Skip to content

বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার | ধাতু-সংকর কি?

বিভিন্ন সংকর ধাতু তাদের উপাদান ও ব্যবহার

হ্যালো বন্ধুরা আজ আমরা আবার হাজির হয়েছি একটি ভিন্ন টপিক নিয়ে যেটি হল বিভিন্ন সংকর ধাতু, তাদের উপাদান ধাতুর নাম এবং তাদের ব্যবহার। অবশেষ পেয়ে যাবেন এই বিষয়টির একটি সম্পূর্ণ pdf নোট।

ধাতু-সংকর কি বা সংকর ধাতু কাকে বলে?

দুই বা ততোধিক ধাতু অথবা এক বা একাধিক ধাতু ও ধাতুর সংমিশ্রণে যে কঠিন পদার্থ তৈরি করা হয় তাকে ধাতু – সংকর বা সংকর ধাতু বলে। যেমন: পিতল হল একটি সংকর ধাতু যা তামা (Cu) এবং জিংক (Zn) ধাতুর সংমিশ্রণে তৈরি হয়। আবার একটি ধাতু যেমন লোহা এবং অধাতুর যেমন কার্বন এর মিশ্রণে তৈরি করা হয় সংকর ধাতু ইস্পাত।

ধাতু-সংকর বা সংকর ধাতুর বৈশিষ্ট্য

1. সংকর ধাতু দুই বা ততােধিক ধাতুর সংমিশ্রণে তৈরি হয়। শুধু তাই নয়, এক বা একাধিক ধাতু ও অধাতুর সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ হল এই সংকর ধাতু।

2. সংকর ধাতু ও তার ধাতব উপাদানগুলির মধ্যে রাসায়নিক ধর্মে কিছুটা মিল থাকলেও ভৌত ধর্মে এদের ভিন্নতা লক্ষ্য করা যায়।

3. সংকর ধাতু সাধারণত তার উপাদান ধাতবগুলির থেকে বেশি কঠিন, ঘাতসহ হয়। এবং ক্ষয় ও কম হয়।

4. অনেক সময় এক বা একাধিক ধাতুর সঙ্গে অধাতুর, যেমন-কার্বন, সিলিকন, ফসফরাস প্রভৃতির সংমিশ্রণ ঘটিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।

[maxbutton id=”2″]

**অ্যামালগাম কি বা পারদ সংকর বলতে কি বোঝায়?

সংকর ধাতুর একটি উপাদান যদি পারদ হয় তাহলে তাকে অ্যামালগাম বা পারদ সংকর বলে। যেমন দস্তার পারদ সংকর তড়িতকোষে কাজে লাগে।

বিভিন্ন সংকর ধাতু ও তাদের উপাদান এবং তাদের ব্যবহার

ধাতুউপাদান ব্যবহার
ডুরালুমিন Al 95 % , Cu → 4 % , Mg → 0.5 % , Mn ⇒ 0.5 %উড়ােজাহাজ ও গাড়ির কাঠামাে প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ
Al → 10 % , Cu 90 %মুদ্রা , বাসন , ফটোফ্রেম , ফুলদানি ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহৃত হয় ।
পিতল বা ব্রাস Cu → 60-80 % , Zn – 40-20 %বাসনপত্র , জলের কল , টেলিস্কোপ , যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
ডেল্টা মেটাল Cu → 55 % , Zn ⇒ 40 % , Fe → 5 %বিয়ারিং , জাহাজের প্রপেলার তৈরিতে।
জার্মান সিলভার Cu- → 25-30 % , Zn → 25-30 % , Ni – 40-50 %বাসনপত্র , ফুলদানি , শৌখিন দ্রব্য প্রস্তুতিতে।
কাঁসা বা বেলCu → 75 – 90% , Sn → 10 – 25% বাসনপত্র , মুদ্রা , মূর্তি , মেডেল , ঘন্টা ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
ইলেকট্রন Mg → 95 % , Zn ⇒ 5 %বিমান ও মােটরগাড়ির যন্ত্রাংশ নির্মাণ করতে ।
ব্রোঞ্জ Cu → 80 % , Sn → 18 % , Zn2 %মূর্তি , মুদ্রা , মেডেল , থালাবাসন , অলংকার ও বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
টাইপ মেটালPb → 75 % , Sn ⇒ 5 % , Sb → 20 %ছাপার অক্ষর প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
গান মেটাল Pb1 % Cu → 88 % , Zn ⇒ 2 % , Sn → 10 % ,মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়।
ইনভারFe → 64 % , Ni → 36 % সামান্য কার্বন থাকে পেন্ডুলামের দণ্ড , মিটার স্কেল প্রভৃতি প্রস্তুতিতে । ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়।
রাংঝাল বা কমন সােন্ডার Pb → 40 % , Sn ⇒ 60 %ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়।
স্টেইনলেস স্টিল বা কলঙ্কবিহীন ইস্পাত Fe → 73 % , Cr → 18 % , C → 0.3 % , Ni → 8 %মােটর ও সাইকেলের যন্ত্রাংশ প্রভৃতি ব্যবহৃত হয়, শল্য চিকিৎসার যন্ত্রপাতি , বাসনপত্র।
ম্যাঙ্গানিজ স্টিল Fe → 86-91 % , Mn 9-14%রেললাইন , ট্রামলাইন , হেলমেট , সিন্দুক , যন্ত্র প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় ।
টাংস্টেন স্টিল বা হাইস্পিড টুল স্টিল W → 14-20 % , Cr ⇒ 3-8 % , Fe → 78-83 %যে সমস্ত যন্ত্রে দ্রুত ঘূর্ণনে তাপ উৎপন্ন হয় সেইসব যন্ত্র প্রস্তুতিতেব্যবহৃত হয়।
মােনেল মেটাল Cu ⇒ 30 % , Ni → 67 % , Fe + Mn ⇒ 3 %পাম্প , চাকার ব্লেড প্রভৃতি প্রস্তুতিতে।
মিশচ মেটাল
Fe⇒ 30 % , Ce70 %গ্যাস লাইটারে ব্যবহৃত হয় ।
ম্যাগনেলিয়াম কৃত্রিম চুম্বক প্রস্তুতিতে ব্যবহৃত হয় ।Al → 95 % , Mg → 5 %হালকা যন্ত্র ও তুলাযন্ত্র নির্মাণে ব্যবহৃত হয় ।
অ্যালনিকো

**ধাতু-সংক্রান্ত কিছু তথ্য

প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন কয়েকটি ধাতু হল — গােল্ড ( Au ), সিলভার ( Ag ), প্ল্যাটিনাম ( Pt ) ইত্যাদি

পারদ ( Hg ) ছাড়াও ভারতের মতাে গ্রীষ্মপ্রধান দেশে ঘরের উয়তায় তরল অবস্থায় থাকে যে দুটি ধাতু — গ্যালিয়াম, সিজিয়াম ( Cs )।

জিংক ( Zn ) , অ্যালুমিনিয়াম ( Al ) ও টিন ( Sn ) ধাতুর অক্সাইড উভধর্মী হয়

Share this

Related Posts

Comment us

1 thought on “বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার | ধাতু-সংকর কি?”

  1. Pingback: ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয় ও তাদের সময়কালের তালিকা – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page