হ্যালো বন্ধুরা আজ আমরা আবার ফিরে এসেছি সুন্দর একটি টপিকের সাথে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় টি হল ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা-List of Viral Diseases। এই পোস্ট টিতে আমার আলোচনা করবো বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নাম, তাদের ভাইরাসের নাম এবং ভাইরাস গুলোর সংক্রমণের পদ্ধতি। আশা করি বন্ধুরা আমাদের ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা-List of Viral Diseases পোস্ট টি আপনাদের খুবই ভাল লাগবে। এগুলি বিভিন্ন চাকরির পরীক্ষা তেও গুরুত্বপূর্ণ। পোস্ট টি পড়া হলে নিচের দেওয়া link এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন সুন্ধর pdf টিও।
ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা-List of Viral Diseases
ভাইরাসের নাম | রোগের নাম | রোগ সংক্রমণের পদ্ধতি |
ভ্যারিসেল্লা জস্টার ভাইরাস | জল বসন্ত (Chicken pox) | বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় । |
ভ্যারিওলা ভাইরাস | গুটি বসন্ত (Small pox) | বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় । |
মাম্পস ভাইরাস | মাম্পস (Mumps) | বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় । |
মিসলস্ ভাইরাস | হাম (Measles) | বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় । |
পোলিও ভাইরাস | পোলিও (Polio) | মাছির দ্বারা খাদ্য ও জল থেকে সংক্রমিত হয় । |
জাপানি একেফালাইটিস ভাইরাস | জাপানি এনকেফালাইটিস | কিউলেক্স ও এডিস মশার মাধ্যমে ছড়ায় |
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস | ইনফ্লুয়েঞ্জা | রোগীর হাঁচি , কাশি ও মিউকাসের মাধ্যমে ছড়ায় । |
রাবিস ভাইরাস | রেবিস / জলাতঙ্ক (Hydrophobia) | পাগলা কুকুর , বেড়াল কামড়ালে সংক্রমিত হয় । |
হেপাটাইটিস ভাইরাস | হেপাটাইটিস/জন্ডিস | সংক্রমিত জল , খাদ্য ও পানীয়ের মাধ্যমে ছড়ায় । |
রাইনো ভাইরাস | কমনকোল্ড / ঠান্ডা লাগা | আক্রান্ত রোগীর হাঁচি , কাশির মাধ্যমে সংক্রমিত হয় । |
HIV ( হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ) | AIDS | আক্রান্ত রোগীর রক্ত , বীর্যের মাধ্যমে সংক্রমিত হয় |
ডেঙ্গি ভাইরাস | ডেঙ্গি | এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয় |
সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস | সোয়াইন | সংক্রমিত শূকরের মাধ্যমে সংক্রমিত হয় । |
- ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব – Festivals of different states of India
- ভারতের জাতীয় উদ্যান তালিকা – List of National Parks of India
- ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India
- ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
File Details:
File Name: ভাইরাস ঘটিত রোগের নাম তালিকা-List of Viral Diseases.pdf
File size: 214kb
File Language: Bengali
Download: Click here to download
স্যার ভারতের সাধারণ ঘরের ছেলেরা নতুন কিছু আবিষ্কার করলে তাদের কে সাহায্য করে ভারতে, স্যার আমি একটি নতুন স্যাটেলাইট তৈরি করবো সে স্যাটেলাইট যে কোনো গ্রহর ছবি তুলতে পারবে স্যার আমাকে তৈরি করা জন্য দয়া করে সাহায্য করুন স্যার
Pdef sen