯৩ বছর ) কবে মারা যান ?
উত্তর : ২০১৮ সালের ১৮ ডিসেম্বর ।
৩৬। প্রশ্ন : ‘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ’এর সদর দফতর কোন দেশে আছে ?
উত্তর : সুইজারল্যান্ড ।
৩৭। প্রশ্ন : ‘ লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাদেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন ’এর অধিকর্তা এখন কে ?
উত্তর : সঞ্জীব চোপড়া ।
৩৮। প্রশ্ন : ‘ জাতীয় উপভােক্তা দিবস ’ কবে ?
উত্তর : ২৪ ডিসেম্বর ।
৩৯। প্রশ্ন : ২০১৮ সালে ‘ জাতীয় উপভােক্তা দিবস ’এর থিম কী ছিল ?
উত্তর : টাইমলি ডিসপােসাল অফ কনজিউমার কমপ্লেইন্টস ।
৪০। প্রশ্ন : বাংলার প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিএম নেতা নিরুপম সেন ( ৭২ বছর ) কবে মারা যান ?
উত্তর : ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ।
৪১। প্রশ্ন : ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌতম দে ( ৬৫ বছর ) কবে মারা যান ?
উত্তর : ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ।
৪২। প্রশ্ন : ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ এখন কে ?
উত্তর : প্রাক্তন ভারতীয় ওপনার উরকেরি ভেঙ্কট রামন । ( 2019 )
৪৩। প্রশ্ন : ইংল্যান্ডের সর্বকালের কোন সেরা , ব্যাটসম্যান ব্রিটেনের রানির দেওয়া সর্বোচ্চ উপাধি ‘ নাইটহুড ’ পেতে চলেছেন ?
উত্তর : অ্যালিস্টার নাথান কুক । ( 2019 )
৪৪। প্রশ্ন : অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোন ভারতীয় কবাডি খেলােয়াড় সম্প্রতি অবসর নিলেন ?
উত্তর : অনুপ কুমার । ( 2019 )
৪৫। প্রশ্ন : ৩৭ তম ‘ সিনিয়র ন্যাশনাল রােয়িং চ্যাম্পিয়নশিপ ’ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তর : পুণে ।
৪৬। প্রশ্ন : ২০১৮ সালে মালয়েশিয়ায় ‘ ইউএস কিডস জুনিয়র বিশ্বকাপ গলফ ’এ কে চ্যাম্পিয়ন হলেন ?
উত্তর : ভারতের অর্জুন ভাটি ।
৪৭। প্রশ্ন : ২০১৮ সালে দার্জিলিংয়ে অনুষ্ঠিত ‘ জিটিএ চেয়ারম্যানস গােল্ড কাপ ফুটবল ’এ কোন দল চ্যাম্পিয়ন হল ?
উত্তর : ইস্টবেঙ্গল ( মহামেডান, স্পাের্টিংকে : টাইব্রেকারে ৩-১ গােলে হারিয়ে ) ।
৪৮। প্রশ্ন : ফুটবল ইতিহাসের প্রথম দল হিসাবে ২০১৮ সালে একটানা তৃতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হল ?
উত্তর : রিয়াল মাদ্রিদ ।
৪৯। প্রশ্ন : ভরতপুর পক্ষীনিবাসের দূষণ নিয়ন্ত্রণ করেন কোন বিজ্ঞানী ?
উত্তর : সালিম আলি ।
৫০। প্রশ্ন : প্রােটিন সংশ্লেষের সামগ্রিক পদ্ধতিকে ‘ সেন্ট্রাল ডােগমা ’ বলে ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী ?
উত্তর : বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ।
আরও পড়ুন ………………
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
৫১। প্রশ্ন : দৈনিক ২,৫০০ মিলিলিটারের বেশি মূত্রের পরিমাণকে কী বলে ?
উত্তর : পলিইউরিয়া ।
৫২। প্রশ্ন : তেল , ট্যানিন , ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে ?
উত্তর : ইডিওব্লাস্ট ।
৫৩। প্রশ্ন : ক্যাপসিড আবরণের সব একককে – কী বলে ?
