We are creating this Blog considering those students who are struggling continously for competitive exams. Here, we will provide important study materials for competitive exams like, Railway Group-D, RRB NTPC, RPF, Indian Army, SSC CGL, SSC CHSL, SSC MTS, SSC GD, DRDO MTS, STATE POLICE, Public Service Commission, State Civil Service, State Group-D.
যে পদার্থ, কোনাে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র উপস্থিত থেকে বিক্রিয়ায় প্রয়ােজনীয় সক্রিয়করণ শক্তি ( Activation energy ) পরিবর্তন করে বিক্রিয়ার গতিবেগকে প্রভাবিত করে অর্থাৎ বিক্রিয়াটির গতিবেগ বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে যার কোনাে রাসায়নিক পরিবর্তন হয় না , সেই পদার্থকে অনুঘটক বা প্রভাবক বলে।