নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা পিডিএফ । যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে কিছু গুরুত্বপূর্ণ General Knowledge দেওয়া আছে । আশা করি এই GK DOSE গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা পিডিএফ
পর্বত | সর্বোচ্চ শৃঙ্গ | শৃঙ্গের উচ্চতা |
---|---|---|
কারাকোরাম পর্বতশ্রেণি | গডউইন অস্টিন (ভারতের উচ্চতম শৃঙ্গ) | 8611 মিটার |
হিমালয় পর্বত | কাঞ্চনজঙ্ঘা (ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ | 8586 মিটার |
নাগা পাহাড় | সারামতী | 3826 মিটার |
মিজো পাহাড় | নওজুয়ারনাে | 2995 মিটার |
কোহিমা পাহাড় | জাপাভাে | 2995 মিটার |
আন্নামালাই পর্বত | আনামুদি বা আনাইমুদি (দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ) | 2695 মিটার |
নীলগিরি পর্বত | দোদাবেতা | 2637 মিটার |
আরাবল্লি পর্বত | গুরুশিখর | 1722 মিটার |
পূর্বঘাট পর্বত | আরমাকোন্ডা | 1680 মিটার |
পশ্চিমঘাট পর্বত | কলসুবাই | 1646 মিটার |
গারাে পাহাড় | নকরেক | 1412 মিটার |
ছােটোনাগপুর | পরেশনাথ | 1366 মিটার |
মিকির পাহাড় | জম্বুজকো | 1363 মিটার |
সাতপুরা পর্বত | ধূপগড় | 1350 মিটার |
মহাকাল পর্বত | অমরকন্টক | 1057 মিটার |
বিন্ধ্য পর্বত | মানপুর | 881 মিটার |
আশা করি এই (ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা পিডিএফ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা টি Offline এ মুখস্ত করার জন্য নীচে রয়েছে এই PDF টির লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details :
Name : ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বত শৃঙ্গের তালিকা পিডিএফ
Language : Bengali
Size : 225.4KB
No of Page : 3/3
Download Link : Click Here For Download
Pingback: ভারতের উল্লেখযোগ্য গিরিপথের তালিকা Pdf – Studious