উত্তর : ক্যাপসসামিয়ার ।
৫৪। প্রশ্ন : প্রদীপের সলতেতে তেল কোন প্রক্রিয়ায় ওপরে ওঠে ?
উত্তর : কৈশিক প্রক্রিয়ায় ।
৫৫। প্রশ্ন : নিউমােনিয়া ব্যাক্টিরিয়ার আকৃতি কেমন ?
উত্তর : গােলাকার ।
৫৬। প্রশ্ন : জলপূর্ণ বিকারে ভাসমান একটুকরাে বরফ গলে গেলে বিকারের জলতলে , কী বদল হবে ?
উত্তর : নীচে নেমে যাবে ।
৫৭। প্রশ্ন : কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় ?
উত্তর : ক্লোরেল্লা , সার্গামাস ও ল্যামিনেরিয়া
৫৮। প্রশ্ন : পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ ?
উত্তর : ঘাত বলের ।
৫৯। প্রশ্ন : রাসায়নিকভাবে ইন্টারফেরন কী ?
উত্তর : গ্লাইকোপ্রােটিন ।
৬০। প্রশ্ন : ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় কোন পদ্ধতিতে ?
উত্তর : নির্জলীকরণ ।
৬১। প্রশ্ন : একই পারমাণবিক সংখ্যাযুক্ত , কিন্তু বিভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট পরমাণুকে কী বলে ? উত্তর : আইসােটোপ ।
৬২। প্রশ্ন : যকৃৎ সিরােসিসের প্রধান কারণ কী ?
উত্তর : অতিরিক্ত মদ্যপান ।
৬৩। প্রশ্ন : নিউক্লিয়াসে কত শতাংশ প্রােটিন থাকে ?
উত্তর : ১৫% ।
৬৪। প্রশ্ন : ক্রোমােজোমে জিনের অবস্থান নির্ণয়কে কী বলে ?
উত্তর : জিন ম্যাপিং ।
৬৫। প্রশ্ন : ‘ ডায়াস্টেমা ’ কী ?
উত্তর : গিনিপিগের ছেদক দাঁতের শূন্যস্থান । ৬
৬। প্রশ্ন : কোন উদ্ভিদে রুট পকেট থাকে ?
উত্তর : কচুরিপানা ।
৬৭। প্রশ্ন : ক্লোরিন গ্যাস গ্রহণে কী রােগ হতে পারে ?
উত্তর : কনজাংটিভাইটিস ।
৬৮। প্রশ্ন : আরবের ভারত আগ্রাসনের সময় সিন্ধের রাজা কে ছিলেন ?
উত্তর : চাচ ।
৬৯। প্রশ্ন : গােবিন্দচন্দ্রের ছেলের নাম কী ?
উত্তর : বিজয়চন্দ্র ।
৭০। প্রশ্ন : বাহাদুর শাহকে বিদ্রুপ করে কী বলা হত ?
উত্তর : শাহ – ই – বেখবর ।
৭১। প্রশ্ন : মির্জা আসাদ – উল – লাহ খা গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন ?
উত্তর : বাহাদুর শাহ জাফর ।
৭২। প্রশ্ন : কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছাড়েন ?
উত্তর : কনৌজের যুদ্ধ ।
৭৩। প্রশ্ন : কোন মােগল সম্রাটের আমলে অঙ্কন শিল্পের বিকাশ সর্বোত্তম হয় ?
উত্তর : নূর – উদ – দ্বীন জাহাঙ্গীর ।
৭৪। প্রশ্ন : কুষাণ বংশের শেষ রাজা কে ?
উত্তর : বাসুদেব ।
৭৫। প্রশ্ন : উজ্জয়িনী কোন সম্রাটের রাজধানী ছিল ?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
৭৬। প্রশ্ন : বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : হরিহর ।
৭৭। প্রশ্ন : মার্কোপােলাে কত সালে ভারতে আসেন ?
উত্তর : ১২৯৮ সালে ।
৭৮। প্রশ্ন : পাল বংশের শেষ রাজা কে ?
উত্তর : মদন পাল ।
৭৯। প্রশ্ন : কোনগুপ্ত সম্রাট ‘ সাহসাঙ্ক ’ উপাধি পান ?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
৮০। প্রশ্ন : শের শাহ সূরির কাছে কোন যুদ্ধে হুমায়ুন হেরে যান ?
