Skip to content

জলের তড়িৎ বিশ্লেষণের সময় অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হয় কেন?

All Questions ListCategory: General Questionজলের তড়িৎ বিশ্লেষণের সময় অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হয় কেন?
Mohibul Staff asked 1 year ago

জলের তড়িৎ বিশ্লেষণের সময় অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হয় কেন?

1 Answers
Mohibul Staff answered 1 year ago

জলের তড়িৎবিশ্লেষনের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন বিশুদ্ধ জল হল মৃদু তড়িৎ বিশ্লেশ্য পদার্থ, তাই জলের খুব কম সংখ্যক আয়নের উপস্থিতির কারণে বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী।ফলে, জলের তড়িৎবিশ্লেষণ ঘটে ন।কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়।ফলে, জলের বেশিরভাগ অনুই আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ এবং OH- আয়ন উৎপন্ন করে।জলে উপস্থিত আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জলের তড়িৎ পরিবাহিতাও বহুগুণ বৃদ্ধি পায়।তখন জল তড়িতের সুপরিবাহী হয়ে ওঠায় তড়িৎবিশ্লেষণ করা সম্ভব হয়।