Skip to content

Practice Set for WBP Constable | MATH Practice Set pdf in Bengali

math practice set wbp constable

Practice Set for WBP Constable | MATH Practice Set for pdf in Bengali

নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি  MATH Practice Set pdf in Bengali যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের ( WBP Constable Preliminary ) Syllabus কে অনুসরণ করে 30 টি Math দেওয়া আছে । আশা করি এই Practice Set গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।

Practice Set

০১. একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনও ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সমান সংখ্যক 5 টাকার নােট চাদা দেয় । মােট চাদার পরিমাণ 12500 টাকা । ক্লাবের সদস্য সংখ্যা হল :
( a ) 50
( b ) 250
( c ) 2500
( d ) এদের কোনওটিই নয়

০২. কত বছরে কিছু পরিমাণ টাকা বার্ষিক 15 % সরল সুদের হারে , সুদে আসলে 4 গুণ হবে ?
( a ) 20
( b ) 26
( c ) 15
( d ) 25

০৩. একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2 : 3 : 4 এবং এর পরিসীমা 36 সেমি । ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ( সেন্টিমিটারে ) :
( a ) 16
( b ) 12
( c ) 8
( d ) 20

০৪. বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত 2 : 7 । 16 বছর পূর্বে ওই অনুপাত ছিল 1 : 6 হলে 4 বছর পরে ওই অনুপাত হবে :
( a ) 6:11
( b ) 2 : 5
( c ) 8:23
( d ) 9:29

০৫. দুটি সংখ্যার যােগফল 315 এবং গ.সা.গু. 35 হলে এরূপ কতজোড় সংখ্যা সম্ভব ?
( a ) 5
( b ) 4
( c ) 3
( d ) 2

০৬. 270 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে 10 % ক্ষতি হল ; 5 % লাভে বিক্রি করতে হলে বিক্রয়মূল্য হবে :
( a ) Rs . 300.00
( b ) Rs . 315.00
( c ) Rs . 320.00
( d ) Rs . 330.00 5

০৭. একটি সংখ্যার 5/8 অংশ = অপর সংখ্যার 5/12 অংশ । সংখ্যাদুটির গুণফল 9600 হলে বড় সংখ্যাটি হবে :
( a ) 80
( b ) 120
( C ) 90
( d ) 130

০৮. যদি x + y = 1 , হয় তাহলে ( x2 + y + 3xy ) – এর মান কত হবে ?
( a ) – 2
( b ) 1
( c ) 2
( d ) 3

০৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
( a ) 4
( b ) 28
( c ) 14
( d ) 7

১০. দু’টি সংখ্যার অনুপাত 9 : 7 এবং গ.সা.গু. 19 হলে ছােট সংখ্যাটি হল :
( a ) 147
( 6 ) 171
( c ) 181
( d ) 133

১১. একটি ভগ্নাংশের লব ও হর উভয়ের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 এর সমান হয় কিন্তু উভয়ের সঙ্গে 2 যােগ করলে এর মান হয় । ভগ্নাংশটির মান
( a )5/7
( b )7/11
( c )8/13
( d )11/19

১২. একটি ট্রাস্ট বাের্ড প্রতি বছর তার আয়ের 1/5 অংশ একটি হাসপাতালে , অবশিষ্টের অংশ একটি বিদ্যালয়ে এবং বাকি টাকা 10 জন ছাত্রকে সমানভাগে দেয় । প্রতি ছাত্র 1200.00 টাকা পেলে ওই বছর ট্রাস্টের বার্ষিক আয় :
( a ) Rs . 30,000.00
( b ) Rs . 40,000.00
( c ) Rs. 36,000.00
( d ) কোনোটিই নয়

১৩. একটি খুঁটির 10 % জলের নীচে এবং অবশিষ্ট 18 মিটার জলের ওপরে আছে । খুঁটিটির দৈর্ঘ্য হল ( মিটারে ) :
( a ) 180
( b ) 30
( c ) 20
( d ) 40

১৪. দুটি সংখ্যার ল.সা.গু. 385 এবং গ.সা.গু. 11। এদের একটি 55 হলে অপরটি হবে
( a ) 66
( b ) 110
( c ) 77
( d ) এদের কোনওটিই নয়

১৫. বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মােট সুদ হয় আসলের 8 25 অংশ । বার্ষিক সরল সুদের হার হল :
( a ) 8 %
( b ) 16 %
( c ) 3পূর্ন 2/25 %
( d ) 4 %