উত্তর : বিলগ্রামের যুদ্ধে ।
৮১। প্রশ্ন : মােগল আমলে বাংলার টাকশাল কোথায় ছিল ?
উত্তর : মকসুদাবাদ ।
৮২। প্রশ্ন : ‘ গােত্র ’ কথাটির আক্ষরিক অর্থ কী ?
উত্তর : গরুর খােয়াড় ( পরে এটির অর্থ দাঁড়ায় একই পূর্বপুরুষের বংশধররা ) ।
৮৩। প্রশ্ন : অমৃতসরের জন্য কে প্রয়ােজনীয় জমির ব্যবস্থা করেন ?
উত্তর : জালাল – উদ দ্বীন মহম্মদ আকবর ।
৮৪। প্রশ্ন : বৈদিক যুগে উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহকে কী বলা হত ?
উত্তর : অনুলােম ।
৮৫। প্রশ্ন : আর্যদের কোন দুটি গােষ্ঠীর মিলনের ফলে কুরু গােষ্ঠীর উদ্ভব হয় ?
উত্তর : ভরত ও পুরু ।
৮৬। প্রশ্ন : কোন কুষাণ সম্রাট ‘ মহেশ্বর ’ উপাধি পান ?
উত্তর : বিম কদফিস ।
৮৭। প্রশ্ন : তুঘ্রিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
উত্তর : বলবন ।
৮৮। প্রশ্ন : ‘ বিষুব ’ কথাটির অর্থ কী ?
উত্তর : সমান ।
৮৯। প্রশ্ন : ‘ প্রাকৃতিক ভূগােলের জন্মদাতা ’ কাকে বলে ?
উত্তর : ফ্রিয়েডরীচ র্যাটজেল ।
৯০। প্রশ্ন : ২১ জুন তারিখটি কে কী বলে ?
উত্তর : কর্কট সংক্রান্তি ।
৯১। প্রশ্ন : উত্তর গােলার্ধের মেরুজ্যোতির নাম কী ?
উত্তর : সুমেরু প্রভা ।
৯২। প্রশ্ন : কোন নদীর নাম অনুসারে নদী বাঁককে ‘ মিয়েন্ডার ’ বলে ?
উত্তর : তুরস্কের মিয়োস ।
৯৩। প্রশ্ন : যে প্রণালীর মাধ্যমে আফ্রিকা , ইউরােপ থেকে বিচ্ছিন্ন তার নাম কী ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী ।
৯৪। প্রশ্ন : যে যােজক দিয়ে আফ্রিকা , এশিয়ার সঙ্গে যুক্ত তাকে কী বলে ?
উত্তর : সুয়েজ যােজক ।
৯৫। প্রশ্ন : সবচেয়ে বড় সমাক্ষরেখা কী ?
উত্তর : নিরক্ষরেখা ।
৯৬। প্রশ্ন : পৃথিবীর ওপর উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু সংযােগকারী রেখাকে কী বলে ?
উত্তর : দ্রাঘিমারেখা ।
৯৭। প্রশ্ন : নদীপ্রবাহের পরিমাণের একক কী ?
উত্তর : কিউসেক ।
৯৮। প্রশ্ন : ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন গতিপথে অবস্থিত ?
উত্তর : জাম্বেসি নদী ।
৯৯। প্রশ্ন : ‘ হােয়াইট নীল ’এর অন্য নাম কী ?
উত্তর : বার – এল – গজল ।
১০০। প্রশ্ন : সাহারা মরুভূমির মাঝে কোন পাহাড় আছে ?
উত্তর : টিবেষ্টি পাহাড় ।
আশা করি এই ( Most 100 Important GK – GK For WBP Constable ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে ( GK For WBP Constable ) এই PDF টির লিংক । তাই বেশি দেরি না করে PDF ( GK For WBP Constable ) টি Download করে নিন।
File Details :
Name : Most 100 Important GK – GK For WBP Constable
Language : Bengali
Size : 232.6KB
No of Page : 08/08
Download Link : Click Here For Download