Skip to content

ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা Pdf

ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা Pdf

নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা পিডিএফ । যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে কিছু গুরুত্বপূর্ণ General Knowledge দেওয়া আছে । আশা করি এই GK DOSE গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা

গিরিপথের নাম রাজ্য বিস্তার
অঘিল জম্মু ও কাশ্মীর লাদাখ – চীন
বানিহাল জম্মু ও কাশ্মীর শ্রীনগর
বরালাছা জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ (লে – মানালি)
বমডিলা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ লাসা ( তিব্বত )
বুরজিললা জম্মু ও কাশ্মীর লাদাখ-হিমাচল প্রদেশ
ছাঙ্গলা জম্মু ও কাশ্মীর লাদাখ – তিব্বত
দিহং অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মায়ানমার
দিফু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মায়ানমার
ইমিসলা জম্মু ও কাশ্মীর লাদাখ – তিব্বত
খারদুংলা জম্মু ও কাশ্মীর লে , লাদাখ – নুব্রা উপত্যকা
খুনজারেব জম্মু ও কাশ্মীর লাদাখ – চীন
জিলিপলা সিকিম সিকিম-লাসা ( তিব্বত )
সসার জম্মু ও কাশ্মীর চীন – লাদাখ
লিখাপানি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মায়ানমার
লিপুলেখ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড — তিব্বত (মানস সরােবর)
মানা উত্তরাখণ্ড উত্তরাখণ্ড — তিব্বত
মাঙ্গসাধুরা উত্তরাখণ্ড উত্তরাখণ্ড — তিব্বত
মুলিঙ্গলা উত্তরাখণ্ড উত্তরাখণ্ড — তিব্বত
নাথুলা সিকিম সিকিম – চীন
নিতি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড — তিব্বত
পাঙ্গসান অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মায়ানমার
পেনসিলা জম্মু ও কাশ্মীর কাশ্মীর – উপত্যকা লাদাখ
পিরপাঞ্জাল জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর
রােহতাং হিমাচল প্রদেশ কুলু – লাহুল – স্পিটি
শিপকিলা হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ – তিব্বত
ট্রেইল উত্তরাখণ্ড পিনডারি উপত্যকা, মিলাম উপত্যকা
জোজিলা জম্মু ও কাশ্মীর শ্রীনগর থেকে কারগিল এবং লে উপত্যকা
গােরান ঘাট রাজস্থান উদয়পুর,সিরােহী এবং ঝালাের জেলা
হলদিঘাট রাজস্থান উদয়পুর এবং পালি জেলা
পালঘাট কেরালা কেরালা তামিলনাড়ু (কোচি,কোঝিকোড কোয়েমম্বাটুর)
থলঘাট মহারাষ্ট্র নাসিক মুম্বাই
ভােরঘাট মহারাষ্ট্র মুম্বাই – পুণে
     
ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা

আরও পড়ুন:
বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা pdf
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রের নাম ও তাদের অবস্থান 

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্ন: বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল কে ?
উত্তর: ভগৎ সিং কোশিয়ারি।

প্রশ্ন: বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: পিনারই বিজয়ন

প্রশ্ন: বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: অশোক গেহল্ট

প্রশ্ন: বর্তমানে সিকিমের  মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: পি এস গোলেয়

প্রশ্ন: বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: প্রেম খানডু

প্রশ্ন: বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে ?
উত্তর: জয়রাম ঠাকুর

প্রশ্ন: বর্তমান রাজস্থানের রাজ্যপালের নাম কী ?
উত্তর: জগদীশ মুখি

প্রশ্ন: বর্তমান সিকিমের রাজ্যপালের নাম কী ?
উত্তর: গঙ্গা প্রসাদ চৌরাসিয়া

প্রশ্ন: সিকিমের রাজধানীর নাম কি ?
উত্তর: গ্যাংটক

প্রশ্ন: কেরালার রাজধানীর নাম কি ?
উত্তর: তিরুবনন্তপুরম

প্রশ্ন: বর্তমান অরুণাচল প্রদেশ রাজ্যপালের নাম কী ?
উত্তর: ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা

প্রশ্ন: অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি ?
উত্তর: ইটানগর

প্রশ্ন: রাজস্থানের রাজধানীর নাম কি ?
উত্তর: জয়পুর

প্রশ্ন: হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি ?
উত্তর: সিমলা

File Details :

Name : ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা পিডিএফ 
Language : Bengali
Size : 138KB
No of Page : 1 
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

1 thought on “ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা Pdf”

  1. Pingback: ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in Bengali – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page