১৬. ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে । এর মধ্যে কোন ত্রিভুজটি স্থূলকোণী ?
( a ) ( 12 , 5 , 13 ) cm
( b ) ( 6 , 7,5 ) cm
( c ) ( 7,3,5 ) cm
( d ) ( 8 , 8 , 8 ) cm

১৭. একটি সংখ্যার 20 % = অপরটির 30 % । বড়টি 60 হলে ছােটটি হবে :
( a ) 44
( b ) 30
( c ) 36
( d ) 40

১৮. 12 জন লােক 36 দিনে যে কাজ করতে পারে 18 জন লােক তার দ্বিগুণ কাজ করবে :
( a ) 36 দিনে
( b ) 24 দিনে
( c ) 48 দিনে
( d ) 42 দিনে

১৯. দু’টি সংখ্যার যােগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছােট সংখ্যাটির 5 গুণ । ছােট সংখ্যাটি হল :
( a ) 72
( b ) 80
( c ) 60
( d ) 48

২০. এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে , অবশিষ্টের 1/3 অংশ স্ত্রীকে এবং বাকি সম্পত্তি সমান ভাগে দুই কন্যাকে দিলেন । প্রতি কন্যা 3430.00 টাকা পেলে তার সম্পত্তির মােট মূল্য হল :

( a ) 11760.00 টাকা

( b ) 13720.00 টাকা

( c ) 10290.00 টাকা

( d ) এর কোনওটিই নয়

২১. একটি ক্যালকুলেটর 630.00 টাকায় বিক্রি করলে 5 % লাভ হয় । এটি 672.00 টাকায় বিক্রি করলে লাভ হবে :

( a ) 12 %

( b ) 6 %

( c ) 8 %

( d ) 10 %

২২. 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 6:11 । 2 বছর পর ওই অনুপাত হবে 4 : 1 । এখন এই অনুপাত :

( a ) 19 : 4

( b ) 9 : 2

( c ) ৪ : 5

( d ) 5 : 1

২৩. দুটি সংখ্যার বিয়ােগফল 8 এবং তাদের যােগফলের 1/8 অংশ 35। সংখ্যা দুটি হল :

( a ) 132 , 140

( b ) 128 , 136

( c ) 124 , 132

( d ) 136 , 144

২৪. দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7 : 8। যদি দ্বিতীয় ট্রেন 5 ঘণ্টায় 400 কিলােমিটার যায় তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত ?

( a ) 60 কিমি / ঘণ্টা

( b ) 55 কিমি / ঘণ্টা

( c ) 70 কিমি / ঘণ্টা

( d ) 75 কিমি / ঘণ্টা

২৫. 0.7 ও 0.5 এর গুণফল কত ?

( A ) 35

( B ) 0.35

( C ) 0.0035

( D ) 0.035

২৬. একটি ক্লাসে 15 টি ছাত্রের গড় বয়স 11 বছর । যদি ওই ক্লাসে আরও 5 জন নতুন ছাত্র ভর্তি হয় যাদের গড় বয়স 9 বছর, তাহলে ক্লাসের বর্তমান গড় বয়স কত বছর ?
( A ) 20
( B ) 10
( C ) 10.5
( D ) 10.33

২৭. 15 : 25 :: 6 : ?

( A ) 9

( B ) 10

( C ) 30

( D ) 15

২৮. 5.87 – 1.49 +3.028 = ?

( A ) 7.508

( B ) 8.898

( C ) 4.38

( D ) 7.408

২৯. দুটি সংখ্যার অনুপাত 3 : 5 যদি প্রত্যেকটি সংখ্যা থেকে 9 বিয়ােগ করা হয় , তাহলে তাদের অনুপাত হয় 12:23  প্রথম সংখ্যাটি কত ?

( A ) 27

( B ) 33

( C ) 55

( D ) 49

৩০. তিন বন্ধু যথাক্রমে 2,000 টাকা , 2,500 টাকা ও 1,000 টাকা বিনিয়ােগ করে একটি ব্যবসা শুরু করল । যদি মােট লাভের পরিমাণ হয় 880 টাকা , তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত টাকা হবে ?

( A ) 400

( B ) 350

( C ) 180

( D ) 160

File details:

File:   Practice Set for WBP Constable | MATH Practice Set pdf in Bengali
Language: Bengali
size:123kb
Download link: click here to download

Share this

Related Posts

Comment us

2 thoughts on “Practice Set for WBP Constable | MATH Practice Set pdf in Bengali”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page