1 Answers
বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ: উৎসেচক সংশ্লেষের মাধ্যমে নিউক্লিয়াস বিভিন্ন কাজ বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, এইজন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়।
বংশগত বৈশিষ্ট্যের তথ্যের ভাণ্ডার: নিউক্লিয়াসের মধ্যে জীবদেহে বংশগত বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে।
RNA সংশ্লেষ: নিউক্লিওলাসে RNA সংশ্লেষ ঘটে।
কোষ বিভাজন: নিউক্লিয়াস কোষ বিভাজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ: নিউক্লিয়াসের মধ্যস্থ DNA বিভিন্ন বংশগত বৈশিষ্ট্য একটি জনু থেকে পরবর্তীতে জনুতে সঞ্চারিত করে।
প্রকরণ বা ভেদ সৃষ্টি: নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের গঠন ও সংখ্যার পরিবর্তনের জন্য প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়।